Who was the proponent of the United States' "Strategic Defense Initiative"?
A
Lyndon B. Johnson
B
Ronald Reagan
C
John F. Kennedy
D
Henry Kissinger
উত্তরের বিবরণ
- "Strategic Defense Initiative" (এসডিআই), এটি সাধারণত "স্টার ওয়ারস বা তারকা যুদ্ধ" নামে পরিচিত।
- এর প্রবক্তা ছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান।
যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রে মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে।
- আকারের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হলো আলাস্কা, আর জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য হলো ক্যালিফোর্নিয়া।
- যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে,
- এটি ‘স্বাধীনতা দিবস’ হিসেবে জাতীয়ভাবে উদযাপিত হয়।
- দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, তিনি স্বাধীনতার পর নেতৃত্ব দেন নবগঠিত রাষ্ট্রকে।
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরেক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আব্রাহাম লিংকন, তিনি ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলোপ করেন।
0
Updated: 1 month ago
Where is the antipodal point of Dhaka located?
Created: 3 weeks ago
A
Arctic Ocean
B
Indian Ocean
C
Pacific Ocean
D
Atlantic Ocean
পৃথিবীর প্রতিপাদ স্থান হল কোনো বিন্দুর ঠিক বিপরীত দিকে অবস্থিত স্থান, যা ভৌগোলিক অবস্থান ও সমান্তরাল রেখার মাধ্যমে নির্ধারণ করা হয়।
-
কোনো বিন্দুর প্রতিপাদ স্থান বলতে সেই বিন্দুর ঠিক বিপরীত দিকে অবস্থিত পৃথিবীর পৃষ্ঠের স্থানকে বোঝায়।
-
উদাহরণস্বরূপ, ঢাকার প্রতিপাদ স্থান দক্ষিণ আমেরিকার চিলি অঞ্চলের নিকটবর্তী প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
-
প্রতিপাদ স্থান সম্পূর্ণভাবে একে অন্যের বিপরীতে অবস্থান করে।
-
প্রতিপাদ স্থান নির্ণয়ের পদ্ধতি: পৃথিবীর কোনো বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে একটি কল্পিত রেখা বিপরীত দিকে টানা হলে, সেই রেখা যেখানে পৃথিবীর পৃষ্ঠে মিলিত হয়, সেটি ওই বিন্দুর প্রতিপাদ স্থান।
-
প্রতিপাদ স্থানদ্বয়ের অক্ষাংশ একই, তবে এরা বিপরীত গোলার্ধে অবস্থিত।
-
এই দুই স্থান একই অক্ষাংশে থাকলেও তাদের দ্রাঘিমা ১৮০° পার্থক্যযুক্ত।
0
Updated: 3 weeks ago
BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
কাঠমুন্ডু
B
ঢাকা
C
নয়াদিল্লী
D
ব্যাংকক
সাধারণ জ্ঞান
BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperation
সাধারণ জ্ঞান
BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) একটি আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন। এটি বহু খাতের প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত।
-
BIMSTEC প্রতিষ্ঠিত হয় ৬ জুন, ১৯৯৭ সালে।
-
এর প্রতিষ্ঠার স্থান ছিল ব্যাংকক, থাইল্যান্ড।
-
সদর দপ্তর অবস্থিত ঢাকা, বাংলাদেশে।
-
সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা ৭টি দেশ: ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার এবং থাইল্যান্ড (জুন, ২০২৫ অনুযায়ী)।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি দেশ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড।
0
Updated: 1 month ago
বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত -
Created: 1 month ago
A
সেন্টমার্টিন
B
দক্ষিণ তালপট্টি
C
কোনটি নয়
D
নিঝুম দ্বীপ
সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে অবস্থিত একটি প্রবালদ্বীপ, যা বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে স্থাপিত। এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল থেকে ৮ কিলোমিটার পশ্চিমে, নাফ নদীর মোহনায় অবস্থিত। দ্বীপটিতে প্রচুর নারিকেল পাওয়া যায়, যার কারণে স্থানীয়রা একে নারিকেল জিঞ্জিরাও বলে থাকে।
-
সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত।
-
অবস্থান: ৯২°১৮´ থেকে ৯২°২১´ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২০°৩৪´ থেকে ২০°৩৯´ উত্তর অক্ষাংশ।
-
কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিমি দক্ষিণে।
-
মায়ানমারের উপকূল থেকে ৮ কিমি পশ্চিমে।
-
প্রচুর নারিকেল পাওয়া যায়, স্থানীয়ভাবে “নারিকেল জিঞ্জিরা” নামে পরিচিত।
বাংলাদেশের ভৌগোলিক সীমানা:
-
সর্বপূর্বের স্থান: আখাইনঠং
-
সর্ব উত্তরের স্থান: বাংলাবান্ধা
-
সর্ব দক্ষিণের স্থান: ছেঁড়া দ্বীপ/সেন্টমার্টিন
-
সর্ব পশ্চিমের স্থান: মনাকষা
সূত্র:
0
Updated: 1 month ago