Which of the following organization was the ancestor of WTO?
A
UNTWO
B
GATT
C
IBRD
D
UNWTO
উত্তরের বিবরণ
WTO (World Trade Organization):
-
পরিচিতি: WTO হলো বিশ্বের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যের স্বচ্ছতা, পূর্বাভাসযোগ্যতা ও স্বাধীন প্রবাহ নিশ্চিত করা।
-
প্রতিষ্ঠা: ১ জানুয়ারি, ১৯৯৫।
-
উৎপত্তি: এটি গঠিত হয় General Agreement on Tariffs and Trade (GATT)-এর ভিত্তিতে, যা প্রথম প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৬৬টি দেশ এর সদস্য (২০২5 অনুযায়ী)।
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
মহাপরিচালক (Director General): এনগোজি ওকোনজো ইওয়েলা (নাইজেরিয়া) – তিনি ২০২১ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং প্রথম আফ্রিকান ও প্রথম নারী মহাপরিচালক।
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ ১ জানুয়ারি, ১৯৯৫ সাল থেকে WTO-এর সদস্য।
-
ভাষা: WTO-এর কার্যক্রম পরিচালিত হয় মূলত তিনটি সরকারি ভাষায়— ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশ।
অতিরিক্ত তথ্য:
-
WTO এর প্রধান কাজ হলো— আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করা, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য সুবিধা বৃদ্ধি করা।
-
WTO বাণিজ্য সংক্রান্ত ৬০টিরও বেশি চুক্তি পরিচালনা করে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো— Agreement on Agriculture (AoA), General Agreement on Trade in Services (GATS), Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS)।
-
WTO-এর Ministerial Conference হলো সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ, যা দুই বছরে একবার অনুষ্ঠিত হয়।
0
Updated: 1 month ago
বিশ্ব খাদ্য দিবস কত তারিখ?
Created: 1 month ago
A
১৮ ডিসেম্বর
B
১৬ এপ্রিল
C
২ অক্টোবর
D
১৬ অক্টোবর
জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও উদ্দেশ্য উদযাপনের জন্য পালিত হয়।
-
জাতীয় উৎপাদনশীলতা দিবস: ২ অক্টোবর
-
বিশ্ব খাদ্য দিবস: ১৬ অক্টোবর
-
জাতীয় নিরাপদ সড়ক দিবস: ২২ অক্টোবর
-
জাতীয় বস্ত্র দিবস: ৪ ডিসেম্বর
-
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস: ৯ ডিসেম্বর
-
আন্তর্জাতিক অভিবাসী দিবস: ১৮ ডিসেম্বর
-
বিশ্ব স্বাস্থ্য দিবস: ৭ এপ্রিল
-
মুজিবনগর দিবস: ১৭ এপ্রিল
-
নিরাপদ মাতৃত্ব দিবস: ২৮ মে
-
বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন
উৎস:
0
Updated: 1 month ago
According to the Global Terrorism Index 2025, which country is most at risk from terrorism?
Created: 1 month ago
A
Afghanistan
B
Burkina Faso
C
Somalia
D
Syria
0
Updated: 1 month ago
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) কোথায় প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
সৌদি আরব
B
মিশর
C
মরক্কো
D
সিরিয়া
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) হলো মুসলিম দেশগুলোর একটি আন্তর্জাতিক রাজনৈতিক জোট, যা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং ইসলামী বিশ্বের সাধারণ স্বার্থ রক্ষায় কাজ করে।
-
গঠিত হয় ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
-
গঠনের পেছনের কারণ: ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরানো।
-
বর্তমানে সদস্য রাষ্ট্র সংখ্যা ৫৭টি।
-
দক্ষিণ আমেরিকার গায়ানা ও সুরিনাম এবং ইউরোপের আলবেনিয়া OIC সদস্য।
-
বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি, পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে।
-
সদর দপ্তর অবস্থিত জেদ্দা, সৌদি আরবে।
-
মহাসচিবের মেয়াদ ৫ বছর।
-
শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় তিন বছর অন্তর।
-
প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় রাবাত, মরক্কো (১৯৬৯)।
0
Updated: 1 month ago