'অপর্ণা' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গল্পের চরিত্র?
A
মহেশ
B
মামলার ফল
C
মন্দির
D
মেজদিদি
উত্তরের বিবরণ
‘মন্দির’ গল্প
- 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম মন্দির। 
- 
এই গল্পের জন্য তিনি ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ করেন। 
- 
"বসুমতী" পত্রিকার সম্পাদক দেড়শ’টি গল্পের মধ্যে “মন্দির” গল্পটিকে শ্রেষ্ঠ বলে বিবেচনা করেছিলেন। 
গল্পের বিষয়বস্তু:
- 
অমরনাথ অপর্ণাকে বিবাহ করলেও দাম্পত্য জীবনে শান্তি পায়নি। 
- 
অপর্ণা পিতৃগৃহে স্থাপিত রাধাকৃষ্ণের চরণে নিজেকে উৎসর্গীকৃত করেছিলেন অনেক আগে। 
উল্লেখযোগ্য চরিত্র:
- 
অমরনাথ 
- 
অপর্ণা 
অন্যান্য গল্পের চরিত্রসমূহ:
- 
‘মহেশ’ গল্প: গফুর, আমেনা, মহেশ (একটি ষাঁড়ের নাম), তর্করত্ন, জমিদার শিববাবু 
- 
‘মামলার ফল’ গল্প: দুই ভাই—শিবু ও শম্ভু 
- 
‘মেজদিদি’ গল্প: কেষ্টা, কাদম্বিনী, নবীন, বিপিন, হেমাঙ্গিনী 
উৎস:
- 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা 
- 
বাংলাপিডিয়া 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'স্বদেশ ও সাহিত্য' - প্রবন্ধগ্রন্থটি রচনা করেন কে?
Created: 3 weeks ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রবন্ধগ্রন্থ হলো: নারীর মূল্য, স্বদেশ, এবং সাহিত্য।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সংক্রান্ত তথ্য:
- 
১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। 
- 
তিনি বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী ছিলেন। 
- 
তাঁর উপন্যাসের মূল বিষয় পল্লীর জীবন ও সমাজ। 
- 
ব্যক্তি ও পল্লীর সংস্কারাচ্ছন্ন মানসিকতার সংঘাত ও মানুষের মনস্তাত্ত্বিক ক্ষতচিহ্ন তিনি তাঁর রচনায় ফুটিয়ে তুলেছেন। 
- 
তাঁর উপন্যাসে ব্যক্তির ইচ্ছা ও মুক্তি সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত, এজন্য তাঁকে রক্ষণশীল হিসেবে বিবেচনা করা হয়। 
- 
১৯৩৮ সালের ১৬ জানুয়ারি, কলকাতায় মৃত্যুবরণ করেন। 
তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
- 
বড়দিদি 
- 
পরিণীতা 
- 
বিরাজ বৌ 
- 
পণ্ডিত মশাই 
- 
পল্লী সমাজ 
- 
দেবদাস 
- 
চরিত্রহীন 
- 
দত্তা 
- 
গৃহদাহ 
- 
বামুনের মেয়ে 
- 
দেনা পাওনা 
- 
পথের দাবী 
- 
শেষ প্রশ্ন 
- 
বিপ্রদাস 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম মুদ্রিত উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
পথের দাবী
B
গৃহদাহ
C
বড়দিদি
D
শ্রীকান্ত
‘বড়দিদি’ উপন্যাস:
- 
প্রকাশকাল: ১৯১৩ 
- 
রচয়িতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 
- 
প্রথম প্রকাশিত: সরলা দেবীর সম্পাদিত ‘ভারতী’ পত্রিকায়। 
- 
প্রাথমিক নাম: ‘শিশু’ 
- 
উপন্যাসের মূল আকর্ষণ: নারী চরিত্রের সংযম ও মাধুর্য, শাস্ত্রশাসিত জীবন ও স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে টানাপোড়েন, এবং সহজ-সাবলীল ভাষা। 
- 
উল্লেখযোগ্য চরিত্র: সুরেন্দ্রনাথ, ব্রজরাজ, মাধবী, প্রমীলা 
- 
বড়দিদি চরিত্রের নাম: মাধবী 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সংক্ষিপ্ত পরিচয়:
- 
জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৮৭৬, দেবানন্দপুর, হুগলি জেলা 
- 
প্রথম প্রকাশিত উপন্যাস: বড়দিদি (ভারতী পত্রিকায় ১৯০৭ সালে) 
- 
প্রথম প্রকাশিত গল্প: ‘মন্দির’, যার জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ 
- 
রাজনৈতিক উপন্যাস: ‘পথের দাবী’ (১৯২৬), ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল 
বিখ্যাত উপন্যাসসমূহ:
- 
দেনা-পাওনা 
- 
বড়দিদি 
- 
বিরাজবৌ 
- 
পণ্ডিতমশাই 
- 
পরিণীতা 
- 
চন্দ্রনাথ 
- 
দেবদাস 
- 
চরিত্রহীন 
- 
গৃহদাহ 
- 
পথের দাবী 
- 
শেষ প্রশ্ন 
- 
শেষের পরিচয় 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
সুরেশ, মহিম ও অচলা কোন উপন্যাসের চরিত্র?
Created: 3 weeks ago
A
গৃহদাহ
B
বিষবৃক্ষ
C
কৃষ্ণকান্তের উইল
D
চরিত্রহীন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'গৃহদাহ' উপন্যাসে প্রেম, সামাজিক রীতি ও নৈতিকতা নিয়ে সূক্ষ্মভাবে আলোচনা করা হয়েছে। উপন্যাসের কেন্দ্রবিন্দুতে তিনটি প্রধান চরিত্র—সুরেশ, মহিম ও অচলা—স্থিত, যারা কাহিনীর মূল গতিবেগ এবং মানসিক দ্বন্দ্বের প্রতিফলন ঘটায়।
- 
উপন্যাসের তথ্য: - 
'মহিম ও সুরেশ' উপন্যাসের দুই প্রধান পুরুষ চরিত্র। 
- 
১৯২০ সালে রচিত এই উপন্যাসটি শরৎচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচিত। 
- 
এটি প্রথমবার মাসিক 'ভারতবর্ষ' পত্রিকায় প্রকাশিত হয়। 
- 
নায়িকা অচলা দুই পুরুষ—মহিম ও সুরেশ—এর প্রতি আকর্ষণ ও বিকর্ষণের মধ্য দিয়ে গল্পের মানসিক দ্বন্দ্ব প্রকাশ পায়। 
- 
বিবাহ বহির্ভূত কথিত অসামাজিক প্রেমের কাহিনী নিপুণ ঘটনা সংস্থান ও মনস্তাত্ত্বিক সুক্ষ্মতার মাধ্যমে উপস্থাপিত হয়েছে। 
- 
উপন্যাসে হিন্দু বিধবা মৃণালকে আদর্শ রূপে চিত্রায়িত করা হয়েছে। 
 
- 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাসের চরিত্র:
- 
'গৃহদাহ' - সুরেশ, মহিম, অচলা 
- 
'বিষবৃক্ষ' - নগেন্দ্রনাথ, কুন্দনন্দিনী 
- 
'কৃষ্ণকান্তের উইল' - গােবিন্দলাল, রােহিনী, ভ্রমর 
- 
'চরিত্রহীন' - সতীশ, কিরণময়ী 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago