চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?
A
মাইকেল মধুসূদন দত্ত
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
অমিয় চক্রবর্তী
D
বিষ্ণু দে
উত্তরের বিবরণ
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার সনেট প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
0
Updated: 5 months ago
বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
Created: 3 months ago
A
মাইকেল মধুসূদন দত্ত
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
দেবেন্দ্রনাথ সেন
D
মোহিতলাল মজুমদার
বাংলা সাহিত্যে সনেট রচনার পথিকৃৎ: মাইকেল মধুসূদন দত্ত
বাংলা সাহিত্যে সনেট রচনার সূচনা যাঁর হাতে, তিনি হলেন মহান কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত। ১৮২৪ সালের ২৫ জানুয়ারি তিনি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে, কপোতাক্ষ নদের তীরে জন্মগ্রহণ করেন।
বাংলা ভাষায় প্রথমবারের মতো সনেট রচনা করে তিনি নতুন সাহিত্যধারার সূচনা করেন। শুধু তাই নয়, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তনও তাঁর সাহিত্যিক কৃতিত্বের অংশ। তাঁর রচিত নাটক ‘পদ্মাবতী’-র দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ লক্ষ করা যায়।
সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ হিসেবে ‘তিলোত্তমাসম্ভব কাব্য’-র নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘The Captive Lady’, যা ইংরেজি ভাষায় রচিত।
তাঁর উল্লেখযোগ্য নাটকসমূহ
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
প্রধান কাব্যগ্রন্থসমূহ
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য (এটি একটি পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলী (সনেট সংকলন)
রচিত প্রহসন
-
একেই কি বলে সভ্যতা
-
বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
মাইকেল মধুসূদন দত্ত তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা ভাষায় আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছেন। নাট্য, কাব্য, ছন্দ এবং প্রহসনের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান বাংলা সাহিত্যে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
0
Updated: 3 months ago
'কপোতক্ষ নদ' কোন জাতীয় কবিতা?
Created: 1 month ago
A
সনেট
B
গদ্য কবিতা
C
গীতি কবিতা
D
কাব্য নাট্য
মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘কপোতাক্ষ নদ’ একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। এটি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘চতুর্দশপদী কবিতাবলী’ থেকে নেওয়া হয়েছে। কবি যখন ফ্রান্সে অবস্থান করছিলেন, তখনই তিনি এ কবিতাটি রচনা করেন।
‘কপোতাক্ষ নদ’ কবিতার মূলভাব হলো স্মৃতিকাতরতা। যদিও কবিতাটি ব্যক্তিগত স্মৃতিকে কেন্দ্র করে রচিত, তবুও এর মধ্যে গভীর স্বদেশপ্রেম প্রতিফলিত হয়েছে। কবি বিদেশ বিভূঁইয়ে থেকেও শৈশবের আপন ভূমি ও প্রিয় নদীর স্মৃতিচারণ করেছেন।
উৎস:
0
Updated: 1 month ago
সনেট কবিতার প্রবর্তক কে?
Created: 3 months ago
A
দ্বিজেন্দ্র লাল রায়
B
রজনীকান্ত সেন
C
মাইকেল মধুসূদন দত্ত
D
অতুলপ্রসাদ সেন
বাংলা সনেটের প্রবর্তক: মাইকেল মধুসূদন দত্ত
বাংলা ভাষায় সনেট বা চতুর্দশপদী কবিতা লেখার সূচনা করেন মাইকেল মধুসূদন দত্ত।
তাঁর লেখা “চতুর্দশপদী কবিতাবলী”-ই বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন।
🔹 সনেটের ইতিহাস:
-
সনেট প্রথম তৈরি হয় ১৩শ শতকে ইতালিতে।
-
ইংল্যান্ডে এটি জনপ্রিয় করেন স্যার থমাস ওয়াইয়াট এবং হেনরি হাওয়ার্ড।
● মাইকেল মধুসূদন দত্ত
-
তিনি একজন বিখ্যাত কবি, নাট্যকার এবং মহাকবি।
-
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে, কপোতাক্ষ নদীর তীরে।
🔹 বাংলা সাহিত্যে তাঁর গুরুত্বপূর্ণ অবদান:
-
বাংলা সনেটের সূচনা করেন।
-
বাংলা অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
-
প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন নাটক ‘পদ্মাবতী’-তে (২য় অঙ্ক, ২য় গর্ভাঙ্কে)।
-
সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে লেখা প্রথম কাব্য: ‘তিলোত্তমাসম্ভব কাব্য’।
-
🔹 তাঁর প্রথম কাব্যগ্রন্থ:
-
‘The Captive Lady’ – এটি ইংরেজিতে লেখা।
● মাইকেলের ছদ্মনাম
-
Timothy Penpoem
-
দত্তকুলোদ্ভব কবি
-
A Native
● তাঁর রচিত কাব্য
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
● তাঁর রচিত নাটক
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
-
মায়াকানন
● রচিত প্রহসন (হাস্যরসাত্মক নাটক)
-
একেই কি বলে সভ্যতা
-
বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
0
Updated: 3 months ago