দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
A
২০ দিন
B
২২ দিন
C
২৪ দিন
D
২৬ দিন
উত্তরের বিবরণ
প্রশ্ন: দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
সমাধান:
একত্রে ৮ দিনে করতে পারে কাজটির = ১ অংশ
∴ একত্রে ১ দিনে করতে পারে কাজটির = ১/৮ অংশ,
আবার,
প্রথম ব্যক্তি ১ দিনে করে ১/১২ অংশ কাজ
∴ ২য় ব্যক্তি ১ দিনে করে = (১/৮ - ১/১২) অংশ
= (৩- ২)/২৪ অংশ
= ১/২৪ অংশ
এখন,
২য় ব্যক্তি ১/২৪ অংশ কাজ করে = ১ দিনে
২য় ব্যক্তি ১ অংশ (সম্পুর্ন) কাজ করে = ১ × (২৪/১) দিনে
= ২৪ দিনে।

0
Updated: 1 month ago