A
১৯১২ সালে
B
১৯৪৮ সালে
C
১৯৭২ সালে
D
১৯৯২ সালে
উত্তরের বিবরণ
IUCN (International Union for Conservation of Nature)
-
প্রতিষ্ঠা: ৫ অক্টোবর, ১৯৪৮
-
প্রতিষ্ঠানের স্থান: ফন্টেনব্লিউ, ফ্রান্স
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড
-
উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণ
-
সদস্য দেশ: ১৬০-এরও বেশি দেশ
-
উল্লেখযোগ্য ঘটনা: ১৯৭৮ সালে রাশিয়ার আশখাবাদে ১৪তম অধিবেশন অনুষ্ঠিত
সূত্র: IUCN ওয়েবসাইট

0
Updated: 12 hours ago
ফেয়ার ফ্যাক্স কি?
Created: 1 month ago
A
সংবাদ সংস্থা
B
পরিবেশ সংস্থা
C
গোয়েন্দা সংস্থা
D
মানবাধিকার সংস্থা
ফেয়ার ফ্যাক্স (Fairfax)
-
ফেয়ার ফ্যাক্স হলো যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা।
⇒ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রধান গোয়েন্দা সংস্থা:
• সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (CIA),
• ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (DIA),
• ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)।
উৎস: i) ব্রিটানিকা
ii) ওয়ার্ল্ডঅ্যাটলাস।

0
Updated: 1 month ago
NDB প্রতিষ্ঠার সাথে কোন সংস্থা জড়িত?
Created: 3 months ago
A
আরব লিগ
B
আসিয়ান
C
ওআইসি
D
ব্রিকস
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যা ব্রিকস (BRICS) দেশসমূহ দ্বারা গঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক। এর পূর্ববর্তী নাম ছিল ‘ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক’। ব্যাংকটির সদর দপ্তর সাংহাই, চীনে অবস্থিত।
বর্তমানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য সংখ্যা আটটি, যেখানে সর্বশেষ সদস্য হিসেবে মিশর এপ্রিল ২০২৫ সালে যোগদান করেছে। ব্যাংকটির দাপ্তরিক ভাষা ইংরেজি এবং বর্তমান সভাপতি দিলমা রুসেফ, যিনি এপ্রিল ২০২৫ থেকে পদে আছেন।
উৎস: নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ওয়েবসাইট।

0
Updated: 3 months ago
'ব্রেটন উডস ইনস্টিটিউট' নিচের কোন সংস্থাকে বোঝায়?
Created: 1 month ago
A
আইএমএফ
B
বিশ্বব্যাংক
C
এডিবি
D
আইডিবি
ব্রেটন উডস ইনস্টিটিউশনস বলতে আইএমএফ (IMF) ও বিশ্বব্যাংক (World Bank) - এই দুই আন্তর্জাতিক সংস্থাকে বোঝানো হয়।
ব্রেটন উডস সম্মেলন
১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনের মূল লক্ষ্য ছিল—যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পুনর্গঠন, আর্থিক সহায়তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতের আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থার রূপরেখা নির্ধারণ।
এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন আমেরিকান অর্থনীতিবিদ হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস। তাঁদের দুজনকে ‘আইএমএফ’ ও ‘বিশ্বব্যাংক’-এর Founding Fathers বা প্রতিষ্ঠাতা পিতৃপুরুষ বলা হয়।
এই সম্মেলনের ফলেই জন্ম নেয় দুটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান—
-
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
-
আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD), যা বর্তমানে বিশ্বব্যাংকের অংশ।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, IBRD-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালের জুন মাসে, যদিও এর ভিত্তি স্থাপিত হয় ১৯৪৪ সালের সম্মেলনের মাধ্যমে।
এই দুটি প্রতিষ্ঠানকে একত্রে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশনস’ বলা হয়। আবার অনেক সময়, আইএমএফ ও বিশ্বব্যাংককে “ব্রেটন উডস জমজ” হিসেবেও অভিহিত করা হয়, কারণ তাদের উত্থান একই সম্মেলন থেকে।
তথ্যসূত্র:
i) World Bank Group
ii) U.S. Department of State (state.gov)

0
Updated: 1 month ago