A
গ্রিন হেলমেট
B
হোয়াইট হেলমেট
C
ব্লু হেলমেট
D
রেড হেলমেট
উত্তরের বিবরণ
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (UN Peacekeeping Force)
• জাতিসংঘ শান্তিরক্ষীরা তাদের স্বতন্ত্র নীল হেলমেট বা বেরেট এর জন্য “Blue Helmet” নামে পরিচিত
• ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হলে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়
• বর্তমান সদস্য রাষ্ট্র: ১৯৩টি [আগস্ট ২০২৫ পর্যন্ত]
• জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম শুরু হয় ১৯৪৮ সালে
• আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয় ২৯ মে
• জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নোবেল শান্তি পুরস্কার লাভ করে ১৯৮৮ সালে
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট

0
Updated: 15 hours ago
জাতিসংঘ দিবস (UN Day) প্রতি বছর কোন তারিখে পালিত হয়?
Created: 14 hours ago
A
২৬ জুন
B
১০ ডিসেম্বর
C
২৪ অক্টোবর
D
১ জানুয়ারি
জাতিসংঘ (United Nations)
• প্রতিষ্ঠা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর, ৫১টি রাষ্ট্রের মাধ্যমে
• প্রতি বছর ২৪ অক্টোবর পালিত হয় জাতিসংঘ দিবস
• জাতিসংঘ হলো একটি রাজনৈতিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থা
• সদস্যপদ: ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র থেকে বর্তমান ১৯৩টি রাষ্ট্র
• সদস্যপদ প্রাপ্তি: নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদের সিদ্ধান্তের মাধ্যমে
• বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস (পর্তুগালের নাগরিক), দায়িত্বভার গ্রহণ ১ জানুয়ারি, ২০১৭
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট

0
Updated: 14 hours ago
জাতিসংঘ সনদের রচয়িতা কে?
Created: 14 hours ago
A
লর্ড হ্যালিফ্যাক্স
B
আর্চিবল্ড ম্যাকলিশ
C
জন ডি. রকফেলার জুনিয়র
D
নেলসন রকফেলার
জাতিসংঘ সনদ (UN Charter)
• রচয়িতা: আর্চিবল্ড ম্যাকলিশ (Archibald Macleish)
• অনুচ্ছেদ সংখ্যা: মোট ১১১টি
• সংশোধনের ধারা: ধারা ১০৮ অনুযায়ী
-
সংশোধনী প্রথমে সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে
-
এরপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্রে অনুমোদন প্রয়োজন
প্রধান তারিখ:
• স্বাক্ষরিত: ২৬ জুন, ১৯৪৫
• কার্যকরী: ২৪ অক্টোবর, ১৯৪৫
• প্রতি বছর জাতিসংঘ দিবস পালন: ২৪ অক্টোবর
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট

0
Updated: 14 hours ago
সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহণ করে?
Created: 2 months ago
A
২০
B
২৩
C
২১
D
২২
চিহ্নিত উত্তরটি ভুল
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল।
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।
উল্লেখ্য,
- ১৩তম আসর ভারতের মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার।
- উদ্বোধন ও ফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে।
উৎস: ICC Cricket ওয়েবসাইট

0
Updated: 2 months ago