A
ব্রিটিশ আমলে
B
সুলতানি আমলে
C
মুঘল আমলে
D
স্বাধীন নবাবী আমলে
উত্তরের বিবরণ
ঢাকার প্রসিদ্ধি মুঘল যুগে
ঢাকা, যা মুঘল-পূর্ব যুগে কিছুটা গুরুত্বপূর্ণ ছিল, ইতিহাসে সত্যিকারভাবে খ্যাতি অর্জন করে মূলত মুঘল শাসনকালেই।
-
আকবরের সময়ে লেখা "আইন-ই-আকবরী" গ্রন্থে ঢাকা উল্লেখ করা হয় একটি সামরিক ফাঁড়ি (থানা) হিসেবে, এবং বাজু সরকার বা বাজুহার নামক একটি পরগনারূপে।
-
১৬১০ খ্রিস্টাব্দে ইসলাম খান চিশতি বাংলার প্রশাসনিক রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। তিনি সম্রাট জাহাঙ্গীরের নামে শহরটির নাম দেন জাহাঙ্গীরনগর।
-
তবে সাধারণ মানুষ এবং বিদেশি পর্যটকরা শহরটিকে বরাবরই ঢাকা নামেই চেনেছেন।
-
ঢাকার অর্থনৈতিক ও স্থাপত্যিক সমৃদ্ধি মূলত মুঘল যুগে শুরু হয়, যা আজও শহরের ঐতিহ্যের অংশ।
তথ্যসূত্র: ঢাকা জেলা ওয়েবসাইট

0
Updated: 12 hours ago
বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয়-
Created: 2 weeks ago
A
আষাঢ়-শ্রাবণ মাসে
B
ভাদ্র-আশ্বিন মাসে
C
অগ্রহায়ণ-পৌষ মাসে
D
মাঘ-ফাল্গুন
বাংলাদেশে ধানের মৌসুমভিত্তিক চাষ ও কাটার সময় ভিন্ন ভিন্ন হয়।
আমন ধান
-
আমন ধান দুই প্রকার – রোপা আমন ও বোনা আমন।
-
রোপা আমন হলো সেই ধান, যেখানে আগে আলাদা জমিতে চারা তৈরি করা হয়, পরে তা মূল জমিতে রোপণ করে ধান উৎপন্ন করা হয়।
-
রোপা আমনের বীজ বপন করা হয় আষাঢ় মাসে, আর মূল জমিতে চারা রোপণ হয় শ্রাবণ থেকে ভাদ্র মাসে।
-
সাধারণত রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ-পৌষ মাসে (ডিসেম্বর – জানুয়ারির শুরুতে)।
আউশ ধান
-
আউশ ধান রোপণ করা হয় মধ্য মার্চ থেকে মধ্য এপ্রিলের মধ্যে।
-
এটি কাটা হয় মধ্য জুলাই থেকে আগস্টের শুরু পর্যন্ত।
বোরো ধান
-
বোরো ধানের চারা রোপণ করা হয় মধ্য নভেম্বর থেকে মধ্য জানুয়ারির মধ্যে।
-
এটি উত্তোলন করা হয় এপ্রিল থেকে মে মাসে।
অর্থাৎ, বাংলাদেশে বছরে মূলত তিন মৌসুমে ধান চাষ হয় – আউশ, আমন ও বোরো।
উৎস: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট; কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১ (বিবিএস)।

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক -
Created: 1 week ago
A
বাংলাদেশ কৃষি ব্যাংক
B
সোনালী ব্যাংক
C
অগ্রণী ব্যাংক
D
রূপালী ব্যাংক
বিশেষায়িত ব্যাংক
বাংলাদেশে বর্তমানে ৩টি বিশেষায়িত ব্যাংক রয়েছে। এ ব্যাংকগুলোর মালিকানা পুরোপুরি বাংলাদেশ সরকারের হাতে। প্রতিটি ব্যাংক নির্দিষ্ট বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য প্রতিষ্ঠিত।
এই তিনটি ব্যাংক হলো—
১. বাংলাদেশ কৃষি ব্যাংক
২. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
৩. প্রবাসী কল্যাণ ব্যাংক
অ-তফসিলী ব্যাংক
যেসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত তালিকায় নেই, সেগুলোকে অ-তফসিলী ব্যাংক বলা হয়। এ ধরনের ব্যাংক সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের সব বিধিনিষেধ মেনে চলে না।
বাংলাদেশে বর্তমানে ৫টি অ-তফসিলী ব্যাংক রয়েছে। এগুলো হলো—
-
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক
-
কর্মসংস্থান ব্যাংক
-
গ্রামীণ ব্যাংক
-
জুবিলি ব্যাংক
-
পল্লী সঞ্চয় ব্যাংক
উৎস: বাংলাদেশ ব্যাংক (অফিসিয়াল ওয়েবসাইট)

0
Updated: 1 week ago
'Let There Be light ' - বিখ্যাত ছবিটি পরিচালনা করেন-
Created: 4 days ago
A
আমজাদ হোসেন
B
জহির রায়হান
C
খান আতাউর রহমান
D
শেখ নিয়ামত আলী
জহির রায়হান ও তাঁর চলচ্চিত্র
‘Let There Be Light’
-
এটি জহির রায়হানের নির্মাণাধীন একটি চলচ্চিত্র।
-
ছবিটি অসমাপ্ত থেকে যায়, কারণ চলচ্চিত্র শেষ হওয়ার আগেই মুক্তিযুদ্ধ শুরু হয়।
জহির রায়হান সম্পর্কে
-
জন্ম: ১৯৩৫ সালে ফেনী জেলায়।
-
তিনি ছিলেন একাধারে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক।
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ।
তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র সাফল্য
-
বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’ তাঁর সৃষ্টি।
-
পরিচালিত প্রথম ছবি ‘কখনো আসেনি’।
-
দেশের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘বাহানা’।
-
‘কাঁচের দেয়াল’ চলচ্চিত্রটি নিগার পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়।
অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
-
Let There Be Light
-
Stop Genocide
-
কখনো আসেনি
-
কাজল
-
কাঁচের দেয়াল
-
বেহুলা
-
আনোয়ারা
-
সঙ্গম
-
বাহানা ইত্যাদি।
উৎস: বাংলাপিডিয়া, প্রথম আলো

0
Updated: 4 days ago