‘মানবজীবন', 'মহৎজীবন', 'উন্নতজীবন' -প্রভৃতি গ্রন্থের রচয়িতা- 

Edit edit

A

এস ওয়াজেদ আলী 

B

এয়াকুব আলী চৌধুরী 

C

মোঃ লুৎফর রহমান 

D

মোঃ ওয়াজেদ আলী

উত্তরের বিবরণ

img

মোহাম্মদ লুৎফর রহমান ১৮৮৯ সালে জন্মগ্রহণ করেন মাগুরা জেলার পারনান্দুয়ালি গ্রামে। তিনি ডাক্তার হিসেবে পেশাগত জীবনে যুক্ত থাকলেও সাহিত্য ও সমাজসেবায় ছিলেন সমানভাবে সক্রিয়। সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড ও মানবিক মূল্যবোধসমৃদ্ধ রচনার জন্য তিনি ‘ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান’ নামে সমধিক পরিচিত।


সমাজ সংস্কারে অবদান

  • ১৯২২ সালে কলকাতায় পতিতা নারীদের পুনর্বাসনের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন একটি মানবিক সংগঠন — ‘নারীতীর্থ’

  • এই সংগঠনের সভাপতি ছিলেন নারীশিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া (১৮৮০–১৯৩৬) এবং সম্পাদক ছিলেন মোহাম্মদ লুৎফর রহমান নিজে।

  • ‘নারীতীর্থ’-এর মুখপত্র হিসেবে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় মাসিক পত্রিকা ‘নারীশক্তি’, যার প্রথম সংখ্যা বের হয় বাংলা ১৩২৯ সনে।

  • এ পত্রিকাটি মোট ছয়টি সংখ্যা প্রকাশ করে।


সাহিত্যকর্ম

জীবনমুখী রচনা:

মোহাম্মদ লুৎফর রহমান মানুষের নৈতিক ও আত্মিক উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে একাধিক জীবনধর্মী গ্রন্থ রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলো হলো—

  • মহৎ জীবন

  • মানবজীবন

  • সত্য জীবন

  • উচ্চ জীবন

  • ধর্ম জীবন

  • মহাজীবন

  • যুবকজীবন

উপন্যাস ও নৈতিক কাহিনি:

  • সরলা

  • পথহারা

  • রায়হান

  • প্রীতি-উপহার

  • বাসর-উপহার

শিশু-কিশোরদের জন্য রচনা:

তরুণ প্রজন্মের চরিত্র গঠনের লক্ষ্যে তিনি শিশুকিশোরদের উপযোগী বইও লিখেছেন, যেমন—

  • ছেলেদের মহত্ত্বকথা

  • ছেলেদের কারবালা

  • রানী হেলেন


তথ্যসূত্রঃ এই জীবনী ও গ্রন্থতালিকা সংকলিত হয়েছে বাংলাপিডিয়া-র তথ্যভাণ্ডার থেকে।

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

'মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। - কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা- 

Created: 1 month ago

A

রবীন্দ্রনাথ ঠাকুর 

B

মোহাম্মদ মনিরুজ্জামান 

C

সত্যেন্দ্রনাথ দত্ত 

D

নির্মলেন্দু গুণ

Unfavorite

0

Updated: 1 month ago

হিন্দী 'পদুমাবৎ' -এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা- 

Created: 1 month ago

A

দৌলত উজীর বাহরাম খান 

B

সৈয়দ সুলতান 

C

আব্দুল করিম সাহিত্য বিশারদ 

D

আলাওল

Unfavorite

0

Updated: 1 month ago

'সিরাজুম মুনীরা' কাব্যের রচয়িতার নাম- 

Created: 1 month ago

A

তালিম হোসেন 

B

ফররুখ আহমদ 

C

গোলাম মোস্তফা

D

 আবুল হোসেন

Unfavorite

0

Updated: 1 month ago

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD