A
স্পার্টা
B
করিন্থ
C
এথেন্স
D
থিবস
উত্তরের বিবরণ
গণতন্ত্রের সূচনা
• খ্রিস্টপূর্ব ৫০৮ অব্দে এথেন্সে বিশ্বের প্রথম গণতান্ত্রিক শাসনব্যবস্থার সূচনা হয়
• এটি ছিল প্রত্যক্ষ গণতন্ত্র, যেখানে নাগরিকরা সরাসরি শাসনকার্যে অংশ নিত
• 'গণতন্ত্র' শব্দটি ইংরেজি Democracy থেকে এসেছে
• গ্রিক শব্দ Demos অর্থ জনগণ এবং Kritos অর্থ শাসনক্ষমতা বা কর্তৃত্ব
• ব্যুৎপত্তিগতভাবে গণতন্ত্র মানে হলো জনগণের শাসন
• খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সলোন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন
• প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে
• গ্রিক সভ্যতার এথেন্স নগররাষ্ট্র তখন গণতান্ত্রিক ও প্রগতিশীলতার ধারক ছিল
• এথেন্সকে সাধারণত গণতন্ত্রের জন্মস্থান হিসাবে বিবেচনা করা হয়
সূত্র: Britannica, কালের কণ্ঠ

0
Updated: 15 hours ago