'বিশ্ব উন্নয়ন প্রতিবেদন' প্রকাশ করে কোন সংস্থা?
A
আন্তর্জাতিক শ্রম সংস্থা
B
বিশ্ব বাণিজ্য সংস্থা
C
আন্তর্জাতিক মুদ্রা তহবিল
D
বিশ্বব্যাংক
উত্তরের বিবরণ
World Bank (বিশ্বব্যাংক)
• গঠন সিদ্ধান্ত: ১৯৪৪ সালের ৪ জুলাই, ব্রেটন উডস, নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী ২৯টি দেশ **‘ব্রেটন উডস চুক্তি’**তে স্বাক্ষর করে
• প্রতিষ্ঠা: ১৯৪৫ সালে, কার্যক্রম শুরু: জুন ১৯৪৬
• সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ [আগস্ট - ২০২৫]
• সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
উদ্দেশ্য ও কার্যক্রম:
• মধ্য আয়ের দেশগুলোকে উন্নয়ন সহায়ক ঋণ প্রদান ও পরামর্শ সেবা দেওয়া
• অর্থায়ন খাত: অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন
• প্রথম ঋণ প্রদান: ফ্রান্স
• বার্ষিক প্রতিবেদন: World Development Report (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন), প্রকাশ শুরু: ১৯৭৮ সাল থেকে নিয়মিত
সূত্র: World Bank ওয়েবসাইট
0
Updated: 1 month ago
বর্তমান প্রেসিডেন্ট 'অজয় বঙ্গ' বিশ্বব্যাংকের কততম প্রেসিডেন্ট?
Created: 3 weeks ago
A
৮ম
B
১২তম
C
১৪তম
D
১৬তম
অজয় বঙ্গ হলো বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট এবং সংস্থার ১৪তম প্রেসিডেন্ট।
-
নিযুক্তি: ২০২৩ সালে, ৫ বছরের মেয়াদের জন্য
-
পূর্ববর্তী পদ: ভিসা এবং মাস্টারকার্ডের CEO
-
অন্যান্য দায়িত্ব: দ্য সাইবার রেডিনেস ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা, নিউ ইয়র্কের ইকোনমিক ক্লাবের ভাইস চেয়ারম্যান
-
বিশেষ তথ্য: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক মনোনীত এবং মার্কিন নাগরিক হতে হয়
0
Updated: 3 weeks ago
কোন দেশ বিশ্বব্যাংকের কাছ থেকে প্রথম ঋণ গ্রহণ করে?
Created: 3 weeks ago
A
ভারত
B
ব্রাজিল
C
ফ্রান্স
D
কোনটি নয়
ফ্রান্স বিশ্ব ব্যাংক থেকে প্রথম ঋণ গ্রহণ করে, যা ১৯৪৭ সালের ৯ মে ঘটে। এই দিন বিশ্ব ব্যাংক ফ্রান্সকে ২৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ প্রদানের চুক্তিতে সই করে।
বিশ্ব ব্যাংক:
-
প্রতিষ্ঠিত: ১৯৪৪ সালে, কার্যক্রম শুরু: ১৯৪৬ সালে।
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৮৯টি দেশ।
-
ধরণ: একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা।
-
কার্যক্রম: উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান।
-
সদর দপ্তর: ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্র।
বিশ্ব ব্যাংক পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত:
-
IBRD (International Bank for Reconstruction and Development)
-
IFC (International Finance Corporation)
-
IDA (International Development Association)
-
ICSID (International Centre for Settlement of Investment Disputes)
-
MIGA (Multilateral Investment Guarantee Agency)
0
Updated: 3 weeks ago
বিশ্বব্যাংকের প্রথম ঋণ কোন দেশ পেয়েছিল?
Created: 3 weeks ago
A
ফ্রান্স
B
ইতালি
C
জাপান
D
জার্মানি
বিশ্বব্যাংক (World Bank) হলো একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা, যা উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণের জন্য ঋণ ও সহায়তা প্রদান করে।
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষরকারী দেশ: ২৯টি দেশ, স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬
-
বর্তমান সদস্য: ১৮৯টি দেশ, সর্বশেষ সদস্য: নাউরু (১২ এপ্রিল, ২০১৬)
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
বিশেষ তথ্য:
-
বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ: ফ্রান্স, ঋণ গ্রহণের বছর: ১৯৪৭
0
Updated: 3 weeks ago