Bangladesh played its 100th Test match against which team?
A
B
India
C
Sri Lanka
D
Kenya
উত্তরের বিবরণ
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- বাংলাদেশ তার শততম টেস্ট খেলে শ্রীলঙ্কার বিপক্ষে।
- ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।
সূত্র: ESPNcricinfo ও প্রথম আলো।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
জাপান কত সালে পার্ল হারবারে আক্রমন করে?
Created: 1 month ago
A
১৯৪২ সালে
B
১৯৪১ সালে
C
১৯৪৩ সালে
D
১৯৪৯ সালে
পার্ল হারবার
- 
১৯৪১ সালের ৭ ডিসেম্বর, জাপানি সাম্রাজ্য হাওয়াইয়ের নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে। 
- 
এই আক্রমণের একটি প্রধান কারণ ছিল চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসসহ বিভিন্ন দেশে জাপানের আগ্রাসনের পর জাপানের ওপর আরোপিত আমেরিকান নিষেধাজ্ঞা। 
- 
পার্ল হারবারের আক্রমণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার প্রবেশের সূচনা চিহ্নিত করে। 
- 
আক্রমণের কয়েক দিন পর হিটলার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় সংঘাতে জড়িত করে। 
- 
যদিও হিটলারের যুক্তি পূর্ব ফ্রন্ট থেকে সম্পদ সরানোর ক্ষেত্রে অস্পষ্ট এবং সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান অনিশ্চিত অবস্থার কারণে এটি বিশেষভাবে যৌক্তিক ছিল না, তথাপি মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ও প্রশান্ত মহাসাগরীয় উভয় যুদ্ধেই জড়িত হয়ে পড়ে। 
উৎস: worldatlas.com
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
বায়ুর আর্দ্রতা মাপা যন্ত্রের নাম কী?
Created: 1 month ago
A
ফ্যাদোমিটার
B
ম্যানোমিটার
C
ব্যারোমিটার
D
হাইগ্রোমিটার
হাইগ্রোমিটার হলো বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র।
অন্যান্য পরিমাপ যন্ত্রগুলো হলো:
- 
ফ্যাদোমিটার: সমুদ্রের গভীরতা নির্ণয় করতে ব্যবহার হয়। 
- 
ব্যারোমিটার: বায়ুর চাপ মাপার যন্ত্র। 
- 
ম্যানোমিটার: গ্যাসের চাপ মাপার যন্ত্র। 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারী কর্মকমিশন গঠিত হয়?
Created: 1 month ago
A
১৩৭ অনুচ্ছেদ
B
১৩৮ অনুচ্ছেদ
C
১১১ অনুচ্ছেদ
D
১৩৯ অনুচ্ছেদ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) সংবিধানের একটি সাংবিধানিক সংস্থা, যা সরকারি চাকরি ও পদে নিয়োগ প্রক্রিয়ার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- 
প্রতিষ্ঠা: সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী। 
- 
উদ্দেশ্য: সরকারি চাকুরি ও পদে নিয়োগ প্রদান, পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। 
- 
নিয়োগ: রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেন। 
- 
শপথ: প্রধান বিচারপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 
সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহ:
- 
১৩৭ নং – সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা 
- 
১৩৮ নং – সরকারি কর্ম কমিশনের সদস্য নিয়োগ 
- 
১৩৯ নং – সরকারি কর্ম কমিশনের সদস্যপদের মেয়াদ 
- 
১৪০ নং – সরকারি কর্ম কমিশনের দায়িত্ব 
- 
১৪১ নং – বার্ষিক রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া 
অতিরিক্ত তথ্য:
- 
১১১ নং অনুচ্ছেদ সম্পর্কিত – সুপ্রীম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago