A
বহুদলীয় ব্যবস্থা
B
বাকশাল প্রতিষ্ঠা
C
তত্ত্বাবধায়ক সরকার
D
সংসদে মহিলা আসন
উত্তরের বিবরণ
ত্রয়োদশ সংশোধনী (Constitution [Thirteenth Amendment] Act, 1996)
-
বিল পাশ: ২৭ মার্চ, ১৯৯৬
-
মূল বিষয়বস্তু: দেশের নির্বাচন প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু করা।
সারসংক্ষেপ:
ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে একটি নতুন ব্যবস্থা যুক্ত করা হয়। এই ব্যবস্থার অধীনে নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বে আসে, যার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনকে স্বচ্ছ এবং ন্যায্য করা।
বাতিলকরণ:
২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে।
উল্লেখযোগ্য পেছনের সংশোধনী:
-
১৯৯১ সালের ৬ আগস্ট দ্বাদশ সংশোধনী: সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন।
-
১৯৭৫ সালের ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনী: দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন।
-
সপ্তদশ সংশোধনী: সংরক্ষিত মহিলা আসনের মেয়াদ বৃদ্ধি।
উৎস:পৌরনীতি ও সুশাসন (দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

0
Updated: 12 hours ago
কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়?
Created: 3 weeks ago
A
দশম
B
একাদশ
C
দ্বাদশ
D
ত্রয়োদশ
বাংলাদেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা:
-
বাংলাদেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে।
দ্বাদশ সংশোধনী:
-
দ্বাদশ সংশোধনী আইন বাংলাদেশের সাংবিধানিক বিকাশের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে খ্যাত। এই সংশোধনী আইন পাস হয় ১৯৯১ সালের ৬ আগস্ট।
-
এর দ্বারা সংবিধানের ৪৮, ৫৫, ৫৬, ৫৮, ৫৯, ৬০, ৭০, ৭২, ১০৯, ১১৯, ১২৪, ১৪১ক এবং ১৪২ অনুচ্ছেদ সংশোধন করা হয়।
-
এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতির পুনঃপ্রবর্তন ঘটে:
-
রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হন।
-
প্রধানমন্ত্রী হন রাষ্ট্রের প্রধান নির্বাহী।
-
প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ হয়।
-
উপ-রাষ্ট্রপতির পদ বিলোপ করা হয়।
-
জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয়।
-
-
তাছাড়া, সংবিধানের ৫৯ অনুচ্ছেদের মাধ্যমে এই আইনে স্থানীয় সরকার কাঠামোতে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়, যা দেশে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করে।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
বাংলাদেশে রাষ্ট্রপতি সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে?
Created: 3 months ago
A
ক) ১০
B
খ) ১১
C
গ) ১২
D
ঘ) ১৩
দ্বাদশ সংশোধনী
দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসনের পরিবর্তে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয়।
এই সংশোধনীটি ১৯৯১ সালের ৬ আগস্ট জাতীয় সংসদে গৃহীত হয়।
• দ্বাদশ সংশোধনীর মূল দিকসমূহ:
১. রাষ্ট্রপতি হন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান।
২. প্রধানমন্ত্রী হন সরকারের প্রধান নির্বাহী।
৩. মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী নেতৃত্বে জাতীয় সংসদের প্রতি দায়বদ্ধ থাকে।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।

0
Updated: 3 months ago
সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে?
Created: 8 hours ago
A
দ্বিতীয় অধ্যায়
B
তৃতীয় অধ্যায়
C
চতুর্থ অধ্যায়
D
পঞ্চম অধ্যায়
বাংলাদেশ সংবিধানের ১১টি অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ
-
প্রথম অধ্যায়: প্রজাতন্ত্র (The Republic)
-
দ্বিতীয় অধ্যায়: রাষ্ট্র পরিচালনার মূলনীতি (Principles of State Policy)
-
তৃতীয় অধ্যায়: মৌলিক অধিকার (Fundamental Rights)
-
চতুর্থ অধ্যায়: নির্বাহী বিভাগ (The Executive)
-
পঞ্চম অধ্যায়: আইনসভা (The Legislature)
-
ষষ্ঠ অধ্যায়: বিচার বিভাগ (The Judiciary)
-
সপ্তম অধ্যায়: নির্বাচন (Elections)
-
অষ্টম অধ্যায়: মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (Comptroller and Auditor General)
-
নবম অধ্যায়: বাংলাদেশের কর্মবিভাগ (Public Service of Bangladesh)
-
নবম-ক ভাগ: জরুরী বিধানাবলী (Emergency Provisions)
-
দশম অধ্যায়: সংবিধানের সংশোধন (Amendment of the Constitution)
-
একাদশ অধ্যায়: বিবিধ (Miscellaneous)

0
Updated: 8 hours ago