A
আর্মেনিয়া
B
মলদোভা
C
বেলারুশ
D
আজারবাইজান
উত্তরের বিবরণ
ট্রান্সডনিস্ট্রিয়া (Transdniestria)
• আন্তর্জাতিকভাবে মলদোভার অংশ হিসেবে স্বীকৃত একটি বিচ্ছিন্ন অঞ্চল
• মলদোভা-ইউক্রেন সীমান্তে, নিস্টার নদীর পূর্বতীরে অবস্থিত
• এটি মলদোভার একটি বিচ্ছিন্নতাবাদী ছিটমহল
• ইতিহাসে অটোমান সাম্রাজ্য, রাশিয়া, ইউক্রেন এবং সোভিয়েত ইউনিয়নের অধীনে শাসিত হয়েছে
• প্রধান শহর: তিরাসপোল
• মোট আয়তন: প্রায় ৩,৫০০ বর্গকিলোমিটার
• ১৯৯৫ সালে মলদোভা সরকারের সঙ্গে বিরোধের কারণে এখানে ১,৫০০ রুশ শান্তিরক্ষী মোতায়েন করা হয়, যারা এখনো সক্রিয়
সূত্র: Britannica, History.com

0
Updated: 15 hours ago