১৯৭৫ সালে ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায় -
A
অরুণাচল
B
সিকিম
C
মিজোরাম
D
নাগাল্যান্ড
উত্তরের বিবরণ
সিকিম
- 
দেশ: ভারত 
- 
ক্রম: ভারতের ২২তম রাজ্য 
- 
প্রতিষ্ঠা: ২৬ এপ্রিল ১৯৭৫ 
- 
রাজধানী: গ্যাংটক 
- 
বিশেষত্ব: পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত 
- 
আয়তন: ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য 
ঐতিহাসিক ঘটনা:
- 
সিকিম একসময় স্বাধীন অঞ্চল ছিল। 
- 
১৯৭৩ সালে নির্বাচনী কারচুপির অভিযোগে রাজতন্ত্রবিরোধী আন্দোলন শুরু হয়। 
- 
১৯৭৪ সালের পুনর্নির্বাচনে লেন্দুপ দর্জির নেতৃত্বে সিকিম ন্যাশনাল কংগ্রেস বিপুল বিজয় অর্জন করে। 
- 
২৭ মার্চ ১৯৭৫ গণভোটের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত করা হয়। 
- 
২৬ এপ্রিল ১৯৭৫ সিকিম ভারতীয় প্রজাতন্ত্রের অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে। 
সূত্র: ব্রিটানিকা ও বিভিন্ন পত্রিকা প্রতিবেদন
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
ভারত-পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
১৯৬৩ সালে
B
১৯৬৪ সালে
C
১৯৬৫ সালে
D
১৯৬৬ সালে
তাসখন্দ চুক্তি
- 
১৯৬৬ সালের ১০ জানুয়ারি স্বাক্ষরিত। 
- 
কাশ্মীরকে কেন্দ্র করে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের আপাত অবসান ঘটায়। 
- 
স্বাক্ষর স্থল: তাসখন্দ, উজবেকিস্তান (সাবেক সোভিয়েত ইউনিয়ন)। 
- 
মধ্যস্থতাকারী: সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সি কোসিজিন। 
- 
স্বাক্ষরকারী: ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ূব খান। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
ভারত
B
নেপাল
C
ভুটান
D
বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
- 
চূড়ান্ত জয়: ২৯ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৫–০ গোলে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত 
- 
রাউন্ড রবিন লিগ ফলাফল: ভারতের পাঁচটি ম্যাচের সবকটিতে জয় 
- 
পয়েন্ট: ভারতের অর্জন ১৫ পয়েন্ট 
- 
বাংলাদেশের অবস্থান: সমান ম্যাচে তিনটি জয়, একটি করে ড্র ও হার; ১০ পয়েন্ট 
- 
নেপালের অবস্থান: ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান 
অতিরিক্তভাবে বলা যায়, ভারতের এই চ্যাম্পিয়নশিপ জয় দেশের অনূর্ধ্ব–১৭ নারী ফুটবল দলের শক্তিশালী পারফরম্যান্স এবং অঞ্চলীয় আধিপত্যের প্রতিফলন।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
ভারতীয় উপমহাদেশে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কে?
Created: 1 month ago
A
বার্থলমিউ দিয়াজ
B
আলবুকার্ক
C
আলভারেজ ক্যাব্রাল
D
ভাস্কো-দ্য-গামা
বাংলায় ইউরোপীয়দের আগমন মূলত পর্তুগিজদের মাধ্যমে শুরু হয়। তারা প্রথম বাণিজ্যের উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে আসে এবং ধীরে ধীরে বিভিন্ন স্থানে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করে। নিচে বিষয়গুলো ধাপে ধাপে দেওয়া হলো।
- 
পর্তুগিজরা প্রথম আগত ইউরোপীয় বাণিজ্যিক দল। 
- 
তারা প্রথমে ভারতের কালিকট বন্দরে আসে। 
- 
১৪৯৮ সালে ভাস্কো-ডা-গামা প্রথম সমুদ্রপথে ভারতের পশ্চিম উপকূলের কালিকটে পৌঁছান। 
- 
১৫০৯ সালে আলবুকার্ক গোয়াতে আগমন করেন এবং তিনি উপমহাদেশে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। 
- 
কলম্বাস ও ম্যাজিলানও খ্যাতনামা পর্তুগিজ নাবিক ছিলেন। 
- 
অল্প সময়ের মধ্যেই পর্তুগিজরা কালিকট, চৌল, বোম্বাই, সালসেটি, বেসিন, কোচিন, গোয়া, দমন, দিউ প্রভৃতি স্থানে কুঠি স্থাপন করে। 
- 
১৫৩৮ সালে তারা চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুল্কঘাটি নির্মাণের অনুমতি লাভ করে। 
- 
পর্তুগিজরা শুধু ব্যবসা-বাণিজ্যেই সীমাবদ্ধ ছিল না, তারা অনেক সময় স্থানীয় জমিদার ও বার ভূঁইয়াদের সেনাদলে চাকরি করত। 
- 
সুযোগ পেলে তারা জুলুম, অত্যাচার ও লুণ্ঠনে লিপ্ত হত। 
- 
অনেক সময় তারা সম্রাট বা নবাবের আইন অমান্য করে বিনা শুল্কে ব্যবসা চালাত, যা মোগল সম্রাটদের ক্ষুব্ধ করেছিল। 
- 
তারা আরও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও খারাপ হয়। 
- 
সম্রাট শাহজাহান কাসিম খানকে নির্দেশ দেন, এবং তাঁর নেতৃত্বে পর্তুগিজদের হুগলী কুঠি থেকে বিতাড়িত করা হয়। 
- 
সর্বশেষ বাংলার সুবেদার শায়েস্তা খান চট্টগ্রাম ও সন্দ্বীপ থেকে তাদের উৎখাত করে এ দেশ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেন। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago