সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে?
A
দ্বিতীয় অধ্যায়
B
তৃতীয় অধ্যায়
C
চতুর্থ অধ্যায়
D
পঞ্চম অধ্যায়
উত্তরের বিবরণ
বাংলাদেশ সংবিধানের ১১টি অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ
-
প্রথম অধ্যায়: প্রজাতন্ত্র (The Republic)
-
দ্বিতীয় অধ্যায়: রাষ্ট্র পরিচালনার মূলনীতি (Principles of State Policy)
-
তৃতীয় অধ্যায়: মৌলিক অধিকার (Fundamental Rights)
-
চতুর্থ অধ্যায়: নির্বাহী বিভাগ (The Executive)
-
পঞ্চম অধ্যায়: আইনসভা (The Legislature)
-
ষষ্ঠ অধ্যায়: বিচার বিভাগ (The Judiciary)
-
সপ্তম অধ্যায়: নির্বাচন (Elections)
-
অষ্টম অধ্যায়: মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (Comptroller and Auditor General)
-
নবম অধ্যায়: বাংলাদেশের কর্মবিভাগ (Public Service of Bangladesh)
-
নবম-ক ভাগ: জরুরী বিধানাবলী (Emergency Provisions)
-
দশম অধ্যায়: সংবিধানের সংশোধন (Amendment of the Constitution)
-
একাদশ অধ্যায়: বিবিধ (Miscellaneous)
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল?
Created: 1 month ago
A
বহুদলীয় ব্যবস্থা
B
বাকশাল প্রতিষ্ঠা
C
তত্ত্বাবধায়ক সরকার
D
সংসদে মহিলা আসন
ত্রয়োদশ সংশোধনী (Constitution [Thirteenth Amendment] Act, 1996)
-
বিল পাশ: ২৭ মার্চ, ১৯৯৬
-
মূল বিষয়বস্তু: দেশের নির্বাচন প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু করা।
সারসংক্ষেপ:
ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে একটি নতুন ব্যবস্থা যুক্ত করা হয়। এই ব্যবস্থার অধীনে নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বে আসে, যার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনকে স্বচ্ছ এবং ন্যায্য করা।
বাতিলকরণ:
২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে।
উল্লেখযোগ্য পেছনের সংশোধনী:
-
১৯৯১ সালের ৬ আগস্ট দ্বাদশ সংশোধনী: সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন।
-
১৯৭৫ সালের ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনী: দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন।
-
সপ্তদশ সংশোধনী: সংরক্ষিত মহিলা আসনের মেয়াদ বৃদ্ধি।
উৎস:পৌরনীতি ও সুশাসন (দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
0
Updated: 1 month ago
(তৎকালীন সাম্প্রতিক তথ্যের প্রশ্ন। সঠিক উত্তর নেই, সঠিক তথ্যের জন্য ব্যাখ্যা দেখুন) বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
Created: 2 months ago
A
১৬ (ভুল উত্তর)
B
২৭
C
১০
D
১৯
বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত ১৭টি সংশোধনী আনা হয়েছে।
বাংলাদেশের সংবিধান:
- সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
⇒ সংবিধান সংশোধন হয়েছে ১৭ বার।
- এর মধ্যে চারটি সংশোধনী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে।
- সংবিধানের ১৭টি সংশোধনীর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে ৪ বার, জিয়াউর রহমানের সময় ২ বার, এরশাদের সময় ৪ বার, শেখ হাসিনার সরকারের সময় ৩ বার ও খালেদা জিয়ার সরকারের সময়ে ৪ বার সংবিধান সংশোধন করা হয়।
⇒ ১৯৭৩ সালের ১৫ জুলাই সংসদে সংবিধানের ১ম সংশোধনী পাশ হয়।
- সংবিধানের সর্বশেষ, অর্থাৎ সপ্তদশ সংশোধনী হয় ২০১৮ সালের ৮ জুলাই।
উৎস: বাংলাদেশের সংবিধান, দৈনিক ইত্তেফাক।
0
Updated: 2 months ago
কোন সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৫ থেকে ৬৭ বছর করা হয়?
Created: 2 months ago
A
দ্বাদশ
B
ত্রয়োদশ
C
চতুর্দশ
D
পঞ্চদশ
চতুর্দশ সংশোধনী:
-
প্রসঙ্গ: সংবিধানের চতুর্দশ সংশোধনী আইন ২০০৪ সালের ১৬ মে সংসদে পাস হয়।
-
নারী আসন: সংসদে সংরক্ষিত নারী আসন ৩০ থেকে ৪৫ এ উন্নীত করা হয়, যা পরবর্তী দশ বছর পর্যন্ত বলবৎ থাকবে।
-
বিচারপতির অবসর: সুপ্রীম কোর্টের বিচারপতিদের অবসরগ্রহণের বয়স ৬৫ থেকে ৬৭-এ বর্ধিত করা হয়।
-
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি: সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি তাদের স্ব স্ব কার্যলয়সহ সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে টানানোর ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়।
সূত্র: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago