Who is the first Bangladeshi to be nominated to the UN expert panel? [August - 2025]
A
Khalilur Rahman
B
Rabab Fatima
C
Jamilur Reza Chowdhury
D
Md. Ahsan Habib
উত্তরের বিবরণ
জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলভুক্ত প্রথম বাংলাদেশি:
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আহসান হাবীব প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্যানেলে পরিবেশ রসায়নবিদ হিসেবে মনোনীত হয়েছেন।
- জাতিসংঘের এই ইনডিপেনডেন্ট সায়েন্টিফিক প্যানেল অন ইফেক্টস অব নিউক্লিয়ার এ মোট সদস্য রয়েছেন ২১ জন।
- পারমাণবিক যুদ্ধ এবং পারমাণবিক দুর্ঘটনা–পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং এর প্রতিক্রিয়ার বাস্তব চিত্র অনুধাবনে নিউইয়র্কভিত্তিক এই গবেষণা প্যানেল কাজ করবে।
উল্লেখ্য,
- অধ্যাপক আহসান হাবীব ২০২৪ সাল থেকে জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্তর্জাতিক চুক্তির জন্য গঠিত প্যানেলের বিশেষজ্ঞ সদস্য হিসেবে কাজ করছেন।
- মৌলিক রসায়ন, পরিবেশ রসায়ন, জৈবদূষণ, জীবজগতের ওপর ভারী ধাতুসমূহের প্রভাব, ধূলিকণাসহ বিভিন্ন বিষয়ে তিনি গবেষণা করেন।
- তাঁর ৮১টি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
সূত্র- পত্রিকা প্রতিবেদন।
0
Updated: 1 month ago
Where is Trafalgar Square situated?
Created: 1 month ago
A
UK
B
USA
C
China
D
Belgium
ট্রাফালগার স্কয়ার হলো ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি জনপ্রিয় মিলনস্থল, যা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। এটি মূলত ট্রাফালগারের যুদ্ধের জয়কে স্মরণ করতে তৈরি করা হয়েছে, যেখানে ১৮০৫ সালে ইংল্যান্ড ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধ করে জয়লাভ করেছিল। লন্ডনের কেন্দ্রস্থলে এই চত্ত্বরকে নামকরণ করা হয় ট্রাফালগার স্কয়ার হিসেবে।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
NATO- এর বর্তমান মহাসচিব কে? (আগস্ট-২০২৫)
Created: 1 month ago
A
রাশিদ অলিমিভ
B
মার্ক রুট
C
জাৰ্গেন স্টর্ক
D
ফিলিপ্পো গ্রান্ডি
The North Atlantic Treaty Organization (NATO)
-
প্রতিষ্ঠা: ১৯৪৯ সালে, একটি সামরিক জোট হিসেবে।
-
সদস্য রাষ্ট্রের সংখ্যা: ৩২টি।
-
সদরদপ্তর:
-
শুরুতে: লন্ডন
-
১৯৫২ সালে স্থানান্তরিত: প্যারিস
-
১৯৬৭ সালে স্থানান্তরিত: ব্রাসেলস
-
-
মহাসচিব: ১ অক্টোবর ২০২৪ থেকে মার্ক রুট দায়িত্ব গ্রহণ করেছেন, যিনি জোটের ১৪তম মহাসচিব।
-
সর্বশেষ সদস্য: সুইডেন (২০২৪)
উৎস: নাটো ওয়েবসাইট
0
Updated: 1 month ago
ক্যাম্প ডেভিড চুক্তি কোন দুটি দেশের মধ্যকার স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
সিরিয়া ও মিশর
B
ইসরাইল ও মিশর
C
মিশর ও সিরিয়া
D
ইসরাইল ও ইরান
ক্যাম্প ডেভিড চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরাইল ও মিশরের মধ্যে স্বাক্ষরিত এক ঐতিহাসিক চুক্তি। এটি যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মধ্যস্থতায় সম্পাদিত হয় এবং আরব-ইসরাইল দ্বন্দ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।
-
চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত ক্যাম্প ডেভিড অবকাশযাপন কেন্দ্রে।
-
মধ্যস্থতাকারী ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
-
স্বাক্ষরকারীরা ছিলেন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন।
-
এর মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।
-
চুক্তির ফলশ্রুতিতে মিশর সাময়িকভাবে OIC (Organization of Islamic Cooperation) ও আরব লীগ থেকে বহিষ্কৃত হয়।
-
চুক্তিটি স্বাক্ষরিত স্থান ক্যাম্প ডেভিড যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত রাষ্ট্রপতির অবকাশযাপন কেন্দ্র।
0
Updated: 1 month ago