A
গ্রেটা থুনবার্গ
B
মালালা ইউসুফজাই
C
ডেভিড অ্যাটেনবরো
D
লিওনার্দো ডিক্যাপ্রিও
উত্তরের বিবরণ
Fridays For Future
• এটি একটি বিশ্বব্যাপী পরিবেশবাদী আন্দোলন
• সূত্রপাত করেন গ্রেটা থুনবার্গ (Greta Thunberg), সুইডেনের কিশোরী পরিবেশকর্মী
• ২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে গ্রেটা স্কুলে না গিয়ে সুইডিশ পার্লামেন্টের সামনে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক অবস্থান কর্মসূচি শুরু করেন
• তার ব্যতিক্রমী উদ্যোগ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং অন্যান্য শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন
• আন্দোলনের ফলে এটি বৈশ্বিক পরিবেশবাদী আন্দোলনে রূপ নেয়
• মূল উদ্দেশ্য: সরকারগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করা
• এভাবেই ‘Fridays For Future’ আন্দোলনের সূচনা হয় এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে
সূত্র: Fridays For Future ওয়েবসাইট, দৈনিক প্রথম আলো

0
Updated: 15 hours ago
কার উদ্যোগে ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনের সূত্রপাত ঘটে?
Created: 1 week ago
A
ভলতেয়ার
B
লীনা মরগান
C
গ্রেটা থুনবার্গ
D
গ্রেটা থুনবার্গ
প্রকৃতি: জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলন
উদ্ভব: স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে
সূত্রপাত: ২০১৮ সালের আগস্ট, সুইডেনে
প্রধান নেতা: গ্রেটা থুনবার্গ
মূল কার্যক্রম: স্কুল শিক্ষার্থীরা শুক্রবার স্কুলে না গিয়ে রাজপথে নেমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায়
তথ্যসূত্র: Fridays for Future Movement ওয়েবসাইট

0
Updated: 1 week ago