A
কাঁচকলা
B
চালাকচতুর
C
দুঃশাসন
D
মহাত্মা
উত্তরের বিবরণ
• দুটি বিশেষণ পদে গঠিত কর্মধারয় সমাসের উদাহরণ: চালাকচতুর।
--------------------
• কর্মধারয় সমাস:
বিশেষ্য ও বিশেষণ পদে বা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রধানরূপে প্রাধান্য পায় তাকে 'কর্মধারয়' সমাস বলে। কর্মধারয় সমাসে সাধারণত বিশেষণ পদ আগে বসে।
যেমন:
- ফুলের মতো কুমারী = ফুলকুমারী,
- নীল যে পদ্ম = নীলপদ্ম।
সমাসবদ্ধ শব্দে বিশেষ্য ও বিশেষণের অবস্থানগত পার্থক্য নির্দেশ করে কিছু উদাহরণ:
(বিশেষণ+ বিশেষ্য):
কাঁচা যে কলা = কাঁচকলা;
দুঃ যে শাসন = দুঃশাসন;
মহৎ যে আত্মা = মহাত্মা।
(বিশেষণ+ বিশেষণ):
যে চালাক সেই চতুর = চালাকচতুর,
যা কাঁচা তা-ই মিঠা = কাঁচামিঠা (কাঁচামিঠে)।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 19 hours ago
'উদর সম্পর্কিত' এক কথায় কী বলে?
Created: 3 days ago
A
ঔদনিক
B
ঔদ্ধারিক
C
ঔদবাহিক
D
ঔদরিক
ঔদরিক
-
প্রকার: বিশেষণ পদ
-
অর্থ: উদর-সম্বন্ধীয়, উদরসর্বস্ব, উদরপরায়ণ, পেটুক
-
উদাহরণ: ‘উদর সম্পর্কিত’ বিষয়কে এক কথায় বলা যায় ঔদরিক।
অন্যান্য সংশ্লিষ্ট শব্দ:
-
ঔদনিক: পাচক; সূপকার
-
ঔদবাহিক: বিবাহসংক্রান্ত, বৈবাহিকসূত্রে প্রাপ্ত
-
ঔদ্ধারিক: উদ্ধারবিষয়ক, ঋণ পরিশোধসংক্রান্ত
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 3 days ago
‘যতই পরিশ্রম করবে ততই ফল পাবে”
Created: 1 week ago
A
জটিল বাক্য
B
নির্দেশক বাক্য
C
সরল বাক্য
D
যৌগিক বাক্য
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্রবাক্য বলেঃ 'যতই করিবে দান, তত যাবে বেড়ে'।

0
Updated: 1 week ago
নিচের কোনটি পারিভাষিক শব্দ?
Created: 2 days ago
A
ডাব
B
সচিব
C
কুচ্ছিত
D
বালতি
উপরোক্ত চারটি অপশনের মধ্যে "সচিব" পারিভাষিক শব্দ। secretary - সচিব

0
Updated: 2 days ago