'ঋণ দেয় যে' এক কথায় কী বলে?
A
উত্তমর্ণ
B
খাতক
C
অধমর্ণ
D
ঋতুপর্ণ
উত্তরের বিবরণ
'ঋণ দেয় যে' এক কথায় বলে - উত্তমর্ণ।
অন্যদিকে,
'ঋণ নেয় যে' -অধমর্ণ/খাতক।
'ঋতুপর্ণ' অর্থ- অযোধ্যার সূর্যবংশীয় নৃপতিবিশেষ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 1 month ago
আঞ্চলিক ভাষার অপর নাম কী?
Created: 1 month ago
A
কথ্যভাষা
B
উপভাষা
C
সাধুভাষা
D
চলিত ভাষা
আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। বাংলা ভাষার মোট আঞ্চলিক ভাষা ৫ টি।
0
Updated: 1 month ago
‘-অক’ প্রত্যয়ের পরিবর্তে নারীবাচক শব্দে কোন প্রত্যয় বসে?
Created: 1 month ago
A
-নী
B
-আনী
C
-ইকা
D
-মতী
নারীবাচক শব্দ গঠন:
নরবাচক শব্দকে নারীবাচক করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ করা হয়।
-
‘-অক’ → ‘-ইকা’:
'-অক' প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময় 'অক'-এর পরিবর্তে ‘-ইকা’ বসে।-
উদাহরণ: পাঠক → পাঠিকা, লেখক → লেখিকা, গায়ক → গায়িকা
-
-
‘আনী’ প্রত্যয়:
-
উদাহরণ: ইন্দ্র → ইন্দ্রাণী, শূদ্র → শূদ্রাণী
-
-
‘নী’ প্রত্যয়:
-
উদাহরণ: দুঃখী → দুঃখিনী, শ্বেতাঙ্গ → শ্বেতালিনী
-
-
‘মতী’ প্রত্যয়:
-
উদাহরণ: আয়ুম্মান → আয়ুষ্মতী, বুদ্ধিমান → বুদ্ধিমতী
-
0
Updated: 1 month ago
“ডুমুরের ফুল” বাগ্ধারাটির অর্থ -
Created: 1 month ago
A
সুসময়ের বন্ধু
B
অদৃশ্য বস্তু
C
নাছোড়বান্দা
D
কূটবুদ্ধি
ডুমুরের ফুল:
বাগ্ধারার অর্থ হলো অদৃশ্য বস্তু।
-
উদাহরণ: তুমি দেখি একেবারে ডুমুরের ফুল হয়ে গেছ!
অন্যান্য বাগ্ধারার উদাহরণ:
-
দুধের মাছি: সুসময়ের বন্ধু; সুযোগসন্ধানীরা সবসময় দুধের মাছির মতো ক্ষমতার আশপাশে ঘোরে।
-
চিনে জোঁক: নাছোড়বান্দা; লোকটি এ কাজ পাওয়ার জন্য একেবারে চিনে জোঁকের মতো লেগে আছে।
-
জিলাপির প্যাঁচ: কূটবুদ্ধি; বাইরে থেকে দেখতে সরল হলেও লোকটির অন্তরে জিলাপির প্যাঁচ।
0
Updated: 1 month ago