When did Bangladesh join the United Nations?
A
16 September 1974
B
17 September 1974
C
18 September 1974
D
19 September 1974
উত্তরের বিবরণ
বাংলাদেশ ও জাতিসংঘ:
- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য দেশ হিসেবে যোগদান করেন।
- ১৯৭৬ ও ১৯৮১ সালে দুই মেয়াদে চার বছরের জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করে।
- তাছাড়াও ১৯৮৬-৮৭ মেয়াদে ৪১তম সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী।
- বাংলাদেশ দুইবার অর্থাৎ ১৯৭৯-১৯৮০ এবং ২০০০-২০০১ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।
সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম) ও পত্রিকা রিপোর্ট।
0
Updated: 1 month ago
যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয় তাদেরকে কী বলা হয়?
Created: 1 month ago
A
আইসোমার
B
আইসোটোপ
C
আইসোটোন
D
আইসোবার
আইসোবার
-
যে সকল নিউক্লিয়াসের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোবার বলা হয়।
আইসোমার
-
যে সকল নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান, তাদেরকে আইসোমার বলা হয়।
আইসোটোন
-
যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান, তবে ভর সংখ্যা সমান নয়, তাদেরকে আইসোটোন বলা হয়।
আইসোটোপ
-
যে সকল নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলা হয়।
উৎস: রসায়ন, নবম–দশম শ্রেণি
0
Updated: 1 month ago
Which of the following countries is not a member of BIMSTEC?
Created: 2 weeks ago
A
Thailand
B
Myanmar
C
Maldives
D
India
মালদ্বীপ BIMSTEC-এর সদস্য নয়। এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংগঠন যা বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। নিচে এর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হলো—
-
BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation।
-
প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭।
-
এটি একটি বঙ্গোপসাগরীয় অর্থনৈতিক জোট, যার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি ও পরিবহনসহ নানা ক্ষেত্রে পারস্পরিক উন্নয়ন সাধন।
-
প্রতিষ্ঠার সময় সদস্য সংখ্যা ছিল ৪টি দেশ, পরবর্তীতে আরও দেশ যোগ হয়ে বর্তমানে এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৭টি।
-
বর্তমান সদস্য দেশসমূহ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল এবং ভুটান।
0
Updated: 2 weeks ago
২০২৫-২৬ অর্থবছরে, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্র কত?
Created: 1 month ago
A
৭.৫ শতাংশ
B
৫.৫ শতাংশ
C
৬.৯ শতাংশ
D
৬.৫ শতাংশ
বাজেট ২০২৫-২৬ ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, যেটির শিরোনাম হলো ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
-
বাজেটের মোট পরিমাণ: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি): ২,৩০,০০০ কোটি টাকা
-
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫,৬৪,০০০ কোটি টাকা
-
বাজেটে ঘাটতি: বাজেটের ৩.৬২%
-
পরিচালন ব্যয়: ৫,৬০,০০০ কোটি টাকা
-
জিডিপি বৃদ্ধির লক্ষ্য: ৫.৫%
-
মূল্যস্ফীতির লক্ষ্য: ৬.৫%
-
করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্তি: "জুলাই যোদ্ধা"
-
উন্নয়ন বাজেটে বরাদ্দ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
পরিচালন বাজেটে বরাদ্দ: ৫,৪৪,৩৯১ কোটি টাকা
-
সামাজিক অবকাঠামো বরাদ্দ: ২,০৭,৬২৯ কোটি টাকা
উৎস:
0
Updated: 1 month ago