A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
B
মােহাম্মদউল্লাহ
C
তাজউদ্দিন আহমদ
D
ক্যাপ্টেন এম মনসুর আলী
উত্তরের বিবরণ
সংসদ নেতা
-
সংসদ নেতা হলেন শাসক দলের প্রতিনিধি, যিনি বাংলাদেশের জাতীয় সংসদে সরকারের কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করেন।
-
সংসদ নেতা ও উপনেতা নির্বাচিত হন সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে।
-
বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীই জাতীয় সংসদের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
-
সংসদ নেতা আইন প্রণয়নে নেতৃত্ব দেন এবং রাষ্ট্রপতি তার পরামর্শে সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত বা ভঙ্গ করতে পারেন।
-
বর্তমানে সংসদ নেতার কার্যালয় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
-
বাংলাদেশের প্রথম সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সংপর্কিত তথ্য:
-
জাতীয় সংসদের প্রথম স্পিকার: মোহাম্মদ উল্লাহ।
-
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমেদ।
-
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী: ক্যাপ্টেন এম. মনসুর আলী।
তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান; পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণী; mujib100.gov.bd

0
Updated: 12 hours ago
কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে 'রাজনীতির কবি' (Poet of Politics) উপাধি দিয়েছিলেন?
Created: 5 days ago
A
নিউজ উইকস
B
দি ইকোনমিস্ট
C
টাইম
D
গার্ডিয়ান
রাজনীতির কবি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু বাঙালির বঙ্গবন্ধু হিসেবেই নয়, বরং একজন বিশ্ববরেণ্য নেতা হিসেবে ‘বিশ্ববন্ধু’ উপাধিতেও অভিহিত করা হয়। তিনি ছিলেন বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের প্রধান স্বপ্নদ্রষ্টা।
১৯৭১ সালের ৫ এপ্রিল, মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইক-এর সাংবাদিক লোরেন জেনকিন্স তাঁর প্রতিবেদনে বঙ্গবন্ধুকে প্রথমবারের মতো “Poet of Politics” (রাজনীতির কবি) বলে আখ্যায়িত করেন। জনগণকে ঐক্যবদ্ধ করার অসাধারণ ক্ষমতা এবং অনন্য স্টাইলের কারণেই তিনি এই বিশেষ স্বীকৃতি পান।
বিশেষত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুধু একটি রাজনৈতিক ভাষণই নয়, বরং এক অনবদ্য কবিতার মতো—যেখানে জাতির মুক্তির আহ্বান স্পষ্টভাবে ধ্বনিত হয়। তাই তাঁকে রাজনৈতিক মহাকবি বলার যথেষ্ট যুক্তি রয়েছে।
উল্লেখযোগ্য তথ্য:
-
নিউজউইক একটি মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন, যা প্রতিষ্ঠিত হয় ১৯৩৩ সালে।
উৎস: রাষ্ট্রপতির কার্যালয়

0
Updated: 5 days ago
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স -
Created: 1 week ago
A
৩০ বছর
B
৩৫ বছর
C
৪০ বছর
D
৪৫ বছর
রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ
১. রাষ্ট্রপতির ন্যূনতম বয়স:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীকে ন্যূনতম ৩৫ বছর বয়সী হতে হবে।
২. জাতীয় সংসদ:
-
জাতীয় সংসদ হলো বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা।
-
সংবিধানের পঞ্চম ভাগে জাতীয় সংসদ সম্পর্কে বিস্তারিত নির্দেশনা আছে।
-
বাংলাদেশে জাতীয় সংসদ এককক্ষবিশিষ্ট।
-
জাতীয় সংসদে মোট ৩৫০ জন সদস্য থাকেন, যেখানে সারাদেশ থেকে নির্বাচিত ৩০০ জন এবং সংরক্ষিত নারী আসন ৫০টি।
-
প্রতিটি সংসদ পাঁচ বছর মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
-
আইন অনুযায়ী, বাংলাদেশের যেকোনো নাগরিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন।
-
রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে প্রার্থীর বয়স ৩৫ বছর হতে হবে।
-
প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বয়সের ন্যূনতম সীমা ২৫ বছর।
৩. রাষ্ট্রপতি:
-
সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি হলো দেশের সর্বোচ্চ মর্যাদার পদ।
-
রাষ্ট্রপতি সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন।
-
রাষ্ট্রপতি হিসেবে তিনি সংবিধান ও আইন দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করবেন এবং দায়িত্ব পালন করবেন।
-
কোনো ব্যক্তি একাধিক দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন না, তা পরপর হোক বা না হোক।
-
রাষ্ট্রপতি সংসদের সদস্য হতে পারবেন না। যদি সংসদ সদস্য নির্বাচিত হন, তবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার দিনই তার আসন খালি হবে।
-
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী অযোগ্য হবেন, যদি তার বয়স ৩৫ বছরের কম হয় বা সে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য না হয়।
-
রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা যায় অভিশংসনের মাধ্যমে।
উৎস: বাংলাদেশের সংবিধান, অনুচ্ছেদ-৪৮

0
Updated: 1 week ago
BTRC-এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?
Created: 3 weeks ago
A
Bangladesh Telephone Regulatory Commission
B
Bangladesh Telecommunication Regulatory Commission
C
Bangladesh Telecom Regulatory Commission
D
Bangladesh Telephone and Telegraph Regulatory Commission
BTRC (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন)
-
পূর্ণরূপ: Bangladesh Telecommunication Regulatory Commission।
-
প্রতিষ্ঠা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (Bangladesh Telecommunication Regulatory Act, 2001) অনুযায়ী ৩১ জানুয়ারি ২০০২-এ BTRC গঠিত হয়।
-
উদ্দেশ্য:
-
বাংলাদেশে টেলিযোগাযোগ সেবা নিয়ন্ত্রণ ও উন্নয়ন।
-
সেলুলার নেটওয়ার্ক, পিএসটিএন, কৃত্রিম উপগ্রহ, ক্যাবল এবং অন্যান্য টেলিযোগাযোগ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ।
-
-
পূর্ববর্তী ইতিহাস:
-
১৯৭৯ সালে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড গঠিত হয়।
-
১৯৯৫ সালে বোর্ড সম্পর্কিত অধ্যাদেশ সংশোধন করা হয়।
-
-
কর্তৃত্ব ও দায়িত্ব: BTRC চালু হওয়ার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃত্ব ও দায়িত্ব BTRC-এর ওপর হস্তান্তর করা হয়।
সূত্র: BTRC ওয়েবসাইট।

0
Updated: 3 weeks ago