A and B together can complete a work in 10 days. A alone can complete it in 30 days. If B works only for half a day daily, then in how many days will A and B together complete the work?
A
10 days
B
12 days
C
15 days
D
18 days
উত্তরের বিবরণ
Question: A and B together can complete a work in 10 days. A alone can complete it in 30 days. If B works only for half a day daily, then in how many days will A and B together complete the work?
Solution:
দেওয়া আছে,
A ও B একসাথে কাজটি সম্পন্ন করে = 10 দিনে
সুতরাং, তাদের এক দিনের কাজ = 1/10 অংশ
A একা কাজটি সম্পন্ন করে = 30 দিনে
সুতরাং, A এর এক দিনের কাজ = 1/30 অংশ
অতএব, B এর এক দিনের কাজ = (A ও B এর একসাথে কাজ) - (A এর একা কাজ)
= 1/10 - 1/30 অংশ
= (3 - 1)/30 অংশ
= 2/30 অংশ
= 1/15 অংশ
B প্রতিদিন অর্ধেক দিন কাজ করলে, তার প্রতিদিনের কাজ হবে,
= (1/15)/2 অংশ
= 1/30 অংশ
এখন, A (পুরো দিন) এবং B (অর্ধেক দিন) একসাথে কাজ করলে তাদের প্রতিদিনের মোট কাজ হবে:
= (A এর এক দিনের কাজ) + (B এর প্রতিদিনের কাজ)
= 1/30 + 1/30 অংশ
= 2/30 = 1/15 অংশ
যেহেতু তারা প্রতিদিন কাজের 1/15 অংশ সম্পন্ন করে, তাই সম্পূর্ণ কাজটি সম্পন্ন করতে তাদের সময় লাগবে 15 দিন।
সুতরাং, তারা একসাথে 15 দিনে কাজটি সম্পন্ন করবে।
0
Updated: 1 month ago
ঘন্টায় ৬০ কি.মি বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৩০০ মিটার একটি দীর্ঘ প্লাটফরম অতিক্রম করতে কত সময় লাগবে?
Created: 1 week ago
A
২৪ সেকেন্ড
B
২০ সেকেন্ড
C
২৪ মিনিট
D
২০ মিনিট
প্রশ্নঃ ঘন্টায় ৬০ কি.মি বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৩০০ মিটার একটি দীর্ঘ প্লাটফরম অতিক্রম করতে কত সময় লাগবে?
সমাধানঃ
ট্রেনের বেগ = ৬০ কি.মি/ঘণ্টা
= (৬০ × ১০০০) মিটার / ৩৬০০ সেকেন্ড
= ৫০/৩ মি/সেকেন্ড
ট্রেনকে প্লাটফরম অতিক্রম করতে মোট দূরত্ব = (ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফরমের দৈর্ঘ্য)
= (১০০ + ৩০০) মিটার
= ৪০০ মিটার
সময় = দূরত্ব / বেগ
= ৪০০ ÷ (৫০/৩)
= ৪০০ × ৩ / ৫০
= ২৪ সেকেন্ড
উত্তরঃ ক) ২৪ সেকেন্ড
0
Updated: 1 week ago
log2log√ee2 এর মান কত?
Created: 1 month ago
A
1
B
2
C
1/2
D
0
প্রশ্ন: log2log√ee2 এর মান কত?
সমাধান:
log2log√ee2
= log2log√e(√e)4
= log2 4 log√e√e
= log24 × 1
= log222 × 1
= 2 log22
= 2 × 1
= 2
0
Updated: 1 month ago
যদি x = √5 + √3 হয়, তবে
এর মান কত?
Created: 1 month ago
A
18√5
B
22√5
C
28√5
D
32√5
প্রশ্ন: যদি x = √5 + √3 হয়, তবে
এর মান কত?
সমাধান:
0
Updated: 1 month ago