A
আকাশ
B
পাখি
C
উট
D
পর্বত
উত্তরের বিবরণ

0
Updated: 19 hours ago
বাংলা স্বরবর্ণের ‘কার’ চিহ্ন কয়টি?
Created: 3 weeks ago
A
৮টি
B
১০টি
C
৪টি
D
৬টি
স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ
-
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ: কার
-
স্বরবর্ণে কার আছে ১০টি
-
'অ' স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই → তাই 'অ' একটি নিলীন বর্ণ
-
-
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ: ফলা
-
ব্যঞ্জনবর্ণে ফলা আছে মোট ৬টি
-
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি গুরুচণ্ডালী দোষমুক্ত?
Created: 1 week ago
A
মড়া দাহ
B
শব পোড়া
C
শবদাহ
D
শবমড়া
বাখ্যা:
গুরুচণ্ডালী দোষ ঘটে তখন, যখন তৎসম শব্দ ও দেশীয় শব্দ একত্রে ব্যবহার করা হয়। এতে শব্দশুদ্ধতার ব্যাঘাত ঘটে।
উদাহরণ:
-
শবদাহ → বিশুদ্ধ (তৎসম শব্দের সঙ্গে তৎসম শব্দ)
-
শবপোড়া → দোষযুক্ত (তৎসম “শব” + দেশীয় “পোড়া”)
-
মড়াপোড়া → বিশুদ্ধ (দেশীয় শব্দের সঙ্গে দেশীয় শব্দ)
-
মড়াদাহ → দোষযুক্ত (দেশীয় “মড়া” + তৎসম “দাহ”)
অতএব, শবদাহ গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ, কারণ এটি কেবল তৎসম শব্দ দ্বারা গঠিত।

0
Updated: 1 week ago
ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
Created: 6 days ago
A
আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
B
একদা ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
C
চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
D
প্রভাতে উঠিল রবি লোহিত বরণ
যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে৷ ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমীও বলা হয়ে থাকে৷ যেমন - সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়, হাসিতে মুক্তা ঝরে, জলে কুমির, ডাঙায় বাঘ৷

0
Updated: 6 days ago