১৯৭৫ সালে ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায় -
A
অরুণাচল
B
সিকিম
C
মিজোরাম
D
নাগাল্যান্ড
উত্তরের বিবরণ
সিকিম
-
দেশ: ভারত
-
ক্রম: ভারতের ২২তম রাজ্য
-
প্রতিষ্ঠা: ২৬ এপ্রিল ১৯৭৫
-
রাজধানী: গ্যাংটক
-
বিশেষত্ব: পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত
-
আয়তন: ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য
ঐতিহাসিক ঘটনা:
-
সিকিম একসময় স্বাধীন অঞ্চল ছিল।
-
১৯৭৩ সালে নির্বাচনী কারচুপির অভিযোগে রাজতন্ত্রবিরোধী আন্দোলন শুরু হয়।
-
১৯৭৪ সালের পুনর্নির্বাচনে লেন্দুপ দর্জির নেতৃত্বে সিকিম ন্যাশনাল কংগ্রেস বিপুল বিজয় অর্জন করে।
-
২৭ মার্চ ১৯৭৫ গণভোটের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত করা হয়।
-
২৬ এপ্রিল ১৯৭৫ সিকিম ভারতীয় প্রজাতন্ত্রের অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে।
সূত্র: ব্রিটানিকা ও বিভিন্ন পত্রিকা প্রতিবেদন
0
Updated: 1 month ago
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯ ) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
Created: 1 month ago
A
এবোটাবাদ
B
বালাকোট
C
কোয়েটা
D
গিলগিট
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। এটি বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।
0
Updated: 1 month ago
’লাইন অব একচুয়াল কন্ট্রোল’ কোন দুটি দেশের সীমানা বিভক্তকারী রেখা?
Created: 2 months ago
A
পাকিস্তান - চীন
B
ভারত - পাকিস্তান
C
পাকিস্তান - আফগানিস্তান
D
ভারত - চীন
• ভারত–চীন–পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত বিভাজক রেখা
-
ম্যাকমেহান লাইন: ভারত–চীন সীমান্ত
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল (LAC): ভারত–চীন সীমান্তের কার্যকর সীমা
-
লাইন অব কন্ট্রোল (LoC): ভারত–পাকিস্তান সীমান্ত
-
ডুরান্ড লাইন: পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত
উৎস: ব্রিটানিকা, BBC ✅
0
Updated: 2 months ago
কলকাতার ১ম রঙ্গমঞ্চ তৈরী হয়?
Created: 6 days ago
A
১৮১৭ সালে
B
১৮৩২ সালে
C
১৮৫২ সালে
D
১৭৫৩ সালে
0
Updated: 6 days ago