A
বিরল খনিজের তালিকা
B
বিপন্ন ভাষার তালিকা
C
পরিবেশ দূষণকারী দেশের তালিকা
D
বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা
উত্তরের বিবরণ
IUCN (International Union for the Conservation of Nature)
-
IUCN হলো একটি আন্তর্জাতিক সংগঠন, যা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য কাজ করে।
-
প্রতিষ্ঠিত হয় ৫ অক্টোবর, ১৯৪৮ সালে, ফ্রান্সের ফন্টেনব্লিউ শহরে।
-
সদর দপ্তর অবস্থিত গ্লান্ড, সুইজারল্যান্ডে।
-
বর্তমানে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ IUCN-এর কার্যক্রমে যুক্ত।
-
১৯৭৮ সালে, রাশিয়ার আশখাবাদে IUCN-এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়।
IUCN Red List
-
এটি একটি বৈজ্ঞানিকভাবে প্রস্তুতকৃত আন্তর্জাতিক তালিকা।
-
তালিকায় পৃথিবীর বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বিলুপ্তির ঝুঁকি মূল্যায়ন করে শ্রেণিবদ্ধ করা হয়।
সূত্র: IUCN অফিসিয়াল ওয়েবসাইট [লিংক]

0
Updated: 15 hours ago