A
ওজোন স্তর রক্ষা
B
বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন
C
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
D
সামুদ্রিক দূষণ
উত্তরের বিবরণ
কিয়োটো প্রটোকল (Kyoto Protocol)
• উদ্দেশ্য: বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা
• প্রতিষ্ঠা: ১৯৯৭ সালের ডিসেম্বর, জাপানের কিয়োটো শহরে (COP-3, তৃতীয় জলবায়ু সম্মেলন)
• কার্যকর: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫ থেকে
• বাংলাদেশের অংশগ্রহণ: স্বাক্ষর—২২ অক্টোবর, ২০০১; অনুমোদন—২১ সেপ্টেম্বর, ২০১৬
• প্রথম দেশ যা প্রটোকল থেকে সরে যায়: কানাডা
সূত্র: UNFCCC ওয়েবসাইট, রয়টার্স

0
Updated: 13 hours ago
"Clean Development Mechanism" নিম্নের কোন চুক্তির অংশ?
Created: 1 week ago
A
প্যারিস জলবায়ু চুক্তি
B
কিয়োটো প্রোটোকল
C
রটারডাম কনভেনশন
D
কার্টাগেনা প্রোটোকল
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
কিয়োটো চুক্তি
No subjects available.
কিয়োটো প্রটোকল (Kyoto Protocol)
-
সংজ্ঞা: কিয়োটো প্রটোকল হলো জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাসের (GHG) নির্গমন হ্রাসে বাধ্যতামূলক করা আন্তর্জাতিক চুক্তি।
-
স্বাক্ষরিত: ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
স্থান: কিয়োটো, জাপান
-
স্বাক্ষরকারী দেশ: ৮৩টি
-
অনুমোদনকারী দেশ: ১৯২টি
লক্ষ্য ও উদ্দেশ্য
-
গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস:
-
প্রোটোকলের অধীনে শিল্পোন্নত দেশগুলোকে নির্দিষ্ট হারে GHG নির্গমন হ্রাসের লক্ষ্য দেওয়া হয়েছে।
-
নীতি: “common but differentiated responsibility and respective capabilities”
-
উন্নত দেশগুলোকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে, কারণ তারা ইতিহাসে বেশি GHG নির্গমনের জন্য দায়ী।
-
-
Clean Development Mechanism (CDM):
-
কিয়োটো প্রটোকলের ১২ অনুচ্ছেদের আওতায় CDM চালু।
-
উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশে বিনিয়োগ করে বা প্রকল্প বাস্তবায়ন করে GHG নির্গমন কমাতে পারে।
-
এর মাধ্যমে দেশগুলো নিজেদের নির্গমন হ্রাসের বাধ্যবাধকতা পূরণ করতে পারে।
-
উৎস: UNFCCC ওয়েবসাইট

0
Updated: 1 week ago
কার্বন ক্রেডিট’ ধারণাটি কোন আন্তর্জাতিক প্রোটোকলের অন্তর্গত?
Created: 12 hours ago
A
কিয়োটো
B
নাগোয়া
C
জেনেভা
D
মন্ট্রিল
কিয়োটো প্রটোকল (Kyoto Protocol)
-
প্রতিষ্ঠা: ১৯৯৭ সালে জাপানের কিয়োটো শহরে
-
কার্যকর: ১৬ ফেব্রুয়ারি ২০০৫ থেকে
-
উদ্দেশ্য: বৈশ্বিক উষ্ণায়ন কমানো এবং কার্বন নিঃসরণের সীমাবদ্ধতা নির্ধারণ
-
বিশেষ বৈশিষ্ট্য: কার্বন ক্রেডিট বা কার্বন বাণিজ্য (Carbon Credit/Carbon Trading) প্রোটোকলের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দেশগুলোকে অনুমোদিত সীমার মধ্যে কার্বন নিঃসরণ করতে এবং অতিরিক্ত নিঃসরণ বিক্রি করতে দেয়।
অন্যান্য প্রোটোকল ও চুক্তি
-
নাগোয়া প্রোটোকল (Nagoya Protocol): জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা।
-
মন্ট্রিয়েল প্রোটোকল (Montreal Protocol): ওজোনস্তর সংরক্ষণ।
সূত্র: জাতিসংঘ (UNFCCC ও অন্যান্য সংশ্লিষ্ট ওয়েবসাইট)

0
Updated: 12 hours ago
কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয় কবে?
Created: 3 weeks ago
A
১৯৮৯ সালে
B
১৯৯৫ সালে
C
১৯৯০ সালে
D
১৯৯৭ সালে
কিয়োটো প্রটোকল (Kyoto Protocol)
-
স্বাক্ষর ও স্থান: কিয়োটো, জাপান, ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
আয়োজক সংস্থা: UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
সংক্ষিপ্ত বিবরণ: এটি জাতিসংঘের ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বহুপাক্ষিক চুক্তি
-
উদ্দেশ্য: কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাস করা
-
উল্লেখযোগ্য তথ্য:
-
যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ সুদান প্রটোকলটি সমর্থন করেনি
-
২০১২ সালে কানাডা নিজেকে প্রটোকল থেকে প্রত্যাহার করে
-
উৎস: Britannica

0
Updated: 3 weeks ago