A
ওন
B
ইউয়ান
C
ইয়েন
D
বাথ
উত্তরের বিবরণ
জাপান
-
জাপান এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র।
-
জি-৭ এর সদস্য।
-
পূর্বে Nippon বা Nihon নামে পরিচিত।
-
পার্লামেন্টের নাম: ডায়েট (Diet), যা দুই কক্ষবিশিষ্ট।
-
জাতীয় মুদ্রা: ইয়েন।
অন্য দেশগুলোর মুদ্রা:
-
দক্ষিণ কোরিয়া: ওন
-
চীন: ইউয়ান
-
থাইল্যান্ড: বাথ
সূত্র: ব্রিটানিকা

0
Updated: 11 hours ago
সুইডেনের মুদ্রার নাম কি?
Created: 1 month ago
A
পাউন্ড
B
ডলার
C
ক্রোনা
D
পেসো
সঠিক উত্তর: ক্রোনা ✅
সুইডেনের মুদ্রার নাম হলো সুইডিশ ক্রোনা (Swedish Krona)।
সংক্ষেপে এটি লেখা হয় SEK।

0
Updated: 1 month ago
গিল্ডার কোন দেশের মুদ্রার নাম?
Created: 2 months ago
A
নরওয়ে
B
নেদারল্যান্ড
C
রুমানিয়া
D
গ্রিস
নেদারল্যান্ডসের অতীত মুদ্রা ছিল গিল্ডার। এটি ইউরোর আগের সময় পর্যন্ত ব্যবহৃত হতো। পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে ইউরো (€) মুদ্রা গ্রহণ করে নেদারল্যান্ডস।
ইউরো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
-
ইউরো ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা, যার প্রতীক €।
-
এটি উদ্ভূত হয় ১৯৯১ সালের মাস্ট্রিচ চুক্তি থেকে।
-
ইউরো আনুষ্ঠানিকভাবে ১ জানুয়ারি ১৯৯৯ সালে চালু করা হয়।
-
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইউরোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান।
-
বর্তমানে ২০টি দেশ ইউরো ব্যবহার করে।
সর্বশেষ যুক্ত হওয়া দেশ:
-
ক্রোয়েশিয়া, ২০তম দেশ হিসেবে, ১ জানুয়ারি ২০২৩ সালে ইউরো চালু করে।
ইউরো ব্যবহারকারী দেশসমূহ (২০টি):
-
অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন।
অন্যান্য ইউরোপীয় দেশের মুদ্রা:
-
নরওয়ে: ক্রোনা
-
রোমানিয়া: রোমানিয়ান লিউ
-
গ্রীস: ইউরো
দ্রষ্টব্য: তথ্যসমূহ সময়ের সাথে পরিবর্তনশীল হতে পারে। সর্বশেষ হালনাগাদ তথ্যের জন্য ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট, Live MCQ Info Panel বা অথেনটিক সংবাদপত্র অনুসরণ করুন।
উৎস: EU ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
নিচের কোন দেশটির মুদ্রার নাম দিনার?
Created: 1 week ago
A
ওমান
B
ইয়েমেন
C
কুয়েত
D
সিরিয়া
বিভিন্ন দেশের মুদ্রা
১. রিয়াল (Riyal)
সৌদি আরব
ওমান
ইয়েমেন
কাতার
ইরান
২. দিনার (Dinar)
ইরাক
কুয়েত
জর্ডান
বাহরাইন
আলজেরিয়া
তিউনেশিয়া
৩. দিরহাম (Dirham)
সংযুক্ত আরব আমিরাত
মরক্কো
৪. পাউন্ড (Pound)
মিশর
সিরিয়া
লেবানন
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 week ago