Choose the antonym of martinet:
A
Dictator
B
Tyrant
C
Despot
D
Lenient
উত্তরের বিবরণ
• The opposite of 'Martinet' is - Lenient.
• Martinet (noun)
English Meaning: a strict disciplinarian, especially in the armed forces; someone who demands complete obedience.
Bangla Meaning: কঠোর নিয়মনিষ্ঠ ব্যক্তি; শৃঙ্খলার দাস।
অপশন আলোচনা:
- Dictator - একনায়ক; কর্তৃত্ববাদী শাসক।
- Tyrant - স্বেচ্ছাচারী শাসক; নিষ্ঠুর শাসক।
- Despot - স্বৈরাচারী শাসক।
- Lenient - সহনশীল; নমনীয়; দয়ালু।
0
Updated: 1 month ago
He is weak but he tries hard. (Simple)
Created: 1 month ago
A
In spite of his weakness, he tries hard.
B
In spite of he is weak, he tries hard.
C
Because he is weak, he tries hard.
D
His weakness but he tries hard.
সঠিক উত্তর হলো – ক) In spite of his weakness, he tries hard.
Compound থেকে Simple করার নিয়ম:
-
Compound sentence-এ যদি দুটি clause-এর মাঝে but থাকে, তবে Simple sentence করতে হলে but-এর আগের clause-টিকে in spite of দিয়ে noun phrase-এ রূপান্তর করতে হয়।
-
উল্টোদিকে, যদি কোনো Simple sentence-এ in spite of phrase থাকে, তবে সেটিকে Compound করতে হলে in spite of বাদ দিয়ে phrase-টিকে clause-এ রূপান্তর করতে হয়, এরপর তার পরে but বসিয়ে দ্বিতীয় clause যুক্ত করতে হয়।
Examples:
-
Compound: He is poor but he is honest.
Simple: In spite of his poverty, he is honest. -
Compound: He was rich but he was unhappy.
Simple: In spite of his riches, he was unhappy. -
Compound: They are strong but they have been defeated.
Simple: In spite of their strength, they have been defeated.
Other options ব্যাখ্যা:
-
খ) ভুল — কারণ In spite of এর পরে পূর্ণাঙ্গ বাক্য (he is weak) আসতে পারে না; noun/noun phrase আসতে হবে।
-
গ) ভুল — because মানে কারণ বোঝায়। এখানে অর্থ দাঁড়াচ্ছে দুর্বলতার কারণে চেষ্টা করছে, যা মূল বাক্যের বিপরীত।
-
ঘ) ভুল এবং অসম্পূর্ণ বাক্য; সঠিকভাবে Simple form হয়নি।
0
Updated: 1 month ago
Which one is an adjective?
Created: 1 month ago
A
Nostalgia
B
Poverty
C
Magnificently
D
Extraordinary
‘Extraordinary’ একটি adjective। এটি কোনো কিছুকে সাধারণের চেয়ে বিশিষ্ট বা অসাধারণ হিসেবে প্রকাশ করে।
Extraordinary (adjective):
-
English meaning: Exceptional to a very marked extent
-
Bangla meaning: অসাধারণ; সাধারণ নয় এমন বিশিষ্ট
-
Example: The race is an extraordinary event.
অন্যান্য শব্দ:
-
Nostalgia (noun): গৃহকাতরতা; অতীতবিধুরতা
-
Poverty (noun): দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য
-
Magnificently (adverb): জাঁকজমকপূর্ণভাবে
Source:
0
Updated: 1 month ago
Which one of the following words is in singular form?
Created: 1 month ago
A
agenda
B
oases
C
radius
D
formulae
উত্তর: Radius
Radius (একবচন) = বৃত্ত বা গোলকের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সরাসরি আঁকা রেখা।
-
Plural form: Radii
অন্যান্য অপশনগুলো:
-
Formulae (বহুবচন)
-
Singular: Formula – নির্দেশাবলি, নিয়ম, পদ্ধতি।
-
আরও একটি বহুবচন: Formulas
-
-
Agenda (বহুবচন)
-
Singular: Agendum – সভার কার্যতালিকা।
-
আরও একটি বহুবচন: Agendums
-
-
Oases (বহুবচন)
-
Singular: Oasis – মরূদ্যান।
-
উৎস: Bangla Academy Dictionary, Cambridge Dictionary
0
Updated: 1 month ago