জাতিসংঘ দিবস (UN Day) প্রতি বছর কোন তারিখে পালিত হয়?
A
২৬ জুন
B
১০ ডিসেম্বর
C
২৪ অক্টোবর
D
১ জানুয়ারি
উত্তরের বিবরণ
জাতিসংঘ (United Nations)
• প্রতিষ্ঠা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর, ৫১টি রাষ্ট্রের মাধ্যমে
• প্রতি বছর ২৪ অক্টোবর পালিত হয় জাতিসংঘ দিবস
• জাতিসংঘ হলো একটি রাজনৈতিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থা
• সদস্যপদ: ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র থেকে বর্তমান ১৯৩টি রাষ্ট্র
• সদস্যপদ প্রাপ্তি: নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদের সিদ্ধান্তের মাধ্যমে
• বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস (পর্তুগালের নাগরিক), দায়িত্বভার গ্রহণ ১ জানুয়ারি, ২০১৭
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট
0
Updated: 1 month ago
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা WMO কী নিয়ে কাজ করে?
Created: 1 month ago
A
বৈশ্বিক আবহাওয়া
B
আন্তর্জাতিক অভিবাসন
C
খাদ্য ও কৃষি উন্নয়ন
D
পারমাণবিক নিরস্ত্রীকরণ
WMO (World Meteorological Organization)
• পূর্ণরূপ: World Meteorological Organization
• প্রকার: জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা
• প্রতিষ্ঠা: ২৩ মার্চ, ১৯৫০
• জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে মর্যাদা লাভ: ১৭ মার্চ, ১৯৫১
• কাজের ক্ষেত্র: বৈশ্বিক আবহাওয়া, জলবায়ু এবং জলসম্পদ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ
• সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
সূত্র: WMO ওয়েবসাইট
0
Updated: 1 month ago
নিম্নের কত তারিখে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে?
Created: 3 weeks ago
A
১৯৪৪ সালের ২৪ অক্টোবর
B
১৯৪৫ সালের ২৪ অক্টোবর
C
১৯৪৫ সালের ১০ অক্টোবর
D
১৯৪৪ সালের ১২ অক্টোবর
জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত। এটি ১৯৪৫ সালে গঠিত হয় এবং তার মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি স্থাপন করা।
-
প্রতিষ্ঠা তারিখ: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর, যখন জাতিসংঘ সনদ (UN Charter) কার্যকর হয়।
-
সনদ স্বাক্ষর: এর আগে, ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
-
প্রাথমিক সদস্য: প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল ৫১টি।
-
বর্তমান সদস্য: বর্তমানে জাতিসংঘের ১৯৩টি দেশ সদস্য।
-
সদরদপ্তর: জাতিসংঘের সদরদপ্তর অবস্থিত নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
জাতিসংঘের মূল ছয়টি অঙ্গসংস্থা রয়েছে, যা আন্তর্জাতিক কাজ ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে:
-
সাধারণ পরিষদ (General Assembly) – সমস্ত সদস্য দেশের সমন্বিত আলোচনা ও নীতিনির্ধারণ।
-
নিরাপত্তা পরিষদ (Security Council) – বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা।
-
অর্থনৈতিক ও সামাজিক কমিশন (Economic and Social Council) – অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক বিষয় সমন্বয়।
-
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice) – রাষ্ট্রগুলোর মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি।
-
আঞ্চলিক কমিশন (Trusteeship Council) – ঔপনিবেশিক বা আঞ্চলিক বিষয়সমূহের তত্ত্বাবধান।
-
জাতিসংঘ সচিবালয় (Secretariat) – প্রশাসনিক কাজ ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা।
0
Updated: 3 weeks ago
২০২৫ সালের কপ-৩০ কোথায় অনুষ্ঠিত হবে?
Created: 1 month ago
A
মিশর
B
কেনিয়া
C
ব্রাজিল
D
আজারবাইজান
COP (Conference of the Parties)
-
COP হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) অংশীদার দেশগুলোর সম্মেলন।
-
১৯৯২ সালে UNFCCC স্বাক্ষরিত হয়।
-
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ‘জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)’ অনুষ্ঠিত হচ্ছে।
-
কপ-২৯: আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
-
কপ-৩০: ২০২৫ সালে ব্রাজিলের আমাজনীয়ান শহর বেলেম ডো প্যারাকে আয়োজন করবে।
সূত্র: UNFCCC ওয়েবসাইট, জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট, সময়নিউজ, ব্রাজিল সরকারি ওয়েবসাইট
0
Updated: 1 month ago