ওয়ারশ চুক্তি (Warsaw Pact) কোন দেশের নেতৃত্বে গঠিত হয়েছিল?
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
সোভিয়েত ইউনিয়ন
D
কোনটি নয়
উত্তরের বিবরণ
ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact)
-
পূর্ণ নাম: Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
-
এটি একটি প্রতিরক্ষা ও সামরিক চুক্তি, সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত।
-
জোটে ছিলেন পূর্ব ইউরোপের ৮টি দেশ।
-
মূলত এটি ন্যাটো (NATO)-র বিকল্প সামরিক জোট হিসেবে তৈরি হয়।
-
স্বাক্ষরিত হয় ১৪ মে, ১৯৫৫ সালে।
-
চুক্তির নামকরণ করা হয় পোল্যান্ডের রাজধানী ওয়ারশ শহরের নামে।
-
১ জুলাই, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির সাথে সাথে এই জোটও বিলুপ্ত হয়।
সূত্র: Britannica
0
Updated: 1 month ago
তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
Created: 5 months ago
A
১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর
B
১৯৬৫ সালের ১০ সেপ্টেম্বর
C
১৯৬৬ সালের ১০ জানুয়ারি
D
১৯৬৭ সালের ৩০ জানুয়ারি
তাসখন্দ চুক্তি (১৯৬৬)
-
১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ সমাপ্তির পথ তৈরি করে তাসখন্দ চুক্তি।
-
চুক্তিটি স্বাক্ষরিত হয় ১০ জানুয়ারি ১৯৬৬ সালে।
-
এই চুক্তির পক্ষ ছিল ভারত ও পাকিস্তান।
-
ভারতের হয়ে স্বাক্ষর করেন তখনকার প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, এবং পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি আইয়ুব খান।
-
মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী নিকলাই কোসিগিন।
-
চুক্তির মূল উদ্দেশ্য ছিল কাশ্মীর সমস্যার কারণে উদ্ভূত যুদ্ধ বন্ধ করে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা।
উৎস: Britannica
0
Updated: 5 months ago
ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি কবে সম্পাদিত হয়?
Created: 1 month ago
A
১৯৬০
B
১৯৬৬
C
১৯৭৪
D
১৯৭৫
সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে পানিসম্পদ বণ্টনের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমঝোতা, যা ১৯৬০ সালে সম্পাদিত হয়। এই চুক্তি মূলত উজান থেকে নেমে আসা নদীগুলোর পানির ব্যবহারকে নির্দিষ্ট নিয়মে ভাগ করে দেয়। নিচে এর প্রধান বিষয়গুলো তুলে ধরা হলো:
-
চুক্তির নাম: সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি (Indus Waters Treaty)
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১৯ সেপ্টেম্বর, ১৯৬০
-
চুক্তি স্বাক্ষরের স্থান: করাচি, পাকিস্তান
-
মধ্যস্থতাকারী: বিশ্বব্যাংক (World Bank)
-
চুক্তি স্বাক্ষরকারী: ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব খান
-
এই চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার ছয়টি নদী দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
-
ভারতকে দেওয়া হয় তিনটি পূর্বাঞ্চলীয় নদীর নিয়ন্ত্রণ: ইরাবতী (Ravi), বিপাশা (Beas), এবং শতদ্রু (Sutlej)।
-
পাকিস্তানকে দেওয়া হয় তিনটি পশ্চিমাঞ্চলীয় নদীর নিয়ন্ত্রণ: সিন্ধু (Indus), ঝিলম (Jhelum), এবং চেনাব (Chenab)।
-
পশ্চিমাঞ্চলীয় নদীগুলো পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো পাকিস্তানে মোট পানির প্রায় ৮০% সরবরাহ করে।
-
চুক্তি অনুযায়ী পাকিস্তান পায় প্রায় ৭০% পানি, আর ভারত পায় প্রায় ৩০% পানি।
-
চুক্তিটি একতরফাভাবে স্থগিত বা বাতিল করার সুযোগ নেই। বরং এতে বিরোধ নিষ্পত্তির সুস্পষ্ট ব্যবস্থা রাখা হয়েছে।
0
Updated: 1 month ago
যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?
Created: 2 months ago
A
জুন ২০০১
B
জুন ২০০০
C
জুন ২০০২
D
জুন ২০০৩
মার্কিন যুক্তরাষ্ট্রের ABM চুক্তি থেকে প্রত্যাহার
যুক্তরাষ্ট্র জুন ২০০২ সালে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে।
ABM Treaty (Anti-Ballistic Missile Treaty) সংক্রান্ত মূল তথ্য:
-
পূর্ণরূপ: Anti-Ballistic Missile Treaty।
-
ধরন: ক্ষেপণাস্ত্র সীমিতকরণের দ্বিপাক্ষিক চুক্তি।
-
সংশ্লিষ্ট দেশ: যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন।
-
বিকল্প নাম: Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems।
-
চুক্তি স্বাক্ষর: ২৬ মে, ১৯৭২, মস্কো, রাশিয়া।
-
চুক্তি কার্যকর: ৩ অক্টোবর, ১৯৭২।
-
মূল উদ্দেশ্য: দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
-
চুক্তি বাতিলের তারিখ: ১৩ জুন, ২০০২।
সংক্ষিপ্ত বিবরণ:
-
১৩ ডিসেম্বর, ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়।
-
ছয় মাস পরে, জুন ২০০২-এ এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং চুক্তি বাতিল ঘোষণা করা হয়।
উৎস: Arms Control Association ওয়েবসাইট
0
Updated: 2 months ago