A
পানামা
B
কিউবা
C
হাইতি
D
পেরু
উত্তরের বিবরণ
গুয়ানতানামো বে (Guantanamo Bay)
-
গুয়ানতানামো বে হলো কিউবার দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি মার্কিন নৌ ঘাঁটি।
-
কিউবা সরকারের কাছ থেকে ১৯০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এটি ভাড়া নেয়।
-
২০০২ সাল থেকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে অভিযুক্ত বন্দিদের এখানে রাখা শুরু হয়।
-
বন্দীদের মধ্যে মূলত আফগানিস্তান, ইরাক, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা ব্যক্তিরা ছিলেন।
-
আজ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নৌ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।
সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো।

0
Updated: 17 hours ago
দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিটি কোন মহাসাগরে অবস্থিত?
Created: 11 hours ago
A
আটলান্টিক মহাসাগর
B
প্রশান্ত মহাসাগর
C
ভারত মহাসাগর
D
আর্কটিক মহাসাগর
দিয়েগো গার্সিয়া
-
দিয়েগো গার্সিয়া দ্বীপ ভারত মহাসাগরের মাঝখানে চাগোস দ্বীপপুঞ্জের একটি অংশ।
-
এটি ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চলের (BIOT) অন্তর্ভুক্ত।
-
মার্কিন সামরিক ঘাঁটির জন্য ব্যবহৃত হয়।
-
১৭৯০ সালে ফরাসিরা এখানে প্রথম বসতি স্থাপন করে।
-
১৮১৪ সালে নেপোলিয়নিক যুদ্ধের পর প্যারিস ট্রিটি অনুযায়ী ফ্রান্স দ্বীপটি ব্রিটিশদের কাছে হস্তান্তর করে।
-
চাগোস দ্বীপপুঞ্জের অন্যান্য দ্বীপগুলোর মতো দিয়েগো গার্সিয়া এক সময় মরিশাসের অংশ ছিল।
গুরুত্বপূর্ণ দ্বীপসমূহ:
-
প্রশান্ত মহাসাগর: পাপুয়া নিউ গিনি, হাওয়াই, নিউজিল্যান্ড, ফিলিপাইন, পালাউ, নাউরু, তাহিতি, ফিজি, সলোমান দ্বীপপুঞ্জ ইত্যাদি।
-
আটলান্টিক মহাসাগর: যুক্তরাজ্য, বাহামা, বারমুডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জ্যামাইকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, কিউবা ইত্যাদি।
-
ভারত মহাসাগর: মাদাগাস্কার, সেইসিলিশ, মরিশাস, দিয়েগো গার্সিয়া, মালদ্বীপ, আন্দামান ও নিকোবর ইত্যাদি।
সূত্র: Britannica

0
Updated: 11 hours ago
রাফাল (Rafale) যুদ্ধবিমান কোন দেশের তৈরী?
Created: 3 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
ভারত
D
চীন
উৎপাদক ও তথ্য:
-
কোম্পানি: ড্যাসল্ট অ্যাভিয়েশন (Dassault Aviation)
-
প্রথম উড্ডয়ন: ১৯৮৬
-
ফরাসি বিমান বাহিনীতে প্রবর্তন: ২০০৬
-
ফরাসি নৌবাহিনীতে প্রবর্তন: ২০০৪
-
ধরণ: Omnirole / মাল্টিরোল ফাইটার
-
প্রধান ব্যবহার: এয়ার সুপারিওরিটি, আকাশ প্রতিরক্ষা, নিকটবর্তী ও দূরপাল্লার আক্রমণ, গোয়েন্দাগিরি, নৌযান বিধ্বংসী অপারেশন, পারমাণবিক প্রতিরক্ষা
ভারতের সাথে সম্পর্ক:
-
২০২৫ সালের মে মাসে ভারত রাফাল বিমান ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ চালায়
-
ভারত বর্তমানে ৩৬টি রাফাল বিমান পরিচালনা করছে
-
ফ্রান্স থেকে আরও ২৬টি বিমান কেনার চুক্তি সম্পন্ন হয়েছে
প্রাসঙ্গিক বিষয়: আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রযুক্তি / সামরিক বিমান প্রযুক্তি
উৎস: ড্যাসল্ট অ্যাভিয়েশন

0
Updated: 3 weeks ago
শতবর্ষ যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়েছিল?
Created: 17 hours ago
A
ইংল্যান্ড ও স্পেন
B
ফ্রান্স ও যুক্তরাষ্ট্র
C
ইংল্যান্ড ও ফ্রান্স
D
যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড
শতবর্ষ যুদ্ধ (Hundred Years' War)
-
ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সংঘটিত একটি দীর্ঘকালীন যুদ্ধ।
-
সময়কাল: ১৩৩৭–১৪৫৩ সাল।
-
ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড ফ্রান্সের সিংহাসনের দাবিতে যুদ্ধ শুরু করেন।
-
ফ্রান্সের পক্ষ থেকে জোয়ান অব আর্ক একজন গুরুত্বপূর্ণ সেনাপতি হিসেবে নেতৃত্ব দেন।
-
দীর্ঘ যুদ্ধের পর ফ্রান্স বিজয়ী হয়।
সূত্র: Britannica

0
Updated: 17 hours ago