A
ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
B
উইনস্টন চার্চিল
C
উড্রো উইলসন
D
জোসেফ স্ট্যালিন
উত্তরের বিবরণ
জাতিপুঞ্জ (League of Nations)
• প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে আত্মপ্রকাশ করে
• প্রতিষ্ঠা ভার্সাই চুক্তির অংশ হিসেবে স্বাক্ষরিত হয়
• আত্মপ্রকাশের সাল: ১৯২০
• প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা: ৪১টি
• সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
• বিলুপ্ত হয়: ২০ এপ্রিল, ১৯৪৬
• গঠনের প্রস্তাবক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন
উল্লেখযোগ্য তথ্য:
• ১৯১৮ সালের ৮ জানুয়ারি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসে বক্তব্য প্রদান করেন
• বক্তব্যে ছিল ইউরোপে শান্তি প্রতিষ্ঠা ও জাতিপুঞ্জ গঠনের আহ্বান
• এটি ছিল তাঁর বিখ্যাত ‘চোদ্দ দফা (Fourteen Points)’
• ১৪ দফার ১৪ নং পয়েন্টে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রস্তাব রাখা হয়েছিল
সূত্র: United Nations ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট

0
Updated: 14 hours ago
চৌদ্দ দফার ১৪নং এ কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
Created: 2 weeks ago
A
জাতিসংঘ
B
জাতিপুঞ্জ
C
ন্যাটো
D
ইউরোপীয় ইউনিয়ন
• চৌদ্দ দফা
-
চৌদ্দ দফা ছিল মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের প্রদত্ত একটি ঐতিহাসিক ভাষণ, যা তিনি ৮ জানুয়ারি, ১৯১৮ সালে কংগ্রেসে উপস্থাপন করেন।
-
এতে তিনি প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য ১৪টি মূলনীতি উপস্থাপন করেন।
-
এর মধ্যে ছিল:
-
সমুদ্রের স্বাধীন নৌগমন,
-
জাতিস্বাধীনতার স্বীকৃতি,
-
সামরিক নির্মূলকরণ,
-
এবং জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক সংস্থার প্রস্তাব।
-
-
এ ভাষণটি মোট ১৪ দফা বিশিষ্ট ছিল।
-
প্রথম দফা: উন্মুক্ত কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধান।
-
১৪তম দফা: জাতিপুঞ্জ (League of Nations) প্রতিষ্ঠার প্রস্তাব।
উৎস: ব্রিটানিকা ✅

0
Updated: 2 weeks ago