Which Bangladeshi film received special recognition at the 78th Cannes Film Festival?
A
Guerrilla
B
Matir Maina
C
Ali
D
Mukti
উত্তরের বিবরণ
৭৮ তম কান চলচ্চিত্র পুরস্কার:
- ১২-২৩ মে ২০২৫ ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয় কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর।
উৎসবের গুরুত্বপূর্ণ পুরস্কার-
স্বর্ণপাম: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট, জাফর পানাহি।
সেরা পরিচালক: ক্রেবার মেনডোরসে ফিল (দ্য সিক্রেট এজেন্ট)।
সেরা অভিনেত্রী: নাদিয়া মেল্লিতি (লিটল সিস্টার)।
সেরা অভিনেতা: ওয়ানার মাউরা (দ্য সিক্রেট এজেন্ট)।
উল্লেখ্য,
- উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'আলী'।
- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন দেওয়া হয় আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটিকে।
- ‘আলী’ সিনেমার গল্প নারীকণ্ঠে গান গাইতে পারে এক কিশোরকে কেন্দ্র করে।
সূত্র: পত্রিকা রিপোর্ট।
0
Updated: 1 month ago
Which is the top country according to the Global Peace Index 2025 report?
Created: 1 month ago
A
Switzerland
B
Austria
C
New Zealand
D
Iceland
Global Peace Index ২০২৫ সম্প্রতি প্রকাশ করেছে অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা IEP, যা ১৬৩টি দেশের শান্তিপূর্ণ অবস্থা বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে।
শীর্ষ শান্তিপ্রিয় দেশগুলো হলো:
-
আইসল্যান্ড
-
আয়ারল্যান্ড
-
নিউজিল্যান্ড
-
অস্ট্রিয়া
-
সুইজারল্যান্ড
-
সিঙ্গাপুর
-
পর্তুগাল
-
ডেনমার্ক
-
স্লোভেনিয়া
-
ফিনল্যান্ড
বাংলাদেশের অবস্থান: ১২৩তম।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
বাংলাদেশে দক্ষিণ এশিয়ার কোন দেশের সাথে 'অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি' সম্পাদন করে? (আগস্ট-২০২৫)
Created: 1 month ago
A
পাকিস্তান
B
ভারত
C
নেপাল
D
ভুটান
Preferential Trade Agreement (PTA) হলো বাংলাদেশের প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, যা আঞ্চলিক বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত। এটি মূলত মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) পূর্ব ধাপ হিসেবে কাজ করে।
-
বাংলাদেশের সঙ্গে PTA সম্পাদনকারী দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হলো ভুটান।
-
চুক্তি স্বাক্ষরিত হয় ৬ ডিসেম্বর, ২০২০ তারিখে।
-
এটি সম্পূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নয়, বরং FTA-র আগের ধাপ বা আংশিক FTA।
-
চুক্তির আওতায় বাংলাদেশ ভুটানে ১০০টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে।
-
অন্যদিকে ভুটান বাংলাদেশে ৩৪টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে।
0
Updated: 1 month ago
সূর্যের পৃষ্ঠের আনুমানিক তাপমাত্রা কত?
Created: 3 weeks ago
A
৪৫০০° সেলসিয়াস
B
৪৮০০° সেলসিয়াস
C
৬০০০° সেলসিয়াস
D
৭৫০০° সেলসিয়াস
সূর্য (Sun):
সূর্য হলো সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র, যা নিজস্ব আলো ও তাপ দ্বারা আলোড়িত হয়ে সৌরজগতের সকল গ্রহকে প্রভাবিত করে।
-
সূর্য একটি নক্ষত্র।
-
সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৬০০০° সেলসিয়াস।
-
পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার।
-
সূর্যের বিকিরিত মোট তাপের প্রায় ২০০ কোটি ভাগের ১ ভাগ পৃথিবীতে পৌঁছায়।
-
আলোর গতি প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার।
-
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় ৮.৩২ মিনিট বা ৮ মিনিট ১৯ সেকেন্ড।
0
Updated: 3 weeks ago