Which Bangladeshi film received special recognition at the 78th Cannes Film Festival?
A
Guerrilla
B
Matir Maina
C
Ali
D
Mukti
উত্তরের বিবরণ
৭৮ তম কান চলচ্চিত্র পুরস্কার:
- ১২-২৩ মে ২০২৫ ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয় কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর।
উৎসবের গুরুত্বপূর্ণ পুরস্কার-
স্বর্ণপাম: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট, জাফর পানাহি।
সেরা পরিচালক: ক্রেবার মেনডোরসে ফিল (দ্য সিক্রেট এজেন্ট)।
সেরা অভিনেত্রী: নাদিয়া মেল্লিতি (লিটল সিস্টার)।
সেরা অভিনেতা: ওয়ানার মাউরা (দ্য সিক্রেট এজেন্ট)।
উল্লেখ্য,
- উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'আলী'।
- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন দেওয়া হয় আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটিকে।
- ‘আলী’ সিনেমার গল্প নারীকণ্ঠে গান গাইতে পারে এক কিশোরকে কেন্দ্র করে।
সূত্র: পত্রিকা রিপোর্ট।
0
Updated: 1 month ago
What provides the extreme temperature and pressure required for fusion in a hydrogen bomb?
Created: 3 weeks ago
A
Solar energy
B
Magnetic confinement
C
Fission bomb explosion
D
Electric current
হাইড্রোজেন বোমা বা থার্মোনিউক্লিয়ার বোমাতে নিউক্লিয়ার ফিউশন ঘটাতে অত্যন্ত উষ্ণতা ও চাপের প্রয়োজন হয়। সরাসরি সৌর শক্তি, চুম্বকীয় আবদ্ধকরণ বা বৈদ্যুতিক ধারা এই চরম অবস্থার জন্য যথেষ্ট নয়। বরং, একটি ছোট ফিশন বোমার বিস্ফোরণকে প্রাথমিক উত্স হিসেবে ব্যবহার করা হয়। ফিশন বিক্রিয়ার মুহূর্তে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, যা তাপ এবং চাপের চরম পরিবেশ সৃষ্টি করে। এই চরম পরিবেশ হাইড্রোজেন নিউক্লিয়াসকে একত্রিত করে ফিউশন বিক্রিয়া ঘটায়, যার ফলে আরও বিশাল শক্তি উৎপন্ন হয়।
উত্তর: গ) Fission bomb explosion।
ফিউশন বিক্রিয়া (Fusion Reaction) সম্পর্কিত তথ্য:
-
ফিউশন বিক্রিয়ার মাধ্যমে সূর্য শক্তি উৎপন্ন করে।
-
এটি নক্ষত্রের প্রধান শক্তি উৎস এবং হালকা মৌলগুলোর নিউক্লিয়ার সংশ্লেষণ প্রক্রিয়া।
-
১৯৩০-এর দশকে হান্স বেতে প্রস্তাব করেন যে, ডিউটেরিয়াম গঠনের সময় হাইড্রোজেন নিউক্লিয়াসের ফিউশন বিশাল শক্তি উৎপন্ন করে।
-
ফিউশন বিক্রিয়ার ক্রমাগত সংঘটনের ফলে হিলিয়াম তৈরি হয়, যা নক্ষত্রগুলোর শক্তির মূল উৎস।
-
ফিউশন সংঘটিত হতে নক্ষত্রের কেন্দ্রীয় প্লাজমার তাপমাত্রা প্রায় ১৫,০০০,০০০ কে বা তার কম হতে হয়।
-
হাইড্রোজেন পরমাণু একত্রে মিশে হিলিয়ামে রূপান্তরিত হয়, শক্তি উৎপন্ন হয়।
-
ফিউশন বিক্রিয়া বিশ্বের শক্তি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা নক্ষত্রের উজ্জ্বলতা ও দীর্ঘায়ু নিশ্চিত করে।
ফিশন বিক্রিয়া (Fission) সম্পর্কিত তথ্য:
-
একটি ভারী পরমাণুর নিউক্লিয়াস ভেঙে দুটি বা ততোধিক ছোট নিউক্লিয়াস তৈরি হয়।
-
উদাহরণ: ইউরেনিয়াম-২৩৫ এর বিভাজন।
0
Updated: 3 weeks ago
২০২৫-২৬ অর্থবছরে, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্র কত?
Created: 1 month ago
A
৭.৫ শতাংশ
B
৫.৫ শতাংশ
C
৬.৯ শতাংশ
D
৬.৫ শতাংশ
বাজেট ২০২৫-২৬ ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, যেটির শিরোনাম হলো ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
-
বাজেটের মোট পরিমাণ: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি): ২,৩০,০০০ কোটি টাকা
-
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫,৬৪,০০০ কোটি টাকা
-
বাজেটে ঘাটতি: বাজেটের ৩.৬২%
-
পরিচালন ব্যয়: ৫,৬০,০০০ কোটি টাকা
-
জিডিপি বৃদ্ধির লক্ষ্য: ৫.৫%
-
মূল্যস্ফীতির লক্ষ্য: ৬.৫%
-
করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্তি: "জুলাই যোদ্ধা"
-
উন্নয়ন বাজেটে বরাদ্দ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
পরিচালন বাজেটে বরাদ্দ: ৫,৪৪,৩৯১ কোটি টাকা
-
সামাজিক অবকাঠামো বরাদ্দ: ২,০৭,৬২৯ কোটি টাকা
উৎস:
0
Updated: 1 month ago
PRSP এর পূর্ণরূপ-
Created: 1 month ago
A
Poverty Elimination Strategic Plan
B
Poverty Reduction Strategy Paper
C
Poverty Strategic Document Paper
D
Poverty Strategic Revenue Plan
দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) হলো দারিদ্র্য কমানোর জন্য একটি নীতি এবং পরিকল্পনার দলিল, যা নিম্ন আয়ের দেশগুলো তাদের অভ্যন্তরীণ নীতি ও উন্নয়ন সহযোগিতার মাধ্যমে প্রণয়ন করে।
তথ্যসমূহ:
-
PRSP এর পূর্ণরূপ হলো Poverty Reduction Strategy Paper।
-
২০০৩ সালে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন পিআরএসপি (IPRSP) প্রথম প্রণয়ন করে।
-
২০০৫ সালে বাংলাদেশ প্রথম PRSP প্রণয়ন করে।
-
২০০৮ সালের অক্টোবর মাসে ২০০৫ সালে প্রণীত দলিলটি হালনাগাদ করা হয়।
0
Updated: 1 month ago