IUCN এর পূর্ণরূপ কী?
A
International Union for Climate Neutrality
B
International Union for Conservation of Nature
C
International Union for Cultural Nomenclature
D
International Union of Chemical Networks
উত্তরের বিবরণ
ChatGPT said:
0
Updated: 1 month ago
বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 1 month ago
A
সৌদি আরব
B
রাশিয়া
C
যুক্তরাষ্ট্র
D
কানাডা
বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ যুক্তরাষ্ট্র। ইনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (EIA)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করে, যা বিশ্বে প্রতিদিন উত্তোলিত মোট তেলের প্রায় ২২ শতাংশ। যুক্তরাষ্ট্র শুধুমাত্র শীর্ষ তেল উৎপাদকই নয়, বরং জ্বালানি তেলের প্রধান ভোক্তা দেশ হিসেবেও প্রথম স্থানে রয়েছে।
বিশ্বের অন্যান্য শীর্ষ তেল উৎপাদক দেশ:
দ্বিতীয় স্থান: সৌদি আরব
তৃতীয় স্থান: রাশিয়া
0
Updated: 1 month ago