Which was recognized as the 22nd state of India in 1975?
A
Mizoram
B
Manipur
C
Sikkim
D
Nagaland
উত্তরের বিবরণ
সিকিম:
- সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য,
- এটি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত।
- সিকিমের রাজধানী গ্যাংটক।
- একসময় এটি একটি স্বাধীন অঞ্চল ছিল, কিন্তু ১৯৭৫ সালে ভারতের প্রজাতন্ত্রের অংশ হয়ে ওঠে।
- ১৯৭৩ সালে নির্বাচনী কারচুপির অভিযোগের পর সিকিম ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে রাজতন্ত্রবিরোধী আন্দোলন শুরু হয়।
- ১৯৭৪ সালের পুনর্নির্বাচনে লেন্দুপ দর্জির নেতৃত্বে সিকিম ন্যাশনাল কংগ্রেস বিপুল বিজয় অর্জন করে।
- ১৯৭৫ সালের ২৭ মার্চ গণভোটের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত করা হয়।
- ২৬ এপ্রিল ১৯৭৫ সালে সিকিম ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।
সূত্র: ব্রিটানিকা ও বিভিন্ন পত্রিকা রিপোর্ট।
0
Updated: 1 month ago
শেনজেন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
১৯৮৫ সালে
B
১৯৮৩ সালে
C
১৮৮৫ সালে
D
১৯৮১ সালে
শেনজেন চুক্তি ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চুক্তি, যার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল করে নাগরিকদের অবাধ চলাচল নিশ্চিত করা হয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ ঐক্য ও আঞ্চলিক সংহতির ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত।
-
শেনজেন চুক্তি হলো ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশের চুক্তি।
-
১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
-
স্বাক্ষরকারী দেশগুলো ছিল বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস।
-
মূল লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ কমিয়ে অবাধ চলাচল নিশ্চিত করা।
-
এর আওতায় ভিসা ও আশ্রয় নীতিমালা সমন্বয় করা হয় এবং তথ্য বিনিময়ের জন্য শেনজেন ইনফরমেশন সিস্টেম (SIS) চালু হয়।
-
চুক্তি কার্যকর হয় ১৯৯৫ সালে; তখন ইতালি, স্পেন, পর্তুগাল ও গ্রিস এতে যোগ দেয়।
-
পরবর্তীতে অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেন যুক্ত হয়।
-
যদিও প্রথমে এটি ইউরোপীয় ইউনিয়নের বাইরে শুরু হয়েছিল, আমস্টারডাম চুক্তি (১৯৯৯) শেনজেন চুক্তিকে ইইউ আইনের অংশ করে।
-
পরবর্তী সময়ে একে একে বিভিন্ন দেশ যুক্ত হয়: চেক প্রজাতন্ত্রসহ একাধিক দেশ (২০০৭), সুইজারল্যান্ড (২০০৮), লিচেনস্টাইন (২০১১) ও ক্রোয়েশিয়া (২০২৩)।
-
বর্তমানে শেনজেনভুক্ত দেশ সংখ্যা ২৯টি।
0
Updated: 1 month ago
Iodine-131 is a:
Created: 3 weeks ago
A
Stable halogen
B
Radioiodine
C
Inert iodine
D
Iodate compound
Iodine-131 হলো একটি Radioiodine, অর্থাৎ এটি তেজস্ক্রিয় আয়োডিন সমজাতীয় পদার্থ। এটি প্রাকৃতিক আয়োডিনের মতো রাসায়নিকভাবে কাজ করে, তবে এর নিউক্লিয়াস অস্থিতিশীল এবং বিটা ও গামা রশ্মি নিঃসরণ করে। মেডিসিনে Iodine-131 প্রধানত থাইরয়েড রোগের নির্ণয় ও চিকিৎসায় ব্যবহার করা হয়, যেমন হাইপারথাইরয়ডিজম বা থাইরয়েড ক্যান্সার। এটি শরীরে থাইরয়েড গ্রন্থিতে জমা হয় এবং স্থানীয়ভাবে বিকিরণ ছাড়ায় প্রভাবিত কোষ ধ্বংস করে। এজন্য Iodine-131 একটি গুরুত্বপূর্ণ রেডিওনুক্লিয়াইড ও থেরাপিউটিক উপাদান, যা স্বাস্থ্যসেবা ও গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
সঠিক উত্তর: খ) Radioiodine।
তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
-
শরীরের কোন স্থানে ক্ষতিকর ক্যান্সার টিউমার আছে তা তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়।
-
নিরাময়ের জন্য কোবাল্ট-60 থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা হয়।
-
থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি জনিত রোগের চিকিৎসায় Iodine-131 ব্যবহার করা হয়।
-
রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় ফসফরাস-32 এর ফসফেট ব্যবহৃত হয়।
-
দেহের হাড় বৃদ্ধি এবং ব্যাথার স্থান ও কারণ নির্ণয়ের জন্য টেকনেশিয়াম-99 আইসোটোপ ব্যবহার করা হয়।
-
ব্রেইন ক্যান্সার নিরাময়ে ইরিডিয়াম আইসোটোপ ব্যবহৃত হয়।
0
Updated: 3 weeks ago
২ নং সেক্টর এর প্রথম সেক্টর কমান্ডার কে ছিলেন?
Created: 1 month ago
A
মেজর খালেদ মোশাররফ
B
মেজর শফিকুল ইসলাম
C
ক্যাপ্টেন মাহফুজুর রহমান
D
মেজর এ.টি.এম হায়দার
২ নং সেক্টর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা, কুমিল্লা, ফরিদপুর ও নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত।
-
সেক্টরের বাহিনী গঠিত হয় ৪-ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে।
-
সেক্টরের সদরদপ্তর ছিল আগরতলার ২০ মাইল দক্ষিণে মেলাঘরে।
-
সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
-
এই সেক্টরের অধীনে প্রায় ৩৫,০০০ গেরিলা যুদ্ধ করেছে।
-
নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় ৬,০০০।
উৎস:
0
Updated: 1 month ago