'লাটাই' কোন ভাষার শব্দ?
A
সংস্কৃত
B
দেশি
C
হিন্দি
D
তুর্কি
উত্তরের বিবরণ
• দেশি শব্দ:
বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়।
উদাহরণ: কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• লাটাই (বিশেষ্য পদ),
- এটি দেশি ভাষার শব্দ।
অর্থ: তাঁত বোনার বা ঘুড়ির সুতা জড়ানোর কাটিম, নাটাই।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
0
Updated: 1 month ago
'ত্বরিত' এর বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অগ্রাহ্য
B
জলদি
C
শ্লথ
D
বিরত
ত্বরিত শব্দের বিপরীত হলো শ্লথ।
গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
-
গ্রহণ = বর্জন
-
গ্রাহ্য = অগ্রাহ্য
-
অনুরক্ত = বিরক্ত
-
অনুমেয় = অননুমেয়
-
নিয়ত = বিরত
-
প্রবিষ্ট = প্রস্থিত
উৎস:
0
Updated: 1 month ago
মানুষের ভাষা কীসের সাহায্যে সৃষ্টি হয়?
Created: 1 month ago
A
ইঙ্গিতের সাহায্যে
B
ঠোঁটের সাহায্যে
C
কণ্ঠের সাহায্যে
D
বাগযন্ত্রের সাহায্যে
ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগযন্ত্র বলে। মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগযন্ত্রের অন্তর্ভুক্ত।
0
Updated: 1 month ago
'উপসর্গ' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Created: 1 month ago
A
অর্থতত্ত্ব
B
বাক্যতত্ত্ব
C
ধ্বনিতত্ত্ব
D
রূপতত্ত্ব
রূপতত্ত্ব ভাষার এমন একটি শাখা যেখানে শব্দের ক্ষুদ্রতম অর্থবোধক অংশ ও তার গঠনপ্রক্রিয়া বিশ্লেষণ করা হয়। শব্দ রূপ দ্বারা গঠিত, তাই শব্দতত্ত্বকেও রূপতত্ত্ব বলা হয়ে থাকে।
-
রূপ হলো এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলন।
-
রূপের সমন্বয়ে শব্দ তৈরি হয়।
-
রূপতত্ত্বে মূলত শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
-
এ আলোচনায় অন্তর্ভুক্ত হয়: শব্দ, দ্বিরুক্ত শব্দ, বচন, সমাস, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, পদ-প্রকরণ, অনুজ্ঞা, ক্রিয়ার কাল, পুরুষ, লিঙ্গ, বচন, ধাতু ইত্যাদি।
-
রূপতত্ত্বে বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।
0
Updated: 1 month ago