A
ননদ
B
তেজস্বিনী
C
জেলেনি
D
দাদি
উত্তরের বিবরণ
সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের:
- পত্নীবাচক,
- অপত্নীবাচক।
পত্নীবাচক:
স্বামী-স্ত্রী সম্পর্ক বোঝালে পত্নীবাচক হয়।
যেমন: পিতা - মাতা, চাচা - চাচি, দাদা - দাদি, জেলে - জেলেনি, গুরু - গুরুপত্নী, নন্দাই - ননদ ইত্যাদি।
অপত্নীবাচক:
স্বামী-স্ত্রী সম্পর্ক না বোঝালে অপত্নীবাচক হয়।
যেমন:
খোকা - খুকি, ছাত্র - ছাত্রী, শিক্ষক - শিক্ষিকা, নেতা - নেত্রী, পাগল - পাগলি, তেজস্ব - তেজস্বিনী, বালক - বালিকা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।

0
Updated: 19 hours ago
নিচের কোনটি পারিভাষিক শব্দ?
Created: 2 days ago
A
মন্ত্রিপরিষদ
B
টপর
C
গাছ
D
বালতি
মন্ত্রিপরিষদ একটি পারিভাষিক শব্দ। মন্ত্রিপরিষদ - Cabinet

0
Updated: 2 days ago
বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন–
Created: 1 week ago
A
দেবেন্দ্রনাথ ঠাকুর
B
অক্ষয়কুমার দত্ত
C
রাজা রামমোহন রায়
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা গদ্যে প্রথমবার বিরাম চিহ্নের সুষ্ঠু ও নিয়মিত ব্যবহার করেন অক্ষয়কুমার দত্ত।
তিনি “সম্বাদ প্রভাকর” ও অন্যান্য লেখায় গদ্যের যুক্তি ও সৌন্দর্য বৃদ্ধির জন্য কমা, দাঁড়ি, সেমিকোলন ইত্যাদি বিরামচিহ্ন ব্যবহার শুরু করেন।
যদিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যকে দৃঢ় ভিত্তি দেন, তবুও বিরামচিহ্ন ব্যবহারের ক্ষেত্রে কৃতিত্ব প্রধানত অক্ষয়কুমার দত্তের।

0
Updated: 1 week ago
যেসব বাক্যে ভাবসাদৃশ্য আছে তাদের মধ্যে কোন বিরামচিহ্ন বসে?
Created: 19 hours ago
A
সেমিকোলন
B
হাইফেন
C
কোলন
D
ড্যাশ
বিরাম চিহ্ন
লেখার সময় বাক্যের মধ্যে বিরতি বা ছেদ দেখানোর জন্য কিছু বিশেষ সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এধরনের চিহ্নগুলোকে বিরতি চিহ্ন, যতি চিহ্ন, ছেদ চিহ্ন বা ভাষা চিহ্ন বলা হয়।
সেমিকোলনের (;) ব্যবহার
-
স্বাধীন বাক্য সংযুক্ত করতে:
-
একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝে সেমিকোলন ব্যবহার করা হয়।
-
উদাহরণ: তিনি শুধু তামাশা দেখিতেছিলেন; কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
-
-
সমজাতীয় বাক্য বা বক্তব্য স্পষ্ট করতে:
-
সমজাতীয় বাক্য পাশাপাশি প্রতিস্থাপন করলে সেমিকোলন বসানো হয়।
-
উদাহরণ: বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নব মানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন; শতাব্দীর নব যাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না; জীব হইয়াও জড়; যাহারা অটল সংস্কারের পাষাণ-সস্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে।
-
-
যোগক শব্দ ছাড়া সংযুক্ত বাক্যে:
-
দুটি বা ত্রি-বচন যুক্ত না হলে সেমিকোলন ব্যবহার হয়।
-
উদাহরণ: আগে পাঠ্যবই পড়; পরে গল্প-উপন্যাস।
-
-
তালিকা বা নাম-পদ উল্লেখে:
-
একাধিক ব্যক্তির নাম ও পদ উল্লেখ থাকলে বোঝার সুবিধার জন্য সেমিকোলন বসানো হয়।
-
উদাহরণ: এবারের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদে যাঁরা রয়েছেন তাঁরা হলেন: আকবরউদ্দিন আহমদ, সভাপতি; আফসার রায়হান, সাধারণ সম্পাদক; চিত্ত বড়ুয়া, প্রচার সম্পাদক; এন্ড্রু গোমেজ, সংস্কৃতি সম্পাদক; ইত্যাদি।
-
-
যোজক শব্দের আগে:
-
সেজন্যে, তবু, তথাপি, সুতরাং ইত্যাদি যোজক বৈপরীত্য বা অনুমান প্রকাশ করলে তাদের আগে সেমিকোলন বসে।
-
উদাহরণ: সে ফেল করেছে; সেজন্যে সে মুখ দেখায় না। মনোযোগ দিয়ে পড়; তাহলেই পাশ করবে।
-
-
ভাবসাদৃশ্যযুক্ত বাক্যে:
-
যেসব বাক্যে ভাবসাদৃশ্য আছে তাদের মধ্যে সেমিকোলন বসানো হয়।
-
উদাহরণ: দিনটা ভালো নয়; মাঝে মাঝে বৃষ্টি পড়ছে।
-
-
বিতর্কিত বা ছোটো অংশ নির্দেশ করতে:
-
ছোটো ছোটো বিতর্কিত অংশের জন্যও সেমিকোলন ব্যবহার করা হয়।
-
উদাহরণ: মেয়েটি, যে প্রথম হয়েছে, একটি পুরস্কার পেয়েছে; এবার আশা করা যায়, সে আরও ভালো করবে।
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 19 hours ago