'গান দিয়ে মনটাকে আনন্দে ভরিয়ে রাখতো সে।' বাক্যটিতে 'দিয়ে' হলো-
A
উপসর্গ
B
প্রত্যয়
C
ধাতু
D
অনুসর্গ
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
'আকাশে বেড়ায় যে' এর এক কথায় প্রকাশ -
Created: 3 weeks ago
A
ক্রন্দসী
B
খেচর
C
সুরম্য
D
আরোহী
'আকাশে বেড়ায় যে' এর এক কথায় প্রকাশ হলো আকাশচারী বা খেচর। এই শব্দ দ্বারা সেই সমস্ত প্রাণী বা বস্তুকে বোঝানো হয়, যারা আকাশে বিচরণ করে বা উড়তে সক্ষম।
অন্যদিকে—
-
আরোহণ করে যে — আরোহী
-
অতিশয় রমণীয় — সুরম্য
-
আকাশ ও পৃথিবী — ক্রন্দসী
0
Updated: 3 weeks ago
'ঘাড়ের ভূত নামানো' প্রবাদটি কী অর্থে ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
নিজেকে সংশ্লিষ্ট না করা
B
দুর্বুদ্ধি ত্যাগ করা
C
অপ্রাসঙ্গিক কাজ করা
D
কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি
'ঘাড়ের ভূত নামানো' প্রবাদের অর্থ হলো দুর্বুদ্ধি ত্যাগ করা। এর alongside আরও কিছু প্রবাদ রয়েছে যেগুলোর অর্থ ভিন্ন।
-
কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি কুলো: নিজেকে সংশ্লিষ্ট না করা
-
ধান ভানতে শিবের-গীত্র / ধেনো হাটে ওল নামানো: অপ্রাসঙ্গিক কাজ করা
-
ধারে না হলে ভারে কাটে: কোনো না কোনোভাবে কার্যসিদ্ধি
উৎস:
0
Updated: 1 month ago
‘পুত্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
তপন
B
তনয়
C
আত্মজা
D
শোভন
পুত্র শব্দের প্রতিশব্দ হলো তনয়।
পুত্র এর অন্যান্য প্রতিশব্দ:
-
ছেলে
-
আত্মজ
-
নন্দন
-
দুলাল
-
সুত
-
তনয়
-
খোকা
-
কুমার
অন্যান্য শব্দ ও তাদের প্রতিশব্দ:
-
কন্যা = আত্মজা
-
সূর্য = তপন
-
সুন্দর = শোভন
উৎস:
0
Updated: 1 month ago