A
Vitamin A
B
Vitamin B
C
Vitamin C
D
Vitamin D
উত্তরের বিবরণ
- সূর্যের আলো ত্বকে লাগলে যে ভিটামিনটি প্রধানত উৎপন্ন হয় তা হলো ভিটামিন-ডি (Vitamin D)।
ভিটামিন 'ডি':
- সূর্যের বেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে ভিটামিন 'ডি' তৈরি হয়।
- দুধ, মাখন, ডিম, কডলিভার তেল ও হাঙ্গরের তেলে ভিটামিন 'ডি' থাকে ।
- অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ, দাঁত ও হাঁড় গঠন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজে ভিটামিন 'ডি' এর দরকার হয়ে থাকে।
- ভিটামিন ‘ডি' এর অভাবে রিকেটস রোগ হয়।
রিকেটস রোগের লক্ষণ:
- দেহের হাড়গুলো দুর্বল হওয়া
- গাঁট ফুলে যাওয়া
- পায়ের হাঁড় বেঁকে যাওয়া
- সরু হাঁড়গুলো ভাঁজ খেয়ে যাওয়া
- হাঁড়গুলো ভঙ্গুর হওয়া
- বক্ষদেশ সরু হয়ে যাওয়া ইত্যাদি রিকেটস রোগের লক্ষণ।
রিকেটস রোগের প্রতিরোধ:
- পর্যাপ্ত পরিমাণে ভিটামিন 'ডি' সমৃদ্ধ খাবার খাওয়া
- নবজাতককে কিছুক্ষণ সকালের রোদে রাখা
- ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া ইত্যাদি।
সূত্র: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 7 hours ago
দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোথায় অবস্থিত?
Created: 4 days ago
A
নীলফামারী
B
সৈয়দপুর
C
রংপুর
D
গাইবান্ধা
সরকারি EPZ (Export Processing Zone)
-
বাংলাদেশে সরকারি EPZ-এর সংখ্যা ৮টি।
-
অবস্থানগুলো:
-
চট্টগ্রাম
-
সাভার
-
মংলা (খুলনা)
-
উত্তরা (নীলফামারী)
-
ঈশ্বরদী (পাবনা)
-
কুমিল্লা
-
কর্ণফুলী (চট্টগ্রাম)
-
আদমজী (নারায়ণগঞ্জ)
-
-
সরকারি EPZ প্রতিষ্ঠা করা হয় ১৯৮৩ সালে, যা ১৯৮০ সালে বাংলাদেশ সরকারের সংসদে পাশ হওয়া আইন অনুযায়ী পরিচালিত।
-
বাংলাদেশের EPZ-এর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সম্পাদন করে BEPZA।
-
দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ হলো উত্তরা, নীলফামারী।
উৎস: BEPZA ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া

0
Updated: 4 days ago
What does KYC stand for in banking?
Created: 7 hours ago
A
Know Your Currency
B
Keep Your Credit
C
Know Your Customer
D
Keep Your Cash
সঠিক উত্তর: (c) Know Your Customer
KYC:
- ব্যাংকিং খাতে KYC এর পূর্ণরূপ হলো "Know Your Customer" যার বাংলা অর্থ "আপনার গ্রাহককে জানুন"।
- এটি একটি আইনি বাধ্যবাধকতা এবং নিয়ন্ত্রক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের সঠিক পরিচয় যাচাই করে এবং তাদের আর্থিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে।
- KYC প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো অর্থ পাচার, জালিয়াতি, সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন এবং অন্যান্য অবৈধ আর্থিক লেনদেন প্রতিরোধ করা।
- এই প্রক্রিয়ায় গ্রাহকের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ছবি, ঠিকানার প্রমাণ, আয়ের উৎসের বিবরণ এবং নমিনির তথ্য সংগ্রহ করা হয়।
- KYC শুধুমাত্র নতুন অ্যাকাউন্ট খোলার সময়ই নয়, বরং নিয়মিত গ্রাহক পর্যালোচনার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়।
- বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের কেন্দ্রীয় ব্যাংক এই KYC নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করে। এর ফলে আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং ঝুঁকিপূর্ণ লেনদেন থেকে ব্যাংক ও গ্রাহক উভয়ই সুরক্ষিত থাকে।
সূত্র: Federal Bank ও পত্রিকা রিপোর্ট।

0
Updated: 7 hours ago
আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর -
Created: 3 days ago
A
০%
B
৫%
C
১০%
D
১৫%
মূল্য সংযোজন কর:
- মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর।
- বাংলাদেশে মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর।
- ১৯৯০ সনের মধ্য জুনের কিছু আগে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) তৈরি করা হয়।
- মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই ১৯৯১ সালে।
- সকল পন্য ও সেবার উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপ হয়।
- আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ১৫%।
- পন্য বা সেবার সর্বশেষ ভোক্তা মূল্য সংযোজন কর দাতা।
- রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর ০%।

0
Updated: 3 days ago