অপারেশন নেপচুন স্পিয়ার ও CIA
-
অপারেশন নেপচুন স্পিয়ার ২০১১ সালের ১ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে পরিচালিত হয়।
-
অভিযানটি CIA-এর গোয়েন্দা সহায়তায় সম্পন্ন হয়।
-
লক্ষ্য ছিল ওসামা বিন লাদেনকে খুঁজে বের করে হত্যা করা।
-
CIA (Central Intelligence Agency) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে।
-
CIA-এর সদর দপ্তর ল্যাংলি, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্রে।
-
CIA মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা।
-
CIA-এর বর্তমান পরিচালক উইলিয়াম জে. বার্নস।
সূত্র: CIA ওয়েবসাইট, পত্রিকা প্রতিবেদন।