A
মৃদ + ময় = মৃন্ময়
B
মৃন + ময় = মৃন্ময়
C
মৃত + ময় = মৃন্ময়
D
মৃৎ + ময় = মৃন্ময়
উত্তরের বিবরণ
• ব্যঞ্জন সন্ধির নিয়ম:
আগে ৎ বা দ্ এবং পরে ন/ম্ থাকলে ৎ বা দ্ স্থানে ন্ হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে ন্ন কিংবা ম-এর সঙ্গে মিলে ন্ম হয়। কিন্তু, ৎ/দ্-এর পর ল্ থাকলে ৎ/দ্ সন্ধিতে ল্ হয় এবং ল্ পরের ল-এর সঙ্গে মিলে ল্ল হয়।
যেমন:
- উৎ + নতি = উন্নতি,
- তদ্ + নিমিত্ত = তন্নিমিত্ত,
- মৃৎ + ময় = মৃন্ময়,
- তদ্ + মধ্যে = তন্মধ্যে,
- উৎ + লিখিত = উল্লিখিত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 19 hours ago
ভাষার কয়টি মৌলিক অংশ থাকে?
Created: 2 months ago
A
২
B
৩
C
৪
D
কোনটিই নয়
ভাষা একটি সংগঠিত পদ্ধতি যা মূলত চারটি মৌলিক উপাদানে গঠিত:
১. ধ্বনি (Phonology) – শব্দের ধ্বনিগত গঠন।
২. অর্থ (Semantics) – শব্দ বা বাক্যের অর্থ।
৩. ব্যাকরণ (Grammar/Syntax) – শব্দের সঠিক বিন্যাস ও গঠন।
৪. প্রয়োগ (Pragmatics) – বাক্য বা ভাষার ব্যবহারিক দিক ও প্রাসঙ্গিকতা।
এই উপাদানগুলো মিলেই একটি ভাষাকে পূর্ণতা প্রদান করে।

0
Updated: 2 months ago
গুরুচণ্ডালী দোষে বাক্যের কোন গুণ লোপ পায়?
Created: 19 hours ago
A
আসত্তি
B
যোগ্যতা
C
আকাঙ্ক্ষা
D
প্রসাদগুণ
• গুরুচণ্ডালী দোষ:
তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের মিশ্রণ ঘটলে যে দোষের সৃষ্টি হয় তাকে গুরুচণ্ডালী দোষ বলে। এদোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়।
যেমন:
গরুর গাড়ি, শবদাহ ইত্যাদি হলো তৎসম শব্দ। কিন্তু যদি বলা হয় গরুর শকট, মড়াদাহ তাহলে তা গুরুচণ্ডালী দোষে দুষ্ট হয়ে যায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 19 hours ago
'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ?
Created: 1 week ago
A
সংস্কৃত
B
হিন্দি
C
অহমিয়া
D
তুর্কি
‘বাবা’ শব্দ
‘বাবা’ শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। এর অর্থ হলো পিতা বা জনক।
তুর্কি ভাষা থেকে আগত আরও কিছু শব্দ
বাংলা ভাষায় তুর্কি উৎসের আরও কয়েকটি শব্দ পাওয়া যায়, যেমন—
-
বাবা
-
কোর্মা
-
খাতুন
-
উজবুক
-
চাকু
-
তোপ
-
বাবুর্চি ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago