A
উপসাগরীয় যুদ্ধ
B
ছয় দিনের যুদ্ধ
C
ইরাক–ইরান যুদ্ধ
D
আফগান যুদ্ধ
উত্তরের বিবরণ
শাত-ইল-আরব (Shatt al-Arab)
• অবস্থান: পারস্য উপসাগরে
• এই জলপথের অধিকারকে কেন্দ্র করেই মূলত ইরাক-ইরান বিরোধ শুরু হয়
• বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে
• ১৯৮০–১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক-ইরান যুদ্ধ হয়
• পূর্বে, বিরোধ মীমাংসার জন্য ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়
• চুক্তিতে স্বাক্ষরকারীরা ছিলেন: ইরানের পক্ষে রেজা শাহ পাহলভী এবং ইরাকের পক্ষে সাদ্দাম হোসেন
• চুক্তি স্বাক্ষরের পাঁচ বছরের মাথায় দেশ দুটি শাত-ইল-আরবকে কেন্দ্র করে যুদ্ধ শুরু করে
• চুক্তির বিষয়বস্তু ছিল: শাত-ইল-আরবসহ বিরোধপূর্ণ সীমানা নিয়ে মীমাংসা
সূত্র: Britannica

0
Updated: 15 hours ago
ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কী?
Created: 3 months ago
A
UNIMOG
B
UNGOMAP
C
UNFICP
D
UNIIMOG
ইরান-ইরাক যুদ্ধ
-
ইরান-ইরাক যুদ্ধ শুরু হয় ২২ সেপ্টেম্বর, ১৯৮০ সালে।
-
এই যুদ্ধ চলে প্রায় আট বছর, শেষ হয় ২০ আগস্ট, ১৯৮৮ সালে।
-
যুদ্ধটি শেষ হয় জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে।
UNIIMOG
-
UNIIMOG-এর পূর্ণরূপ: United Nations Iran-Iraq Military Observer Group।
-
এটি ছিল জাতিসংঘ কর্তৃক গঠিত একটি সামরিক পর্যবেক্ষক দল, যার কাজ ছিল ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধবিরতির তদারকি করা।
-
১৯৮৮ সালে যুদ্ধ বন্ধের পর জাতিসংঘ এই মিশনটি শুরু করে।
বাংলাদেশের অংশগ্রহণ
-
বাংলাদেশ প্রথমবারের মতো ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে।
-
ওই বছর বাংলাদেশ দুটি শান্তিরক্ষা মিশনে অংশ নেয়—একটি ছিল ইরান-ইরাক মিশন (UNIIMOG), অন্যটি নামিবিয়া মিশন (UNTAG)।
-
UNIIMOG মিশনে বাংলাদেশ ১৫ সদস্যের একটি দল প্রেরণের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ শুরু করে।
উৎস: UN Peacekeeping ওয়েবসাইট

0
Updated: 3 months ago