Who is the first Bangladeshi to be nominated to the UN expert panel? [August - 2025]
A
Khalilur Rahman
B
Rabab Fatima
C
Jamilur Reza Chowdhury
D
Md. Ahsan Habib
উত্তরের বিবরণ
জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলভুক্ত প্রথম বাংলাদেশি:
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আহসান হাবীব প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্যানেলে পরিবেশ রসায়নবিদ হিসেবে মনোনীত হয়েছেন।
- জাতিসংঘের এই ইনডিপেনডেন্ট সায়েন্টিফিক প্যানেল অন ইফেক্টস অব নিউক্লিয়ার এ মোট সদস্য রয়েছেন ২১ জন।
- পারমাণবিক যুদ্ধ এবং পারমাণবিক দুর্ঘটনা–পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং এর প্রতিক্রিয়ার বাস্তব চিত্র অনুধাবনে নিউইয়র্কভিত্তিক এই গবেষণা প্যানেল কাজ করবে।
উল্লেখ্য,
- অধ্যাপক আহসান হাবীব ২০২৪ সাল থেকে জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্তর্জাতিক চুক্তির জন্য গঠিত প্যানেলের বিশেষজ্ঞ সদস্য হিসেবে কাজ করছেন।
- মৌলিক রসায়ন, পরিবেশ রসায়ন, জৈবদূষণ, জীবজগতের ওপর ভারী ধাতুসমূহের প্রভাব, ধূলিকণাসহ বিভিন্ন বিষয়ে তিনি গবেষণা করেন।
- তাঁর ৮১টি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
সূত্র- পত্রিকা প্রতিবেদন।
0
Updated: 1 month ago
কোন প্রকার সতর্কতা ছাড়াই কোন ধরনের দুর্যোগ সংঘটিত হয়?
Created: 3 weeks ago
A
খরা
B
ভূমিকম্প
C
সুনামি
D
বন্যা
ভূমিকম্প হলো ভূ-পৃষ্ঠে আকস্মিকভাবে সৃষ্ট কম্পন, যা মূলত পৃথিবীর স্তরের বিভিন্ন প্লেটের গতিশীলতার কারণে ঘটে। পৃথিবীর ভূ-ত্বক প্রধানত সাতটি বৃহৎ এবং কিছু ছোট প্লেট দ্বারা গঠিত, যা একে অপরের দিকে ধাক্কা খায়, বিপরীতে সরতে থাকে বা সমান্তরালভাবে সঞ্চালিত হয়। এই সঞ্চালনের ফলে জমে থাকা চাপ হঠাৎভাবে মুক্তি পেলে ভূমিকম্পের কম্পন সৃষ্টি হয়, যা সাধারণত কোনো পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয়।
• পৃথিবীর ভূ-ত্বক সাতটি বৃহৎ এবং কিছু ছোট প্লেট দ্বারা গঠিত।
• প্লেটসমূহ একে অপরের দিকে ধাক্কা, বিপরীত দিকে সরে যাওয়া বা সমান্তরালভাবে সঞ্চালিত হয়।
• এই সঞ্চালনের ফলে জমে থাকা চাপ হঠাৎ মুক্ত হলে ভূমিকম্পের সৃষ্টি হয়।
• ভূমিকম্প সাধারণত কোনো সতর্কতা ছাড়া ঘটে।
ভৌগোলিক অবস্থান ও ভূ-গাঠনিক কারণে বাংলাদেশও ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ১৯৯৩ সালে দেশকে তিনটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ভাগ করা হয়:
-
মারাত্মক ঝুঁকিপূর্ণ অঞ্চল: দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত।
-
মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল: দেশের মধ্যাঞ্চল অন্তর্ভুক্ত।
-
কম ঝুঁকিপূর্ণ অঞ্চল: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অন্তর্ভুক্ত।
0
Updated: 3 weeks ago
যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয় তাদেরকে কী বলা হয়?
Created: 1 month ago
A
আইসোমার
B
আইসোটোপ
C
আইসোটোন
D
আইসোবার
আইসোবার
-
যে সকল নিউক্লিয়াসের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোবার বলা হয়।
আইসোমার
-
যে সকল নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান, তাদেরকে আইসোমার বলা হয়।
আইসোটোন
-
যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান, তবে ভর সংখ্যা সমান নয়, তাদেরকে আইসোটোন বলা হয়।
আইসোটোপ
-
যে সকল নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলা হয়।
উৎস: রসায়ন, নবম–দশম শ্রেণি
0
Updated: 1 month ago
বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কত সালে?
Created: 1 month ago
A
১৯৭৫ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭৩ সালে
D
১৯৭৬ সালে
বাংলাদেশ ওআইসির (OIC) সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে, যা দেশের আন্তর্জাতিক ইসলামি সহযোগিতার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ।
ওআইসি সম্পর্কিত তথ্য:
-
পূর্ণরূপ: The Organization of Islamic Cooperation
-
একটি ইসলামি সহযোগিতা সংস্থা, যা মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট হিসেবে কাজ করে।
-
গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে
-
প্রথম শীর্ষ সম্মেলন: রাবাত, মরক্কো (১৯৬৯)
-
অফিসিয়াল যাত্রা: ১৯৭২ সালে
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি
-
বর্তমান সদস্য: ৫৭টি [আগস্ট, ২০২৫]
-
সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব
উল্লেখযোগ্য তথ্য:
-
বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা (১২তম)
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফরাসি
-
OIC-এর পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন অনুষ্ঠিত হয় তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫
উৎস:
0
Updated: 1 month ago