"রোটারি ইন্টারন্যাশনাল" এর প্রতিষ্ঠাতা কে?
A
জর্জ ডব্লিউ. কার্ভার
B
হেনরি ডুনান্ট
C
উইলিয়াম জে. মরগান
D
পল পি. হ্যারিস
উত্তরের বিবরণ
রোটারি ইন্টারন্যাশনাল (Rotary International)
• প্রতিষ্ঠাতা: পল পি. হ্যারিস (Paul P. Harris)
• প্রতিষ্ঠার সাল: ১৯০৫
• প্রতিষ্ঠার স্থান: শিকাগো, মার্কিন যুক্তরাষ্ট্র
• প্রকার: ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গঠিত সেবামূলক আন্তর্জাতিক সংগঠন
• মূল লক্ষ্য: সমাজসেবা, মানবকল্যাণ ও বিশ্বব্যাপী উন্নয়নমূলক কর্মকাণ্ড
• নীতিবাক্য: "নিজের উপরে সেবা"
• সদর দপ্তর: ইভানস্টন, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র
সূত্র: Rotary International ওয়েবসাইট
0
Updated: 1 month ago
রোম সংবিধি (Rome Statute) এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
International Court of Justice (ICJ)
B
International Criminal Court (ICC)
C
International Atomic Energy Agency (IAEA)
D
European Union (EU)
রোম সংবিধি (Rome Statute) হলো আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court - ICC) প্রতিষ্ঠার জন্য গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৯৮ সালে ইতালির রোমে অনুষ্ঠিত কূটনীতিক সম্মেলনের মাধ্যমে গৃহীত হয় এবং ২০০২ সালের ১ জুলাই কার্যক্রম শুরু করে।
সংবিধির মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক অপরাধের বিচারে দেশীয় বিচারব্যবস্থার পরিপূরক হিসেবে কাজ করা।
-
রোম সংবিধি প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালের ১৫ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত কূটনৈতিক সম্মেলনের মাধ্যমে, যেখানে বিশ্বের ১২০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। সংবিধি গৃহীত হয় ১২০-৭ ভোটের ব্যবধানে।
-
২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যকারিতা লাভ করে, যখন প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্র সংবিধি অনুমোদন করে।
-
সংবিধিতে মোট ১৩টি অধ্যায় এবং ১২৮টি অনুচ্ছেদ রয়েছে।
-
সংবিধির প্রস্তাবনা এবং অনুচ্ছেদ ১ ও ১৭ অনুযায়ী, ICC মূলত দেশীয় বিচারব্যবস্থার পরিপূরক হিসেবে কাজ করে।
ICC (International Criminal Court) সম্পর্কিত তথ্য:
-
প্রতিষ্ঠিত: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)
-
কার্যক্রম শুরু: ১ জুলাই, ২০০২
-
সদরদপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ডস
-
সদস্য সংখ্যা: ১২৫টি (১২৫তম সদস্য: ইউক্রেন)
-
বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭)। প্রেসিডেন্সির সদস্যরা তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।
ICC-এর বিচার ক্ষমতা ও অপরাধ:
-
অনুচ্ছেদ ৫ অনুযায়ী চার ধরনের অপরাধের বিচার করা যায়:
-
জেনোসাইড
-
মানবতাবিরোধী অপরাধ
-
যুদ্ধাপরাধ
-
আগ্রাসনের অপরাধ
-
-
১৯৯৮ সালের মূল আইনে প্রথম তিনটি অপরাধ উল্লেখ ছিল। ২০১০ সালে রোম সংবিধিতে সংশোধনীর মাধ্যমে আগ্রাসনের অপরাধ অন্তর্ভুক্ত করা হয়।
-
প্রতিটি অপরাধ প্রমাণের জন্য Elements of Crimes নামে সহায়িকা রয়েছে।
-
বিচার প্রক্রিয়ার পদ্ধতিগত দিকগুলো বিস্তারিত বলা আছে Rules of Procedure and Evidence-এ।
অন্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক আদালত ও সংস্থা:
-
International Court of Justice (ICJ): ১৯৪৫ সালে সানফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত, যা মূলত বিভিন্ন দেশের মধ্যে অমীমাংসিত বিষয় নিষ্পত্তি করে।
-
International Atomic Energy Agency (IAEA): ১৯৫৭ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় প্রতিষ্ঠিত।
-
European Union (EU): ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে ১৯৯৩ সালে ইউরোপীয় কমিশন থেকে রূপান্তরিত হয়ে প্রতিষ্ঠিত।
0
Updated: 1 month ago
কোন প্রতিষ্ঠানটি স্বল্প আয়ের দেশগুলোকে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে?
Created: 1 month ago
A
IBRD
B
IFC
C
IDA
D
MIGA
বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group)
-
মোট ৫টি প্রতিষ্ঠান নিয়ে গঠিত
-
লক্ষ্য: দারিদ্র্য হ্রাস, টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বিশ্ব গঠন
-
কার্যক্রম: জ্ঞান, অর্থায়ন ও দক্ষতার মাধ্যমে উন্নয়ন সহযোগিতা
৫টি প্রতিষ্ঠান
-
IBRD – International Bank for Reconstruction and Development (পুনর্গঠন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক)
-
IDA – International Development Association (আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা) → নিম্ন-আয়ের দেশগুলোকে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান
-
IFC – International Finance Corporation (আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশন)
-
MIGA – Multilateral Investment Guarantee Agency (বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা)
-
ICSID – International Centre for Settlement of Investment Disputes (বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র)
0
Updated: 1 month ago
IUCN কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
১৯১২ সালে
B
১৯৪৮ সালে
C
১৯৭২ সালে
D
১৯৯২ সালে
IUCN (International Union for Conservation of Nature)
-
প্রতিষ্ঠা: ৫ অক্টোবর, ১৯৪৮
-
প্রতিষ্ঠানের স্থান: ফন্টেনব্লিউ, ফ্রান্স
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড
-
উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণ
-
সদস্য দেশ: ১৬০-এরও বেশি দেশ
-
উল্লেখযোগ্য ঘটনা: ১৯৭৮ সালে রাশিয়ার আশখাবাদে ১৪তম অধিবেশন অনুষ্ঠিত
সূত্র: IUCN ওয়েবসাইট
0
Updated: 1 month ago