জাতিসংঘের বিশেষায়িত সংস্থা WMO কী নিয়ে কাজ করে?
A
বৈশ্বিক আবহাওয়া
B
আন্তর্জাতিক অভিবাসন
C
খাদ্য ও কৃষি উন্নয়ন
D
পারমাণবিক নিরস্ত্রীকরণ
উত্তরের বিবরণ
WMO (World Meteorological Organization)
• পূর্ণরূপ: World Meteorological Organization
• প্রকার: জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা
• প্রতিষ্ঠা: ২৩ মার্চ, ১৯৫০
• জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে মর্যাদা লাভ: ১৭ মার্চ, ১৯৫১
• কাজের ক্ষেত্র: বৈশ্বিক আবহাওয়া, জলবায়ু এবং জলসম্পদ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ
• সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
সূত্র: WMO ওয়েবসাইট
0
Updated: 1 month ago
সনদ সম্মেলনে উপস্থিত না থেকেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচিত হয় কোন দেশ?
Created: 3 weeks ago
A
এস্তোনিয়া
B
বেলারুশ
C
পোল্যান্ড
D
পর্তুগাল
জাতিসংঘ (United Nations Organization) হলো বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য প্রতিষ্ঠিত হয়। এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী হিসেবে গড়ে উঠেছে।
-
জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫
-
জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫
-
স্বাক্ষরের স্থান: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৫১টি
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১৯৩টি
সানফ্রান্সিসকো সম্মেলন সংক্রান্ত তথ্য:
-
১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করে এবং জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড এই সম্মেলনে উপস্থিত ছিল না।
-
পোল্যান্ড ৫১তম দেশ হিসেবে ১৫ অক্টোবর, ১৯৪৫ তারিখে সনদে স্বাক্ষর করে।
-
সনদে স্বাক্ষর করার মাধ্যমে পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য করা হয়।
0
Updated: 3 weeks ago
বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয় -
Created: 3 weeks ago
A
২৪ জুন
B
২৬ জুন
C
২২ অক্টোবর
D
২৪ অক্টোবর
জাতিসংঘ দিবস প্রতি বছর ২৪ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়, যা জাতিসংঘের প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার প্রতি সম্মান প্রদর্শনের জন্য উৎসর্গীকৃত।
-
সান ফ্রান্সিসকো সম্মেলন (২৫ এপ্রিল – ২৬ জুন, ১৯৪৫) হলো জাতিসংঘ প্রতিষ্ঠার মূল সম্মেলন
-
সম্মেলনের উদ্দেশ্য: একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা, যা যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করবে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রাখবে
-
অংশগ্রহণকারী দেশ: ৫০টি দেশ, প্রধান: যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন, ফ্রান্স
-
২৪ অক্টোবর, ১৯৪৫: নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ অধিকাংশ প্রতিষ্ঠাতা রাষ্ট্র জাতিসংঘ সনদ অনুমোদন ও স্বাক্ষর করে
-
মোট স্বাক্ষরকারী দেশ: ৫১টি
-
এই কারণে ২৪ অক্টোবর-কে জাতিসংঘের জন্মদিন হিসেবে বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়
0
Updated: 3 weeks ago
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
Created: 3 weeks ago
A
পল-হেনরি স্পাক
B
ফয়সাল আল ইব্রাহীম
C
হারবার্ট ভের ইভাট
D
লুইস মাচাদো
জাতিসংঘের সাধারণ পরিষদের (UN General Assembly) প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৯৪৬ সালের ১০ জানুয়ারি লন্ডনে, যেখানে ৫১টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছিলেন। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী পল-হেনরি স্পাক।
-
প্রধান অঙ্গ: সাধারণ পরিষদ হলো জাতিসংঘের অন্যতম প্রধান সংস্থা।
-
সদস্য দেশ: সব জাতিসংঘের সদস্য রাষ্ট্রই সাধারণ পরিষদের সদস্য। বর্তমানে ১৯৩টি দেশ সদস্য।
-
বার্ষিক অধিবেশন: সাধারণ পরিষদের অধিবেশন প্রতি বছর বসে, যা সাধারণ অধিবেশন নামে পরিচিত।
-
সময় ও স্থান: সাধারণত সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিউইয়র্কে অধিবেশন শুরু হয়।
-
আইনি ভিত্তি: জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯–২২ নং অনুচ্ছেদ) সাধারণ পরিষদের কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেছে।
0
Updated: 3 weeks ago