In which country was the city of Pompeii located?
A
Greece
B
France
C
Turkey
D
Italy
উত্তরের বিবরণ
- পম্পেই ইতালির ক্যাম্পানিয়ায় অবস্থিত ছিলো।
ইতালি:
- ইতালি ১৮৬১ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- এক দশকের বিপ্লবের পর ইউরোপের তুরিনে ইতালি রাজ্য প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা আসে।
- প্রথম রাজা হিসেবে ভিক্টর ইমানুয়েল তাতে অধিষ্ঠিত হন।
- বর্তমানের ইতালির রাজধানী রোম, এটা প্রাচীন রোমান সাম্রাজ্যেরও রাজধানী ছিল।
- ইতালির মুদ্রার নাম ইউরো এবং রোমের সীমানার ভেতরে ভ্যাটিকান সিটি অবস্থিত।
- এছাড়া, রোমের কাছেই ভিসুভিয়াস পর্বতের পাদদেশে প্রাচীন পম্পেই নগরির ধ্বংসাবশেষও রয়েছে।
সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো।
0
Updated: 1 month ago
সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারী কর্মকমিশন গঠিত হয়?
Created: 1 month ago
A
১৩৭ অনুচ্ছেদ
B
১৩৮ অনুচ্ছেদ
C
১১১ অনুচ্ছেদ
D
১৩৯ অনুচ্ছেদ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) সংবিধানের একটি সাংবিধানিক সংস্থা, যা সরকারি চাকরি ও পদে নিয়োগ প্রক্রিয়ার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
প্রতিষ্ঠা: সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী।
-
উদ্দেশ্য: সরকারি চাকুরি ও পদে নিয়োগ প্রদান, পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ।
-
নিয়োগ: রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেন।
-
শপথ: প্রধান বিচারপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহ:
-
১৩৭ নং – সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা
-
১৩৮ নং – সরকারি কর্ম কমিশনের সদস্য নিয়োগ
-
১৩৯ নং – সরকারি কর্ম কমিশনের সদস্যপদের মেয়াদ
-
১৪০ নং – সরকারি কর্ম কমিশনের দায়িত্ব
-
১৪১ নং – বার্ষিক রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া
অতিরিক্ত তথ্য:
-
১১১ নং অনুচ্ছেদ সম্পর্কিত – সুপ্রীম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা।
0
Updated: 1 month ago
IPCC-এর পূর্ণরূপ কী?
Created: 3 weeks ago
A
International Panel on Climate Control
B
Intergovernmental Panel on Climate Change
C
International Program on Climate Change
D
Intergovernmental Program on Climate Control
IPCC হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ, মূল্যায়ন ও প্রকাশের জন্য গঠিত। এর লক্ষ্য হলো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতি নির্ধারণে বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করা।
• পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change (IPCC)।
• এটি গঠিত হয়েছে জাতিসংঘের দুটি সংস্থা—বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে।
• প্রতিষ্ঠার বছর: ১৯৮৮।
• IPCC-এর কাজের মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ, মূল্যায়ন ও রিপোর্ট প্রকাশ করা।
• ২০০৭ সালে IPCC এই কাজের স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
0
Updated: 3 weeks ago
ইউরোপীয় পরিবেশ সংস্থার সদস্য সংখ্যা কত? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 3 weeks ago
A
৩২টি
B
৩৫টি
C
৩৮টি
D
৩০টি
• ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):- গঠন - ১৯৯৪ সালে।- সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক।- সদস্য সংখ্যা -৩২টি। - ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা এই সংস্থার প্রধান কাজ। 

0
Updated: 3 weeks ago