‘মানবজীবন', 'মহৎজীবন', 'উন্নতজীবন' -প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
A
এস ওয়াজেদ আলী
B
এয়াকুব আলী চৌধুরী
C
মোঃ লুৎফর রহমান
D
মোঃ ওয়াজেদ আলী
উত্তরের বিবরণ
‘মানবজীবন', 'মহৎজীবন', 'উন্নতজীবন' -মোহাম্মদ লুৎফর রহমান রচিত গ্রন্থ।
মোহাম্মদ লুৎফর রহমান ১৮৮৯ সালে জন্মগ্রহণ করেন মাগুরা জেলার পারনান্দুয়ালি গ্রামে। তিনি ডাক্তার হিসেবে পেশাগত জীবনে যুক্ত থাকলেও সাহিত্য ও সমাজসেবায় ছিলেন সমানভাবে সক্রিয়। সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড ও মানবিক মূল্যবোধসমৃদ্ধ রচনার জন্য তিনি ‘ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান’ নামে সমধিক পরিচিত।
সমাজ সংস্কারে অবদান
-
১৯২২ সালে কলকাতায় পতিতা নারীদের পুনর্বাসনের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন একটি মানবিক সংগঠন — ‘নারীতীর্থ’।
-
এই সংগঠনের সভাপতি ছিলেন নারীশিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া (১৮৮০–১৯৩৬) এবং সম্পাদক ছিলেন মোহাম্মদ লুৎফর রহমান নিজে।
-
‘নারীতীর্থ’-এর মুখপত্র হিসেবে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় মাসিক পত্রিকা ‘নারীশক্তি’, যার প্রথম সংখ্যা বের হয় বাংলা ১৩২৯ সনে।
-
এ পত্রিকাটি মোট ছয়টি সংখ্যা প্রকাশ করে।
সাহিত্যকর্ম
জীবনমুখী রচনা:
মোহাম্মদ লুৎফর রহমান মানুষের নৈতিক ও আত্মিক উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে একাধিক জীবনধর্মী গ্রন্থ রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলো হলো—
-
মহৎ জীবন
-
মানবজীবন
-
সত্য জীবন
-
উচ্চ জীবন
-
ধর্ম জীবন
-
মহাজীবন
-
যুবকজীবন
উপন্যাস ও নৈতিক কাহিনি:
-
সরলা
-
পথহারা
-
রায়হান
-
প্রীতি-উপহার
-
বাসর-উপহার
শিশু-কিশোরদের জন্য রচনা:
তরুণ প্রজন্মের চরিত্র গঠনের লক্ষ্যে তিনি শিশুকিশোরদের উপযোগী বইও লিখেছেন, যেমন—
-
ছেলেদের মহত্ত্বকথা
-
ছেলেদের কারবালা
-
রানী হেলেন
তথ্যসূত্রঃ এই জীবনী ও গ্রন্থতালিকা সংকলিত হয়েছে বাংলাপিডিয়া-র তথ্যভাণ্ডার থেকে।
0
Updated: 4 months ago
রামায়ণের রচিয়তা -
Created: 1 week ago
A
রত্নাকর দস্যু
B
কবীন্ত্র পরমেশ্বর
C
কৃতিবাস ওজা
D
মাগন ঠাকুর
0
Updated: 1 week ago
'কৃপার শাস্ত্রের অর্থ ভেদ' - গ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
মানোএল দা আসসুম্পসাঁউ
B
দোম আন্তোনিও
C
উইলিয়াম কেরি
D
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থ
-
রচয়িতা: রোমান ক্যাথলিক পর্তুগিজ পাদ্রি মানোএল দা আসসুম্পসাঁউ
-
রচনা ও প্রকাশ: ১৭৩৪ সালে রচিত; ১৭৪৩ সালে লিসবনে রোমান হরফে মুদ্রিত
-
লিখিত স্থান: ঢাকার ভাওয়াল অঞ্চলের নাগরী
-
বিশেষত্ব: বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন
-
ভাষা ও রচনার ধরণ:
-
বাঁ দিকের পৃষ্ঠা: বাংলা
-
ডান দিকের পৃষ্ঠা: পর্তুগিজ
-
বিষয়বস্তু: গুরু ও শিষ্যের কথোপকথনের মাধ্যমে খ্রিষ্টধর্মের মহিমা এবং খ্রিষ্টানদের আচার-অনুষ্ঠান
-
মনোএল দা আসসুম্পসাঁউ
-
জাতীয়তা: পর্তুগিজ
-
পেশা: খ্রিস্টান ধর্মযাজক
-
সাহিত্যিক অবদান:
-
বাংলা ভাষার ব্যাকরণ রচনার প্রথম প্রয়াসকারী
-
১৭৪৩ সালে দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রণ করেছেন
-
মনোএল দা আসসুম্পসাঁউ রচিত গ্রন্থসমূহ
-
কৃপা শাস্ত্রের অর্থভেদ
-
ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
0
Updated: 1 month ago
"আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।" - এই পঙ্ক্তিগুলো রচয়িতা কে?
Created: 3 weeks ago
A
কাজী নজরুল ইসলাম
B
কালীপ্রসন্ন সিংহ
C
কুসুমকুমারী দাশ
D
জাহানারা ইমাম
বাংলা কবিতার ইতিহাসে কুসুমকুমারী দাশ এমন একজন কবি, যিনি নৈতিক শিক্ষা ও মানবিক আদর্শের প্রতীক হয়ে আছেন। তাঁর রচিত বিখ্যাত কবিতা “আদর্শ ছেলে”-এর প্রথম পঙক্তি—
“আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।”
এই পঙক্তিটি বাংলা সাহিত্যে অন্যতম নৈতিক ও অনুপ্রেরণামূলক বাণী হিসেবে পরিচিত।
-
কবিতা: “আদর্শ ছেলে”
-
বিখ্যাত পঙ্ক্তি: “আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।”
-
কবিতাটি শিশুদের নৈতিকতা, কর্মপ্রেম ও আদর্শ মানুষ হওয়ার আহ্বান বহন করে।
-
এখানে কবি এমন এক সমাজের স্বপ্ন দেখেছেন, যেখানে কথার চেয়ে কাজের মূল্য বেশি, এবং মানুষ সততা ও পরিশ্রমে মহৎ হয়ে ওঠে।
-
এই পঙক্তিটি আজও শিক্ষা ও নৈতিকতার প্রতীকী মন্ত্র হিসেবে প্রচলিত।
কুসুমকুমারী দাশ সম্পর্কিত তথ্য:
-
জন্ম: ১৮৮২ সালে, বরিশাল জেলায়।
-
তিনি ছিলেন বাংলা সাহিত্যের বিখ্যাত কবি জীবনানন্দ দাশের মাতা।
-
তাঁর রচিত গদ্যগ্রন্থের নাম ‘পৌরাণিক আখ্যায়িকা’, যেখানে প্রাচীন কাহিনি সহজ ভাষায় উপস্থাপিত হয়েছে।
-
শিশুদের জন্য তিনি লিখেছেন ‘কবিতা মুকুল’, যা শিশুদের নৈতিক ও চারিত্রিক শিক্ষা দিতে রচিত।
-
তাঁর কবিতা প্রকাশিত হতো তৎকালীন জনপ্রিয় পত্রিকা ‘প্রবাসী’, ‘ব্রহ্মবাদী’ ও ‘মুকুল’-এ।
-
মৃত্যু: ১৯৪৮ সালে।
কুসুমকুমারী দাশের সাহিত্যকর্মে দেশপ্রেম, নৈতিক শিক্ষা, মানবিকতা ও কর্মের শ্রেষ্ঠত্বের আহ্বান প্রতিনিয়ত প্রতিফলিত হয়েছে। তাঁর “আদর্শ ছেলে” কবিতার এই বিখ্যাত পঙক্তি আজও বাংলার নৈতিক সাহিত্যধারার এক অমর দৃষ্টান্ত।
0
Updated: 3 weeks ago