Which vitamin is produced in the skin with sunlight?
A
Vitamin A
B
Vitamin B
C
Vitamin C
D
Vitamin D
উত্তরের বিবরণ
- সূর্যের আলো ত্বকে লাগলে যে ভিটামিনটি প্রধানত উৎপন্ন হয় তা হলো ভিটামিন-ডি (Vitamin D)।
ভিটামিন 'ডি':
- সূর্যের বেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে ভিটামিন 'ডি' তৈরি হয়।
- দুধ, মাখন, ডিম, কডলিভার তেল ও হাঙ্গরের তেলে ভিটামিন 'ডি' থাকে ।
- অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ, দাঁত ও হাঁড় গঠন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজে ভিটামিন 'ডি' এর দরকার হয়ে থাকে।
- ভিটামিন ‘ডি' এর অভাবে রিকেটস রোগ হয়।
রিকেটস রোগের লক্ষণ:
- দেহের হাড়গুলো দুর্বল হওয়া
- গাঁট ফুলে যাওয়া
- পায়ের হাঁড় বেঁকে যাওয়া
- সরু হাঁড়গুলো ভাঁজ খেয়ে যাওয়া
- হাঁড়গুলো ভঙ্গুর হওয়া
- বক্ষদেশ সরু হয়ে যাওয়া ইত্যাদি রিকেটস রোগের লক্ষণ।
রিকেটস রোগের প্রতিরোধ:
- পর্যাপ্ত পরিমাণে ভিটামিন 'ডি' সমৃদ্ধ খাবার খাওয়া
- নবজাতককে কিছুক্ষণ সকালের রোদে রাখা
- ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া ইত্যাদি।
সূত্র: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? [সেপ্টম্বর,২০২৫]
Created: 3 weeks ago
A
বীরেন্দ্র শাহ দেব
B
বীর মহেন্দ্র দেব
C
বীর ধীরেন্দ্র দেব
D
বীর বিক্রম শাহ দেব
নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজার বীর বিক্রম শাহ দেব, যার পুরো নাম জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব। তিনি রাজা বীরেন্দ্রের হত্যার পর সিংহাসনে আরোহণ করেন এবং নেপালের সর্বশেষ হিন্দু রাজা হিসেবে ইতিহাসে খ্যাত হন।
-
২০০৮ সালের ২৮ মে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
-
ওই অধিবেশনে নেপালকে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করা হয়।
-
একই সময়ে রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণা করা হয়।
-
এর মাধ্যমে ১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্রের পতন ঘটে।
0
Updated: 3 weeks ago
বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য?
Created: 1 month ago
A
১৩৬
B
১৩৭
C
১৩৮
D
১৩৯
বাংলাদেশ ও জাতিসংঘের সম্পর্ক স্বাধীন দেশের আন্তর্জাতিক কূটনৈতিক ও মানবিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ অংশ।
-
সদস্যপদ: বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য, যা লাভ করা হয় ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
-
প্রাথমিক প্রতিবন্ধকতা: চীন বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো দিয়েছে।
-
নিরাপত্তা পরিষদ: ১৯৭৯-৮০ এবং ২০০০-০১ সালে মোট ২বার অস্থায়ী সদস্য পদ লাভ।
-
জাতিসংঘ সাধারণ পরিষদ: ১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতি নির্বাচিত হন।
-
মহাসচিব: মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।
-
শান্তিরক্ষা মিশন: বাংলাদেশ ১৯৮৮ সালে প্রথমবার ইরাক-ইরান (UNIIMOG) মিশনে অংশগ্রহণ করে।
0
Updated: 1 month ago
Which was recognized as the 22nd state of India in 1975?
Created: 1 month ago
A
Mizoram
B
Manipur
C
Sikkim
D
Nagaland
সিকিম:
- সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য,
- এটি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত।
- সিকিমের রাজধানী গ্যাংটক।
- একসময় এটি একটি স্বাধীন অঞ্চল ছিল, কিন্তু ১৯৭৫ সালে ভারতের প্রজাতন্ত্রের অংশ হয়ে ওঠে।
- ১৯৭৩ সালে নির্বাচনী কারচুপির অভিযোগের পর সিকিম ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে রাজতন্ত্রবিরোধী আন্দোলন শুরু হয়।
- ১৯৭৪ সালের পুনর্নির্বাচনে লেন্দুপ দর্জির নেতৃত্বে সিকিম ন্যাশনাল কংগ্রেস বিপুল বিজয় অর্জন করে।
- ১৯৭৫ সালের ২৭ মার্চ গণভোটের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত করা হয়।
- ২৬ এপ্রিল ১৯৭৫ সালে সিকিম ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।
সূত্র: ব্রিটানিকা ও বিভিন্ন পত্রিকা রিপোর্ট।
0
Updated: 1 month ago