A
দ্বিতীয় অধ্যায়
B
তৃতীয় অধ্যায়
C
চতুর্থ অধ্যায়
D
পঞ্চম অধ্যায়
উত্তরের বিবরণ
বাংলাদেশ সংবিধানের ১১টি অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ
-
প্রথম অধ্যায়: প্রজাতন্ত্র (The Republic)
-
দ্বিতীয় অধ্যায়: রাষ্ট্র পরিচালনার মূলনীতি (Principles of State Policy)
-
তৃতীয় অধ্যায়: মৌলিক অধিকার (Fundamental Rights)
-
চতুর্থ অধ্যায়: নির্বাহী বিভাগ (The Executive)
-
পঞ্চম অধ্যায়: আইনসভা (The Legislature)
-
ষষ্ঠ অধ্যায়: বিচার বিভাগ (The Judiciary)
-
সপ্তম অধ্যায়: নির্বাচন (Elections)
-
অষ্টম অধ্যায়: মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (Comptroller and Auditor General)
-
নবম অধ্যায়: বাংলাদেশের কর্মবিভাগ (Public Service of Bangladesh)
-
নবম-ক ভাগ: জরুরী বিধানাবলী (Emergency Provisions)
-
দশম অধ্যায়: সংবিধানের সংশোধন (Amendment of the Constitution)
-
একাদশ অধ্যায়: বিবিধ (Miscellaneous)

0
Updated: 9 hours ago
’বাংলাদেশের নামে মামলা’ কথাটি সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে?
Created: 2 weeks ago
A
১৪৩ নং
B
১৪৬ নং
C
১৫০ নং
D
১৩৭ নং
বাংলাদেশ সংবিধান:
-
সংবিধানের ১৪৬ নং অনুচ্ছেদে ’বাংলাদেশের নামে মামলা’ বিষয়টি বর্ণিত রয়েছে।
-
“বাংলাদেশ” এই নামে বাংলাদেশ সরকার কর্তৃক বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাইতে পারিবে।
-
এটি একাদশ ভাগে বিবিধ বিষয়ে অন্তর্ভুক্ত।
অপরদিকে অন্যান্য অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১৩৭: সরকারী কর্ম কমিশন-প্রতিষ্ঠা
-
অনুচ্ছেদ ১৪৩: প্রজাতন্ত্রের সম্পত্তি
-
অনুচ্ছেদ ১৪৪: সম্পত্তি ও কারবার প্রভৃতি- প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব
-
অনুচ্ছেদ ১৪৫: চুক্তি ও দলিল
-
অনুচ্ছেদ ১৪৫ক: আন্তর্জাতিক চুক্তি
-
অনুচ্ছেদ ১৪৬: বাংলাদেশের নামে মামলা
-
অনুচ্ছেদ ১৪৮: পদের শপথ
-
অনুচ্ছেদ ১৫০: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
উৎস: বাংলাদেশ সংবিধান

0
Updated: 2 weeks ago
সংবিধানের কোন সংশোধনকে 'first distortion of constitution' বলে আখ্যায়িত করা হয়?
Created: 4 days ago
A
৫ম সংশোধনকে
B
৪র্থ সংশোধনকে
C
৩য় সংশোধনকে
D
২য় সংশোধনকে
বাংলাদেশের সংবিধানের পঞ্চম সংশোধনী-কেই সংবিধানের প্রথম বিকৃতি (First distortion of Constitution) বলা হয়।
-
১৯৭৯ সালে জাতীয় সংসদে পঞ্চম সংশোধনী আইন অনুমোদিত হয়।
-
এই সংশোধনের মাধ্যমে সংবিধানের চতুর্থ তফসিল পরিবর্তন করা হয়।
-
১৯৭৫ থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সামরিক শাসনামলে যে সব অধ্যাদেশ, সংবিধান সংশোধন বা বিধান জারি করা হয়েছিল, সবকেই বৈধতা দেওয়া হয়।
-
এই সংশোধনীর মাধ্যমে “বাংলাদেশী জাতীয়তাবাদ” চালু হয় এবং সংবিধানের প্রস্তাবনায় “বিসমিল্লাহির রাহমানির রাহিম” যুক্ত হয়।
-
এভাবেই প্রথমবারের মতো ১৯৭২ সালের সংবিধানের মূলনীতির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
-
তাই রাষ্ট্র পরিচালনার নীতিমালায় পরিবর্তন আনার কারণে একে ‘First distortion of Constitution’ বলা হয়।
উৎস: বাংলাদেশের সংবিধানের ইতিহাস

0
Updated: 4 days ago
বাংলাদেশে রাষ্ট্রপতি সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে?
Created: 3 months ago
A
ক) ১০
B
খ) ১১
C
গ) ১২
D
ঘ) ১৩
দ্বাদশ সংশোধনী
দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসনের পরিবর্তে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয়।
এই সংশোধনীটি ১৯৯১ সালের ৬ আগস্ট জাতীয় সংসদে গৃহীত হয়।
• দ্বাদশ সংশোধনীর মূল দিকসমূহ:
১. রাষ্ট্রপতি হন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান।
২. প্রধানমন্ত্রী হন সরকারের প্রধান নির্বাহী।
৩. মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী নেতৃত্বে জাতীয় সংসদের প্রতি দায়বদ্ধ থাকে।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।

0
Updated: 3 months ago