When did Bangladesh join the United Nations?
A
16 September 1974
B
17 September 1974
C
18 September 1974
D
19 September 1974
উত্তরের বিবরণ
বাংলাদেশ ও জাতিসংঘ:
- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য দেশ হিসেবে যোগদান করেন।
- ১৯৭৬ ও ১৯৮১ সালে দুই মেয়াদে চার বছরের জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করে।
- তাছাড়াও ১৯৮৬-৮৭ মেয়াদে ৪১তম সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী।
- বাংলাদেশ দুইবার অর্থাৎ ১৯৭৯-১৯৮০ এবং ২০০০-২০০১ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।
সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম) ও পত্রিকা রিপোর্ট।
0
Updated: 1 month ago
Which day is celebrated internationally as ‘World Refugee Day’?
Created: 1 month ago
A
October 1
B
August 12
C
August 12
D
June 20
- বিশ্ব শরণার্থী দিবস (World Refugee Day) প্রতি বছর ২০ জুন তারিখে জাতিসংঘের উদ্যোগে পালিত হয়, বিশ্বজুড়ে শরণার্থীদের অধিকার, সুরক্ষা ও মানবিক সহায়তার বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে।
বিশ্ব শরণার্থী দিবস:
- ২০০১ সালের ২০ জুন প্রথম বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়।
- ২০০০ সালের ডিসেম্বরের আগে দিবসটি আফ্রিকা শরণার্থী দিবস হিসেবে পালিত হতো।
- ১৯৫১ সালে শরণার্থীদের স্বীকৃতির বিষয়ে জাতিসংঘের সনদটি গৃহীত হয়।
গুরত্বপূর্ণ কিছু দিবস:
- আন্তর্জাতিক পরিবেশ দিবস ৫ জুন;
- আন্তর্জাতিক প্রাণী দিবস পালিত হয় ৪ অক্টোবর;
- বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর;
- আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ১৫ সেপ্টেম্বর।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ১৩ অক্টোবর;
- আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হয় ১৬ সেপ্টেম্বর;
- আন্তর্জাতিক বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় ২২ এপ্রিল;
0
Updated: 1 month ago
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি কোথায় বৈঠকের জন্য মিলিত হয়েছে? (আগস্ট-২০২৫)
Created: 1 month ago
A
মস্কোয়
B
আলাস্কায়
C
নিউইয়র্ক
D
ক্রিমিয়ায়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক সময়ে আলাস্কায় বৈঠকের জন্য মিলিত হয়েছেন। এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে একটি সামরিক ঘাঁটিতে, যা তাদের মধ্যে সরাসরি আলোচনার একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
-
বৈঠকের স্থান: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজের উত্তর প্রান্তে অবস্থিত জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন
-
বৈঠকের সময়: স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টা (১৫ আগস্ট)
-
আলোচনার সময়কাল: প্রায় তিন ঘণ্টা
-
প্রসঙ্গ: ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর দুই নেতার প্রথম সরাসরি সাক্ষাৎ
0
Updated: 1 month ago
ব্রাসেলস চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
১৯৪৬ সালে
B
১৯৪৮ সালে
C
১৯৪৭ সালে
D
১৯৪৩ সালে
ব্রাসেলস চুক্তি (১৯৪৮) হলো পশ্চিম ইউরোপীয় দেশগুলো—ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ—দ্বারা স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি। চুক্তির মাধ্যমে তারা একটি সম্মিলিত প্রতিরক্ষা জোট গঠন করে, যা পরবর্তীতে পশ্চিম ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো (NATO) এর ভিত্তি হিসেবে কাজ করে।
-
চুক্তি স্বাক্ষরিত হয় ১৭ মার্চ, ১৯৪৮, বেলজিয়ামের ব্রাসেলস-এ।
-
চুক্তি কার্যকর হয় ২৫ আগস্ট, ১৯৪৮।
-
এ চুক্তির আওতায় দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা হয়।
উৎস:
0
Updated: 1 month ago