ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান- [সেপ্টেম্বর, ২০২৫]
A
৪র্থ
B
৩য়
C
২য়
D
১ম
উত্তরের বিবরণ
ইলিশ উৎপাদন
-
ইলিশ উৎপাদনে বিশ্বে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।
-
আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮৬ শতাংশই হয় বাংলাদেশে।
-
বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের মডেল অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে ইলিশ উৎপাদন হবে ৫ লাখ ৩৮ হাজার থেকে ৫ লাখ ৪৫ হাজার টন।
-
২০২২-২০২৩ অর্থবছরে দেশে ৫ লাখ ৭১ হাজার টন ইলিশ ধরা পড়লেও ২০২৪–২৫ অর্থবছরে তা কমে ৫ লাখ ২৯ হাজার টনে দাঁড়ায়।
-
এভাবে ইলিশ আহরণ কমেছে ৪২ হাজার টন।
-
নদ–নদীর গভীরতা হ্রাস, দূষণসহ নানা কারণে ইলিশ উৎপাদন হুমকির মুখে পড়েছে।
তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট
0
Updated: 1 month ago
রাজশাহীর সর্বপ্রাচীন ইমারত 'বড়কুঠি' কাদের র্কীতি?
Created: 1 month ago
A
ফরাসী বণিক
B
ইংরেজ বণিক
C
পর্তুগীজ বণিক
D
ওলন্দাজ বণিক
বড়কুঠি (রাজশাহী)
-
রাজশাহী অঞ্চলের সর্বপ্রাচীন ইমারত।
-
অবস্থান: রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ে।
-
নির্মাণকাল: সুনির্দিষ্ট নয়, তবে ধারণা করা হয় ১৮শ শতাব্দীর প্রথমার্ধে (১৭২৫ সালের আগে)।
-
নির্মাতা: ওলন্দাজ (ডাচ) রেশম ব্যবসায়ীরা।
-
গঠন: ইট নির্মিত ও সমতল ছাদবিশিষ্ট স্থাপনা।
-
প্রথম ব্যবহার: ডাচদের বাণিজ্য কেন্দ্র হিসেবে।
পরবর্তী ইতিহাস
-
ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ডাচরা ভারতে তাদের ব্যবসা গুটিয়ে নেয়।
-
১৮১৪ সালে ইংরেজদের সঙ্গে চুক্তি করে বড়কুঠিসহ ভারতের সব ব্যবসা কেন্দ্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হস্তান্তর করে।
-
১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখানে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।
-
পরবর্তীতে ভবনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন হয়।
0
Updated: 1 month ago
সম্প্রতি উন্মোচিত ১০০ টাকার নতুন নোটে নিম্নের কোন ছবিটি রয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 3 weeks ago
A
সুন্দরবন
B
মেট্রোরেল
C
পদ্মা সেতু
D
কর্ণফুলী টানেল
বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক ১২ আগস্ট, ২০২৫ তারিখে বাজারে ১০০ টাকার নতুন নোট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নোটের এক পাশে ষাট গম্বুজ মসজিদ এবং অপর পাশে সুন্দরবনের ছবি রয়েছে। নোটের মূল রং নীল এবং এটি গভর্নর ড. আহসান এইচ মনসুর কর্তৃক স্বাক্ষরিত।
-
নতুন নোটের মোট পরিমাণ: ১ হাজার ৫০০ কোটি টাকা
-
বিতরণ: সুনির্দিষ্ট কোনো ব্যাংকের শাখায় নয়; যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে আগ্রহ প্রকাশ করেছে, তাদেরকে স্বল্প পরিমাণে নতুন নোট প্রদান করা হয়েছে
-
নোটের বৈশিষ্ট্য: এক পাশে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, অপর পাশে প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরবন
-
নোটের রং: নীল
0
Updated: 3 weeks ago
কোনটি সাংবিধানিক পদ নয়?
Created: 1 month ago
A
চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
B
মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
C
প্রধান নির্বাচন কমিশনার
D
চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
সাংবিধানিক পদ ও সংজ্ঞা
-
সংজ্ঞা:
-
সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন।
-
সাংবিধানিক উপায়ে যে সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, সেগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়।
-
সংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, পদ, মেয়াদ, পদমর্যাদা, পদত্যাগ, অপসারণ পদ্ধতি এবং দায়িত্ব সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে।
-
বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিল সাংবিধানিক পদের তালিকা প্রকাশ করে।
-
সাংবিধানিক পদসমূহ
-
রাষ্ট্রপতি
-
প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী, প্রতি-মন্ত্রী ও উপমন্ত্রী
-
স্পীকার
-
ডেপুটি স্পীকার
-
সংসদ সদস্য
-
প্রধান বিচারপতি
-
প্রধান নির্বাচন কমিশনার
-
মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
সরকারী কর্ম কমিশনের সদস্য
উল্লেখ্য:
-
চেয়ারম্যান, মানবাধিকার কমিশন সাংবিধানিক পদ নয়।
উৎস: বাংলাদেশের সংবিধান
0
Updated: 1 month ago