দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির (Axis Powers) প্রধান তিনটি দেশ কোনটি?
A
জার্মানি, রাশিয়া, জাপান
B
জার্মানি, ইতালি, জাপান
C
ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া
D
যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স
উত্তরের বিবরণ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ (World War II)
-
শুরু: ১ সেপ্টেম্বর, ১৯৩৯ – জার্মানি পোল্যান্ড আক্রমণের মাধ্যমে
-
অক্ষশক্তি (Axis Powers): জার্মানি, ইতালি, জাপান
-
মিত্রশক্তি (Allied Powers): ফ্রান্স, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, বৃটেন, যুক্তরাষ্ট্র, চীন, নেদারল্যান্ডস প্রভৃতি
-
যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ: ৮ ডিসেম্বর, ১৯৪১
-
জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণ: ৭ মে, ১৯৪৫
-
জাপানের আত্মসমর্পণ (যুদ্ধের অবসান): ২ সেপ্টেম্বর, ১৯৪৫
-
উল্লেখযোগ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়
সূত্র: Britannica & History.com
0
Updated: 1 month ago
দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো কোন অস্ত্র ব্যবহার করা হয়?
Created: 2 months ago
A
হাইপারসনিক অস্ত্র
B
হাইড্রোজেন বোমা
C
পারমাণবিক অস্ত্র
D
রকেট হামলা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯–১৯৪৫)
-
১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়।
-
অক্ষশক্তির প্রধান দেশগুলো ছিল: জার্মানি, জাপান ও ইতালি।
-
মিত্রশক্তির প্রধান দেশগুলো ছিল: ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি।
-
১৯৪১ সালের ৮ ডিসেম্বর পার্ল হারবার আক্রমণের পর যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়।
-
১৯৪৫ সালের ৭ মে জার্মানি মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।
-
১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
-
এই যুদ্ধে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় (হিরোশিমা ও নাগাসাকি)।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের অন্যতম সবচেয়ে মারাত্মক সংঘাত; এতে প্রায় ৭০–৮৫ মিলিয়ন মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক।
উৎস: History.com ✅
0
Updated: 2 months ago
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডি-ডে (D-Day) বলতে কোন ঘটনাকে বোঝানো হয়?
Created: 1 month ago
A
জার্মানির আত্মসমর্পণ
B
জাপানের আত্মসমর্পণ
C
মিত্রশক্তির নরম্যান্ডি অবতরণ
D
হিরোশিমায় বোমা হামলা
ChatGPT said:
0
Updated: 1 month ago
২য় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে কোথায় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 1 month ago
A
মস্কো
B
বার্লিন
C
নিউ ইয়র্ক
D
বেইজিং
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনে সামরিক কুচকাওয়াজ
-
স্থান ও তারিখ: তিয়েনআনমেন স্কয়ার, বেইজিং (সেপ্টেম্বর-২০২৫)
-
অনুষ্ঠান: চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিনটি সাড়ম্বরভাবে উদযাপন করেছে।
-
উপস্থিতি: কুচকাওয়াজে একমঞ্চে দেখা গেল তিন নেতা—চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন।
0
Updated: 1 month ago