‘বীরবল' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম-
A
প্রমথ চৌধুরী
B
ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
C
সুধীন্দ্রনাথ দত্ত
D
নবীনচন্দ্র সেন
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট ব্রিটিশ ভারতের যশোর জেলায় জন্মগ্রহণ করেন। সাহিত্যজগতে তিনি ‘বীরবল’ ছদ্মনামে লেখালেখি করতেন।
চলিত রীতির প্রবর্তন:
বাংলা গদ্যরীতিতে এক নতুন ধারা আনয়নকারী হিসেবে প্রমথ চৌধুরীর নাম চিরস্মরণীয়। ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত ‘বীরবলের হালখাতা’ প্রবন্ধের মাধ্যমে তিনি প্রথমবারের মতো বাংলা গদ্যে চলিত রীতির সফল প্রয়োগ ঘটান।
সম্পাদনা কার্য:
তিনি বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী পত্রিকা ‘সবুজপত্র’ সম্পাদনা করেন, যা তৎকালীন সাহিত্যজগতে এক বিপ্লব সৃষ্টি করেছিল।
কবিতায় অবদান:
প্রমথ চৌধুরী বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেট ধারার সূচনা করেন। তার কবিতা সরলতা, সংযম ও বুদ্ধিদীপ্ততার অনন্য সংমিশ্রণ।
রচিত কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
রচিত প্রবন্ধগ্রন্থ:
-
তেল নুন লকড়ি
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
আত্মকথা
-
প্রবন্ধসংগ্রহ
📙 রচিত গল্পগ্রন্থ:
-
চার ইয়ারী কথা
-
আহুতি
-
নীল্লোহিত
উল্লেখযোগ্য দিক:
প্রমথ চৌধুরীর সাহিত্যকর্মে যেমন রয়েছে ভাষার স্বচ্ছন্দ ব্যবহার, তেমনি রয়েছে চিন্তার আধুনিকতা ও যুক্তিবাদিতা। তিনি বাংলা গদ্যের ভাষাশৈলীতে আধুনিকতার বাতিঘর হয়ে আজও দীপ্তিমান।
তথ্যসূত্র:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া
0
Updated: 4 months ago
কোনটি 'কায়কোবাদ' এর উপাধি?
Created: 3 weeks ago
A
কবিকঙ্কন
B
কাব্যভূষণ
C
শান্তিপুরের কবি
D
কবিকন্ঠহার
কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, এবং ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। বাঙালি মুসলমান কবিদের মধ্যে তিনি প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা হিসেবে পরিচিত। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য ‘বিরহবিলাপ’ প্রকাশিত হয়। নিখিল ভারত সাহিত্য সংঘ তাঁকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ এবং সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করেছে।
অন্যদিকে:
• কবিকন্ঠহার ছিল মধ্যযুগের কবি বিদ্যাপতির উপাধি।
• ‘শান্তিপুরের কবি’ হিসেবে পরিচিত মোজাম্মেল হক বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক ‘কাব্যকণ্ঠ’ উপাধিতে ভূষিত হন।
• মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল ‘কবিকঙ্কন’।
0
Updated: 3 weeks ago
’হাবু শর্মা’ কার সাহিত্যিক ছদ্মনাম?
Created: 2 months ago
A
সৈয়দ মুজতবা আলী
B
সুভাষ মুখোপাধ্যায়
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
নারায়ণ গঙ্গোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
সাহিত্যিক ছদ্মনাম: হাবু শর্মা
-
জন্ম: ২৩ জুলাই ১৮৯৮, বীরভূম জেলার লাভপুরে
-
তিনি ছিলেন কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ
-
প্রথম গল্প: ‘রসকলি’ (কল্লোল পত্রিকায় প্রকাশিত)
-
তাঁর লেখা প্রকাশিত হয়েছে কালিকলম, বঙ্গশ্রী, শনিবারের চিঠি, প্রবাসী, পরিচয় ইত্যাদি পত্রিকায়
-
শরৎচন্দ্রের পর অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক
-
গ্রন্থসংখ্যা: প্রায় ২০০
উল্লেখযোগ্য রচনা: চৈতালী ঘূর্ণি, জলসাঘর, ধাত্রীদেবতা, কালিন্দী, গণদেবতা, পঞ্চগ্রাম, কবি, হাঁসুলি বাঁকের উপকথা, আরোগ্য নিকেতন।
0
Updated: 2 months ago
'ভানুসিংহ' কার ছদ্মনাম?
Created: 3 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুরের
B
সত্যেন্দ্রনাথ দত্তের
C
প্রমথ চৌধুরীর
D
টেকচাঁদ ঠাকুরের
রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করতেন। এগুলো হলো-
- ভানুসিংহ ঠাকুর,
- অকপটচন্দ্র ভাস্কর,
- আন্নাকালী পাকড়াশী,
- দিকশূন্য ভট্টাচার্য,
- নবীনকিশোর শর্মণঃ,
- ষষ্ঠীচরণ দেবশর্মাঃ,
- বাণীবিনোদ বিদ্যাবিনোদ,
- শ্রীমতি মধ্যমা ও
- শ্রীমতি কনিষ্ঠা।
----------------------
অন্যদিকে,
• সত্যেন্দ্রনাথ দত্ত ব্যবহৃত কিছু ছদ্মনাম হলো: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর।
• প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
• প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago