A
Accepting deposits from the public
B
Running commercial businesses
C
Providing microloans only
D
Issuing currency and controlling monetary policy
উত্তরের বিবরণ
কেন্দ্রীয় ব্যাংকের মূল ভূমিকা:
- কেন্দ্রীয় ব্যাংকের মূল ভূমিকা হলো মুদ্রা ইস্যু করা এবং দেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার নীতি নিয়ন্ত্রণ করা।
- কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের সর্বোচ্চ আর্থিক কর্তৃপক্ষ, এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং মুদ্রানীতি নিয়ন্ত্রণ করতে দায়িত্বপ্রাপ্ত।
- এর প্রধান কাজ হলো বৈধ মুদ্রা ইস্যু করা এবং বাজারে টাকার সরবরাহ নিয়ন্ত্রণ করা।
- এছাড়াও এটি সুদের হার, ব্যাংক রিজার্ভ এবং অন্যান্য আর্থিক হাতিয়ার ব্যবহার করে মুদ্রাস্ফীতি ও অর্থনীতির স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য “ব্যাংকের ব্যাংক” হিসেবে কাজ করে, তাদের জমাকৃত রিজার্ভ সংরক্ষণ করে এবং প্রয়োজনে ঋণ প্রদান করে।
- এটি সরকারের আর্থিক লেনদেন পরিচালনা করে এবং সরকারি তহবিল নিয়ন্ত্রণে সহায়তা করে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ ও বিনিময় হার স্থিতিশীল রাখা-ও কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
অন্যদিকে, জনসাধারণ থেকে আমানত গ্রহণ, ব্যবসায়িক কার্যক্রম চালানো, মাইক্রো ঋণ প্রদান —এসব কার্যক্রম সাধারণত বাণিজ্যিক বা বিশেষায়িত ব্যাংকের কাজ।
সূত্র: Investopedia ও পত্রিকা রিপোর্ট।

0
Updated: 7 hours ago
২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন -
Created: 3 days ago
A
আবুল মনসুর আহমদ
B
মাওলানা আতাহার আলী
C
আবুল কালাম শামসুদ্দিন
D
আবুল কাশেম
যুক্তফ্রন্ট:
- ১৯৫৩ সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিলো 'নৌকা'।
- ২১ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য যুক্তফ্রন্টের ইশতেহার করা হয় ২১ দফা।
- ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- যুক্তফ্রন্ট তাদের ঐতিহাসিক ২১ দফা দাবিতে গণমানুষের অধিকারের কথা তুলে ধরে।
- এই দফাগুলো সংক্ষেপে বর্ণিত হলো:
১. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা।
২. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ করা এবং ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি বিতরণ।
৩. পাটের ব্যবসায় জাতীয়করণ করা।
৪. সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা।
৫. পূর্ব পাকিস্তানে লবণ শিল্প প্রতিষ্ঠা করা।
৬. কারিগর মুহাজিরদের কাজের ব্যবস্থা করা।
৭. বন্যা ও দুর্ভিক্ষ রোধের জন্য খাল খনন ও সেচের ব্যবস্থা করা।
৮. শিল্প ও খাদ্যে দেশকে স্বাবলম্বী করা।
৯. অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রবর্তন করা।
১০. শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা।
১১. ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা।
১২. শাসন ব্যয় হ্রাস করা ও মন্ত্রীদের বেতন এক হাজার টাকার বেশি না করা।
১৩. দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
১৪. জন নিরাপত্তা আইন ও অর্ডিন্যান্স প্রভৃতি বাতিল করা।
১৫. বিচার ও শাসন বিভাগ পৃথকীকরণ করা।
১৬. মুখ্যমন্ত্রীর বাসভবন 'বর্ধমান হাউস'কে বাংলা ভাষা গবেষণাগারে পরিণত করা।
১৭. বাংলা ভাষা করার দাবিতে নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনার নির্মাণ করা।
১৮. একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা করে সরকারি ছুটির দিন ঘোষণা।
১৯. লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান।
২০. আইন পরিষদের মেয়াদ কোনোভাবেই বৃদ্ধি না করা।
২১. আইন পরিষদের আসন শূন্য হলে তিন মাসের মধ্যে উপনির্বাচন দিয়ে তা পূরণ করা।
তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 3 days ago
Which is the first six-lane bridge in Bangladesh?
Created: 7 hours ago
A
Jamuna Bridge
B
Padma Bridge
C
Madhumati Bridge
D
None of the above
মধুমতী সেতু:
- নড়াইলে নির্মিত মধুমতী সেতু, এটা কালনা সেতু নামেও পরিচিত দেশের প্রথম ৬ লেনবিশিষ্ট সেতু।
- সেতুর দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১০ মিটার।
- উভয় পাশে সংযোগ সড়ক ৪ দশমিক ২৭৩ কিলোমিটার, যার প্রস্থ ৩০ দশমিক ৫০ মিটার।
- সওজের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে এ সেতু নির্মিত হয়েছে।
- সেতু নির্মাণে মোট ব্যয় হয় ৯৫৯ দশমিক ৮৫ কোটি টাকা।
- এটি নড়াইল, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাকে সরাসরি সংযুক্ত করছে এই সেতু।

0
Updated: 7 hours ago
Bangladesh played its 100th Test match against which team?
Created: 7 hours ago
A
B
India
C
Sri Lanka
D
Kenya
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- বাংলাদেশ তার শততম টেস্ট খেলে শ্রীলঙ্কার বিপক্ষে।
- ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।
সূত্র: ESPNcricinfo ও প্রথম আলো।

0
Updated: 7 hours ago