আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
A
খাগড়াছড়ি জেলায়
B
রাঙ্গামাটি জেলায়
C
বান্দরবান জেলায়
D
কক্সবাজার জেলায়
উত্তরের বিবরণ
আলুটিলা গুহা (খাগড়াছড়ি)
অবস্থান:
আলুটিলা গুহা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গুহা।
কিভাবে যাওয়া যায়:
- 
খাগড়াছড়ি জেলা শহর থেকে পশ্চিমে মাত্র ৮ কিলোমিটার পথ অতিক্রম করলেই আলুটিলা পৌঁছানো যায়। 
- 
আবার মাটিরাঙ্গা থেকে জেলা শহরের পথে প্রায় ১১ কিলোমিটার দূরেই এর অবস্থান। 
স্থানীয় নাম:
এলাকার মানুষ গুহাটিকে “মাতাই হাকড়” নামে চেনে, যার অর্থ দেবতার গুহা।
গুরুত্ব:
- 
আলুটিলা খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পাহাড়। 
- 
গুহাটির দৈর্ঘ্য প্রায় ২৮২ ফুট। 
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম শ্রেণি পাঠ্যবই)
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
নিরাপদ চলাচলের জন্য শিশু-কিশোরদের কোন বিষয়ে সচেতন করা উচিত?
Created: 3 weeks ago
A
যানবাহনের ধরন সম্পর্কে
B
ট্রাফিক বাতি, ও জেব্রাক্রসিং সম্পর্কে
C
রাস্তার পাশে খেলাধুলা সম্পর্কে
D
গাড়ির গতি বৃদ্ধির কৌশল সম্পর্কে
নিরাপদ চলাচলের জন্য করণীয়:
- 
ফুটপাত ব্যবহার করে চলাচল করা 
- 
রাস্তা পারাপারের সময় দৌড়ে না যাওয়া 
- 
চলন্ত গাড়িতে ওঠা-নামা না করা 
- 
গাড়ি চলাকালে চালকের সঙ্গে কথা না বলা 
- 
রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং, ওভারব্রিজ, আন্ডারপাস ব্যবহার করা 
- 
শিশু-কিশোরদের জন্য মহাসড়ক, সংযোগ সড়ক ও আধাপাকা সড়ক সম্পর্কে পরিচিত করা 
- 
চলাচলের নিয়মাবলি যেমন জেব্রা ক্রসিং, পারাপার সেতু, ট্রাফিক পুলিশ, ফুটপাত, ট্রাফিক বাতি ও চিহ্নাবলি এবং বিপজ্জনক স্থানসমূহ সম্পর্কে শিক্ষিত করা 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কী?
Created: 1 month ago
A
নির্বাচন জেতা
B
সরকার গঠন
C
রাজনৈতিক দল পরিচালনা
D
সরকারি নীতি প্রভাবিত করা
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী:
- চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য হল সরকারি নীতিকে প্রভাবিত করা।
- চাপসৃষ্টিকারী গোষ্ঠী হল এমন এক জনসমষ্টি যারা সমজাতীয় স্বার্থে উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা চালায়।
- চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সদস্য সংখ্যা রাজনৈতিক দলের তুলনায় সাধারণত কম হয় এবং অভিন্ন স্বার্থের পরিপ্রেক্ষিতে গোষ্ঠীর সদস্যরা ঐক্যবদ্ধ থাকে।
- সাংগঠনিক দিক থেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা দুর্বল।
- চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তকে নিজেদের স্বার্থের অনুকূলে প্রভাবিত করাই হল চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য।
তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য:
• দলীয় সংগঠনবিহীন,
• দলীয় কর্মসূচিবিহীন,
• নির্বাচনে প্রার্থী না দেওয়া,
• সরকারি নীতিকে প্রভাবিত করা,
• সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত নয়,
• সমজাতীয় মনোভাব,
• বেসরকারি সংগঠন।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
কত তারিখে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালিত হয়?
Created: 1 month ago
A
৩০ জুলাই, ২০২৪
B
৩১ জুলাই, ২০২৪
C
১ আগস্ট, ২০২৪
D
৩ আগস্ট, ২০২৪
জুলাই অভ্যুত্থান (২০২৪)
- 
প্রেক্ষাপট: 
 সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অসন্তোষের সূত্রপাত।- 
২০১৮ সালের প্রজ্ঞাপন বাতিলের পরে (৫ জুন, ২০২৪ হাইকোর্ট অবৈধ ঘোষণা) শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। 
 
- 
- 
সংগঠন: 
 ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- 
গঠিত: ১ জুলাই, ২০২৪ 
- 
লক্ষ্য: সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং বৈষম্যবিরোধী আন্দোলন। 
 
- 
- 
আন্দোলনের ধারা: - 
১ জুলাই থেকে আন্দোলন শুরু, প্রথমে অহিংস। 
- 
১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আক্রমণ করলে আন্দোলন সহিংস রূপ গ্রহণ করে। 
- 
৩০ জুলাই, ২০২৪: ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা। 
- 
৩১ জুলাই, ২০২৪: মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন, ৯ দফা দাবির জন্য। 
 
- 
- 
পরিণতি: - 
৫ আগস্ট, ২০২৪: দীর্ঘ প্রায় ১৬ বছরের সরকারের পতন ঘটানো হয়। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago