জাতিসংঘের বিশেষায়িত সংস্থা WMO কী নিয়ে কাজ করে?
A
বৈশ্বিক আবহাওয়া
B
আন্তর্জাতিক অভিবাসন
C
খাদ্য ও কৃষি উন্নয়ন
D
পারমাণবিক নিরস্ত্রীকরণ
উত্তরের বিবরণ
WMO (World Meteorological Organization)
• পূর্ণরূপ: World Meteorological Organization
• প্রকার: জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা
• প্রতিষ্ঠা: ২৩ মার্চ, ১৯৫০
• জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে মর্যাদা লাভ: ১৭ মার্চ, ১৯৫১
• কাজের ক্ষেত্র: বৈশ্বিক আবহাওয়া, জলবায়ু এবং জলসম্পদ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ
• সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
সূত্র: WMO ওয়েবসাইট
0
Updated: 1 month ago
বাংলাদেশ প্রথমবারের মতো যে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন -
Created: 3 weeks ago
A
UNEF
B
UNIKOM
C
UNSMIS
D
UNIIMOG
UNIIMOG (United Nations Iran-Iraq Military Observer Group) ছিল জাতিসংঘের একটি সামরিক পর্যবেক্ষক মিশন, যা ১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধ বন্ধে সহায়তা করার জন্য গঠিত হয়। এই মিশনের মাধ্যমে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া তদারকি করা হয়।
-
পূর্ণরূপ: United Nations Iran-Iraq Military Observer Group
-
প্রকৃতি: জাতিসংঘের ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক গ্রুপ
-
গঠনের বছর: ১৯৮৮
-
উদ্দেশ্য: ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা এবং সীমান্তে শান্তি পর্যবেক্ষণ
উল্লেখযোগ্যভাবে,
-
বাংলাদেশ প্রথমবারের মতো ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেয়।
-
একই বছরে বাংলাদেশ দুটি অপারেশনে অংশ নেয়—একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG) মিশন।
-
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম UNIIMOG মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করে, যা দেশের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণের সূচনা চিহ্নিত করে।
অন্যদিকে,
-
UNEF (United Nations Emergency Force): সুয়েজ সংকট সমাধানের জন্য গঠিত হয়েছিল।
-
UNIKOM (United Nations Iraq-Kuwait Observation Mission): ইরাক ও কুয়েত সীমান্তে পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠিত মিশন।
-
UNSMIS (UN Supervision Mission in Syria): সিরিয়ায় জাতিসংঘের তত্ত্বাবধান মিশন।
0
Updated: 3 weeks ago
২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
সুইজারল্যান্ড
C
বাংলাদেশ
D
ভারত
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা ১ ফেব্রুয়ারি ২০২২-এ জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি জাতিসংঘে বাংলাদেশের দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি।
-
১ ফেব্রুয়ারি ২০২২: রাবাব ফাতিমা পিবিসির প্রথম নারী সভাপতি নির্বাচিত হন।
-
রাবাব ফাতিমা বাংলাদেশের দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি।
0
Updated: 1 month ago
'লন্ডন ঘোষণা' নিম্নের কোন সংগঠনের প্রতিষ্ঠার সাথে জড়িত?
Created: 3 weeks ago
A
জাতিসংঘ
B
বিশ্ব বাণিজ্য সংস্থা
C
বিশ্বব্যাংক
D
আন্তর্জাতিক মুদ্রা তহবিল
লন্ডন ঘোষণা (London Declaration) হলো জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ, যা ১২ জুন ১৯৪১ সালে লন্ডনের সেইন্ট জেমস প্যালেসে দেওয়া হয়।
-
কারণ: জার্মানির ব্রিটেন আক্রমণের পর ইউরোপের ৯টি নির্বাসিত দেশ এবং ৫টি অন্যান্য মিত্র দেশ শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে এই ঘোষণা দেয়।
-
বৈঠকে অংশ নেওয়া ১৪টি দেশ: গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, গ্রিস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লাভিয়া ও ফ্রান্স
-
ঘোষণার মূল কথা: "To work together, with other free peoples, both in war and in peace"
এই বৈঠকে পাশ হওয়া ৩টি প্রস্তাব:
-
জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধে দেশগুলোর পারস্পারিক সহযোগীতা
-
অক্ষ শক্তিকে পরাজিত করে মিত্রশক্তির দেশগুলো একক কোনো চুক্তি করবে না
-
মিত্র দেশগুলোর সমন্বয়ে বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা
উল্লেখ্য: লন্ডন ঘোষণা ছিল কমনওয়েলথ গঠনের প্রথম পদক্ষেপের পাশাপাশি জাতিসংঘ প্রতিষ্ঠার সূচনা।
0
Updated: 3 weeks ago