জাতিসংঘের UN Emergency Force (UNEF) প্রথমবার কোন আন্তর্জাতিক সংকট মোকাবিলায় মোতায়েন করা হয়েছিল?
A
সুয়েজ সংকট
B
কঙ্গো সংকট
C
কাশ্মীর সংকট
D
বসনিয়া সংকট
উত্তরের বিবরণ
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন UNEF
• UNEF এর পূর্ণরূপ: United Nations Emergency Force
• এটি সুয়েজ সংকট (1956) সমাধানের জন্য গঠিত হয়েছিল
• UNEF-I ছিল জাতিসংঘের প্রথম সশস্ত্র শান্তিরক্ষা মিশন
• সময়কাল: নভেম্বর ১৯৫৬ – জুন ১৯৬৭
• এই মিশনের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রথমবার সরাসরি সংঘাতে নিয়োজিত হয়
সূত্র: United Nations Peacekeeping ওয়েবসাইট, দৈনিক কালের কণ্ঠ

0
Updated: 14 hours ago
চীন-জাপান যুদ্ধে জাপান তাইওয়ান দখল করে নিয়েছিল কত সালে?
Created: 1 week ago
A
১৮৯১ সালে
B
১৮৯৫ সালে
C
১৮৯৩ সালে
D
১৮৯৭ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
চীন-জাপান যুদ্ধ
তাইওয়ান
No subjects available.
প্রথম চীন-জাপান যুদ্ধ (First Sino-Japanese War, 1894–1895)
-
সময়কাল: ১ আগস্ট, ১৮৯৪ – ১৭ এপ্রিল, ১৮৯৫
-
প্রতিদ্বন্দ্বী: চীনের কিং রাজবংশ বনাম জাপানের মেইজি সরকার
-
যুদ্ধের স্থান: কোরিয়া, মাঞ্চুরিয়া, তাইওয়ান, হলুদ সাগর
-
মূল কারণ: কোরিয়ার উপর নিয়ন্ত্রণ ও পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার
প্রধান ঘটনা
-
যুদ্ধ ঘোষণা:
-
১ আগস্ট, ১৮৯৪ – জাপান আনুষ্ঠানিকভাবে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
-
-
ফেংদাও নৌযুদ্ধ:
-
২৫ জুলাই, ১৮৯৪ – জাপান চীনের নৌবাহিনীকে পরাজিত করে।
-
-
জাপানের দখল:
-
কোরিয়ার সিওংহ্বান ও পিয়ংইয়ং দখল।
-
মাঞ্চুরিয়ার লিয়াওডং উপদ্বীপ দখল।
-
১৮৯৫ – তাইওয়ান ও পেঙ্ঘু দ্বীপপুঞ্জ দখল।
-
-
যুদ্ধের সমাপ্তি:
-
১৭ এপ্রিল, ১৮৯৫ – শিমোনোসেকি চুক্তি (Treaty of Shimonoseki) স্বাক্ষরিত।
-
চীনের প্রভাব কোরিয়ায় শেষ হয়।
-
জাপান শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত হয়।
-
উৎস: Britannica

0
Updated: 1 week ago
মন্ট্রিল প্রটোকলের কোন সংশোধনীতে HFCs এর উৎপাদন এবং ব্যবহার কমিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়?
Created: 1 week ago
A
লন্ডন সংশোধনী
B
কোপেনহেগেন সংশোধনী
C
কিগালি সংশোধনী
D
বেইজিং সংশোধনী
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
মনট্রিল প্রটোকল
সাম্রাজ্যের পতন
No subjects available.
মন্ট্রিল প্রটোকল (Montreal Protocol)
-
পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer
-
সংজ্ঞা: মন্ট্রিল প্রটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যার মূল লক্ষ্য ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের (ODS – Ozone Depleting Substances) উৎপাদন ও ব্যবহার বন্ধ করা।
-
প্রধান আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
-
চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭
-
কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৮৯
-
চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা
-
চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি
-
চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি
সংশোধনীসমূহ (Amendments)
-
London Amendment – 1990
-
Copenhagen Amendment – 1992
-
Vienna Amendment – 1995
-
Montreal Amendment – 1997
-
Beijing Amendment – 1999
-
Kigali Amendment – 2016
কিগালি সংশোধনী (Kigali Amendment)
-
গৃহীত হয়: ১৫ অক্টোবর, ২০১৬
-
কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০১৯
-
স্থান: কিগালি, রুয়ান্ডা
-
লক্ষ্য:
-
হাইড্রোফ্লুরোকার্বন (HFCs) এর ব্যবহার ধাপে ধাপে হ্রাস করা
-
বৈশ্বিক উষ্ণায়ন কমানো
-
পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া
-
-
ফলাফল: আগামী ৩০ বছরের মধ্যে দেশগুলো HFCs-এর উৎপাদন ও ব্যবহার প্রায় ৮০%–৮৫% পর্যন্ত কমিয়ে আনবে।
উৎস:
i) UNEP (United Nations Environment Programme)
ii) Ozone Secretariat

0
Updated: 1 week ago
কোন সভ্যতায় পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয়?
Created: 1 week ago
A
গ্রিক সভ্যতায়
B
মিশরীয় সভ্যতায়
C
চৈনিক সভ্যতায়
D
সিন্ধু সভ্যতায়
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
সাম্রাজ্যের পতন
সিন্ধু সভ্যতা
No subjects available.
সিন্ধু সভ্যতা
-
সিন্ধু নদের অববাহিকায় গড়ে ওঠায় এই সভ্যতার নামকরণ করা হয়েছে সিন্ধু সভ্যতা।
-
এর সংস্কৃতিকে অনেক সময় হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতি বলা হয়।
-
পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারো এবং পাঞ্জাবের হরপ্পা অঞ্চলে এই সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
-
মহেঞ্জোদারো ও হরপ্পা উভয়ই একই সভ্যতার অংশ।
-
সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হিসেবে বিবেচিত।
পরিমাপ পদ্ধতি
-
সিন্ধু সভ্যতার মানুষরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল।
-
তাদের এই উদ্ভাবনকে প্রাচীন সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অবদান বলা হয়।
-
তারা বিভিন্ন দ্রব্য মাপার জন্য ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত।
-
এছাড়া, দাগ কাটা স্কেল ব্যবহার করে দৈর্ঘ্য পরিমাপ করত।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago